ক্রীড়া ডেস্ক
দেশ-বিদেশের অনেকেই আজ বাংলাদেশকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের পাশাপাশি বিদেশের রাষ্ট্রপ্রধানরা পৃথক বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর ক্লাবও জানিয়েছে শুভেচ্ছা।
বাংলাদেশ সময় আজ বেলা ২টা ৩৩ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজার ক্লাব লেস্টার সিটি বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করেছে। সেই ছবির ওপর লেখা, ‘লেস্টার সিটি ফুটবল ক্লাবের পক্ষে শুভ স্বাধীনতা দিবস।’ ফটোকার্ডে লেস্টারের লোগো বসানো হয়েছে। ছবি পোস্ট করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি লিখেছে, ‘শুভ স্বাধীনতা দিবস বাংলাদেশ।’ ক্যাপশনের শেষে বাংলাদেশের পতাকার ইমোজি জুড়ে দেওয়া হয়েছে। তিন ঘণ্টার মধ্যে ৮০ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্য হয়েছে পাঁচ হাজারের কাছাকাছি।
বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে ৫৪তম স্বাধীনতা দিবস। আজই বাংলাদেশ সময় সকালে হয়েছে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পর আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ফেসবুকে বাংলাদেশকে নিয়ে পোস্ট করেছেন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা না জানালেও তিনি বলেছেন, ‘যে অসাধারণ সমর্থন ও বার্তা দিয়েছেন, সেজন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয়ের অংশীদার আপনারাও।’
স্বাধীনতা দিবসের আগের দিন বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। শিলংয়ে গতকাল ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশেই ছিলেন তিনি। বাংলাদেশ গোলশূন্য ড্র করলেও ভারতকে কাঁপিয়ে দিয়েছিল। ট্যাকল, ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স—বাংলাদেশের জার্সিতে অভিষেকে তিনি সবখানেই উজ্জ্বল ছিলেন।
আরও পড়ুন:
বাংলাদেশকে ‘ধন্যবাদ’ দিয়ে রাফিনহাকে বিনয়ী হতে বললেন এনজো
দেশ-বিদেশের অনেকেই আজ বাংলাদেশকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের পাশাপাশি বিদেশের রাষ্ট্রপ্রধানরা পৃথক বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর ক্লাবও জানিয়েছে শুভেচ্ছা।
বাংলাদেশ সময় আজ বেলা ২টা ৩৩ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজার ক্লাব লেস্টার সিটি বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করেছে। সেই ছবির ওপর লেখা, ‘লেস্টার সিটি ফুটবল ক্লাবের পক্ষে শুভ স্বাধীনতা দিবস।’ ফটোকার্ডে লেস্টারের লোগো বসানো হয়েছে। ছবি পোস্ট করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি লিখেছে, ‘শুভ স্বাধীনতা দিবস বাংলাদেশ।’ ক্যাপশনের শেষে বাংলাদেশের পতাকার ইমোজি জুড়ে দেওয়া হয়েছে। তিন ঘণ্টার মধ্যে ৮০ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্য হয়েছে পাঁচ হাজারের কাছাকাছি।
বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে ৫৪তম স্বাধীনতা দিবস। আজই বাংলাদেশ সময় সকালে হয়েছে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ব্রাজিল-আর্জেন্টিনা। এই ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের পর আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ফেসবুকে বাংলাদেশকে নিয়ে পোস্ট করেছেন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা না জানালেও তিনি বলেছেন, ‘যে অসাধারণ সমর্থন ও বার্তা দিয়েছেন, সেজন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয়ের অংশীদার আপনারাও।’
স্বাধীনতা দিবসের আগের দিন বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। শিলংয়ে গতকাল ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশেই ছিলেন তিনি। বাংলাদেশ গোলশূন্য ড্র করলেও ভারতকে কাঁপিয়ে দিয়েছিল। ট্যাকল, ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স—বাংলাদেশের জার্সিতে অভিষেকে তিনি সবখানেই উজ্জ্বল ছিলেন।
আরও পড়ুন:
বাংলাদেশকে ‘ধন্যবাদ’ দিয়ে রাফিনহাকে বিনয়ী হতে বললেন এনজো
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে