সময়টা বড্ড খারাপ যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ক্লাবের হয়ে হোক বা দেশের জার্সিতে, কোথাও নিজেকে মেলে ধরতে পারছেন না সিআর সেভেন। আন্তোনিও কাসানো তাই মনে করেন, রোনালদোর এখন থামার সময় হয়েছে। পর্তুগিজ উইঙ্গারকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড।
এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো। দেশ ও ক্লাব ফুটবল মিলিয়ে করেছেন ৮৩৪ গোল। ১১৭ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও তিনি। কাসানোর মতে, রোনালদোর অর্জন যথেষ্ট। নতুন করে দেওয়ার কিছু নেই।
৪০ বছর বয়সী সাবেক রিয়াল ও মিলান তারকা বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর মতো খেলোয়াড়ের নিজের সম্পর্কে ভাবার সময় এসেছে। আপনি যদি বেশি কিছু করতে না পারেন, তাহলে আপনাকে থামতে হবে। সব খেলার ক্ষেত্রেই একই নিয়ম। অবসর নেওয়াটাই যথেষ্ট। সে সবকিছুই জিতেছে। একজন কিংবদন্তি সে। অনেক টাকা-পয়সা উপার্জন করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে এখন সে নতুন করে শুরু করতে পারবে না।’
কথা প্রসঙ্গে লিওনেল মেসির আত্মত্যাগের কথাও বলেছেন কাসানো। চিকিৎসার জন্য মেসিকে অল্প বয়সে আর্জেন্টিনা থেকে সুদূর স্পেনে পাড়ি জমাতে হয়েছিল। পিএসজি তারকা সম্পর্কে তিনি বলেছেন, ‘মেসি হচ্ছে দিয়েগো ম্যারাডোনার মতো। আর যখন আত্মত্যাগের প্রসঙ্গ আসে, অবশ্যই মনে থাকা উচিত যে, চিকিৎসা করতে লিও ১৪ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়েছিল। সে চার বছর একা বার্সেলোনায় ছিল। এসবকেই বলে আত্মত্যাগ।’
ইতালির জার্সিতে কাসানো ৩৯ ম্যাচে করেছেন ১০ গোল,৪টি গোল করতেও সহায়তা করেছেন। আর ক্লাব ফুটবলে ৫১৫ ম্যাচে ১৩৯ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন ১০৭ টি। এএস রোমার হয়ে করেছেন ৫২ গোল।
সময়টা বড্ড খারাপ যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ক্লাবের হয়ে হোক বা দেশের জার্সিতে, কোথাও নিজেকে মেলে ধরতে পারছেন না সিআর সেভেন। আন্তোনিও কাসানো তাই মনে করেন, রোনালদোর এখন থামার সময় হয়েছে। পর্তুগিজ উইঙ্গারকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড।
এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন রোনালদো। দেশ ও ক্লাব ফুটবল মিলিয়ে করেছেন ৮৩৪ গোল। ১১৭ গোল নিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও তিনি। কাসানোর মতে, রোনালদোর অর্জন যথেষ্ট। নতুন করে দেওয়ার কিছু নেই।
৪০ বছর বয়সী সাবেক রিয়াল ও মিলান তারকা বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর মতো খেলোয়াড়ের নিজের সম্পর্কে ভাবার সময় এসেছে। আপনি যদি বেশি কিছু করতে না পারেন, তাহলে আপনাকে থামতে হবে। সব খেলার ক্ষেত্রেই একই নিয়ম। অবসর নেওয়াটাই যথেষ্ট। সে সবকিছুই জিতেছে। একজন কিংবদন্তি সে। অনেক টাকা-পয়সা উপার্জন করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে এখন সে নতুন করে শুরু করতে পারবে না।’
কথা প্রসঙ্গে লিওনেল মেসির আত্মত্যাগের কথাও বলেছেন কাসানো। চিকিৎসার জন্য মেসিকে অল্প বয়সে আর্জেন্টিনা থেকে সুদূর স্পেনে পাড়ি জমাতে হয়েছিল। পিএসজি তারকা সম্পর্কে তিনি বলেছেন, ‘মেসি হচ্ছে দিয়েগো ম্যারাডোনার মতো। আর যখন আত্মত্যাগের প্রসঙ্গ আসে, অবশ্যই মনে থাকা উচিত যে, চিকিৎসা করতে লিও ১৪ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়েছিল। সে চার বছর একা বার্সেলোনায় ছিল। এসবকেই বলে আত্মত্যাগ।’
ইতালির জার্সিতে কাসানো ৩৯ ম্যাচে করেছেন ১০ গোল,৪টি গোল করতেও সহায়তা করেছেন। আর ক্লাব ফুটবলে ৫১৫ ম্যাচে ১৩৯ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন ১০৭ টি। এএস রোমার হয়ে করেছেন ৫২ গোল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
২ ঘণ্টা আগেবাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলে নিজেও ক্রিকেট খেলেন। কিন্তু বাবা এতই বড় ক্রিকেটার ছিলেন যে—তাঁর ছায়া থেকে বেরিয়ে আসা হয়নি অর্জুন টেন্ডুলকারের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলার কথা, বলা হচ্ছে শচীন টেন্ডুলকার তনয় অর্জুনের কথা।
২ ঘণ্টা আগে