ব্রাজিলের ক্লাব গ্রেমিওর জার্সিতে লুইস সুয়ারেজের অভিযান যে শেষ হচ্ছে তা জানা গিয়েছিল আগেই। অবশেষে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে পথচলা শেষ হয়ে গেল সুয়ারেজের। ব্রাজিলিয়ান পর্বের শেষ ম্যাচেও দুর্দান্ত ছিলেন সুয়ারেজ।
ব্রাজিলের ঐতিহাসিক মারাকানায় সিরি ‘আ’ তে ফ্লুমিনেন্সের মুখোমুখি হয়েছিল গ্রেমিও। এই ম্যাচে অবশ্য মাঠের পারফরম্যান্সে ফ্লুমিনেন্সের দাপট ছিল। ৭০ শতাংশ বল দখলে রেখে ফ্লুমিনেন্স প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৭ শট। অন্যদিকে গ্রেমিও ৩০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৫ শট। তবে শেষ পর্যন্ত গ্রেমিও ম্যাচ জিতেছে ৩-২ গোলে। জোড়া গোল করেন সুয়ারেজ।
৩৪ মিনিটে জন আরিয়াসের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে গিয়েছিল ফ্লুমিনেন্স। এরপর দ্রুতই গ্রেমিওকে সমতায় ফিরিয়েছেন সুয়ারেজ। ম্যাথিয়াস ভিলাসান্তির অ্যাসিস্টে ৪৩ মিনিটে গোল করেন সুয়ারেজ। প্রথমার্ধের শেষে ৪৫ মিনিটে এভারটনের গোলে ২-১ গোলে এগিয়ে যায় গ্রেমিও। গ্রেমিওকে এরপর আরেকটু এগিয়ে নেন সুয়ারেজ। ৬৪ মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার পেনাল্টিতে করেন ম্যাচে নিজের জোড়া গোল। ৩-২ গোলে জিতলেও গ্রেমিও সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারের সিরি ‘আ’ জিতেছে পালমেইরাস। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৭ গোল করেন সুয়ারেজ। গ্রেমিওর জার্সিতে উরুগুয়ের এই স্ট্রাইকার ৫২ ম্যাচে করেন ২৪ গোল। অ্যাসিস্ট করেন ১৭ গোলে।
ব্রাজিলের ক্লাব গ্রেমিওর জার্সিতে লুইস সুয়ারেজের অভিযান যে শেষ হচ্ছে তা জানা গিয়েছিল আগেই। অবশেষে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে পথচলা শেষ হয়ে গেল সুয়ারেজের। ব্রাজিলিয়ান পর্বের শেষ ম্যাচেও দুর্দান্ত ছিলেন সুয়ারেজ।
ব্রাজিলের ঐতিহাসিক মারাকানায় সিরি ‘আ’ তে ফ্লুমিনেন্সের মুখোমুখি হয়েছিল গ্রেমিও। এই ম্যাচে অবশ্য মাঠের পারফরম্যান্সে ফ্লুমিনেন্সের দাপট ছিল। ৭০ শতাংশ বল দখলে রেখে ফ্লুমিনেন্স প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৭ শট। অন্যদিকে গ্রেমিও ৩০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৫ শট। তবে শেষ পর্যন্ত গ্রেমিও ম্যাচ জিতেছে ৩-২ গোলে। জোড়া গোল করেন সুয়ারেজ।
৩৪ মিনিটে জন আরিয়াসের পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে গিয়েছিল ফ্লুমিনেন্স। এরপর দ্রুতই গ্রেমিওকে সমতায় ফিরিয়েছেন সুয়ারেজ। ম্যাথিয়াস ভিলাসান্তির অ্যাসিস্টে ৪৩ মিনিটে গোল করেন সুয়ারেজ। প্রথমার্ধের শেষে ৪৫ মিনিটে এভারটনের গোলে ২-১ গোলে এগিয়ে যায় গ্রেমিও। গ্রেমিওকে এরপর আরেকটু এগিয়ে নেন সুয়ারেজ। ৬৪ মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার পেনাল্টিতে করেন ম্যাচে নিজের জোড়া গোল। ৩-২ গোলে জিতলেও গ্রেমিও সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারের সিরি ‘আ’ জিতেছে পালমেইরাস। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৭ গোল করেন সুয়ারেজ। গ্রেমিওর জার্সিতে উরুগুয়ের এই স্ট্রাইকার ৫২ ম্যাচে করেন ২৪ গোল। অ্যাসিস্ট করেন ১৭ গোলে।
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
২৫ মিনিট আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
১ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
২ ঘণ্টা আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
২ ঘণ্টা আগে