Ajker Patrika

বৃষ্টির কারণ দেখিয়ে ওয়েম্বলিতে জার্মানদের অনুশীলন করতে দেয়নি ইংল্যান্ড 

আপডেট : ২৯ জুন ২০২১, ২১: ১৯
বৃষ্টির কারণ দেখিয়ে ওয়েম্বলিতে জার্মানদের অনুশীলন করতে দেয়নি ইংল্যান্ড 

ঢাকা: শেষ ষোলোর লড়াইয়ে আজ রাতে মাঠে নামবে দুই ইউরোপিয়ান ফুটবল জায়ান্ট জার্মানি ও ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ওয়েম্বলিতে জার্মান দলের অনুশীলন করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। লন্ডনের আবহাওয়া পূর্বাভাস বলছে, ম্যাচের আগে বৃষ্টি হতে পারে। এ সময় অনুশীলন করলে মাঠের ক্ষতি হতে পারে–এই কারণ দেখিয়ে জোয়াকিম লোর দলকে অনুমতি দেওয়া হয়নি। 

জার্মানির একটা পত্রিকা এটাকে ‘বিতর্ক’ হিসেবে আখ্যা দিয়েছে। তারা আরও লিখেছে, ‘ইংল্যান্ড অন্যায়ভাবে সুবিধা নিতে চাচ্ছে। তারা গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ঘরের মাঠে (ওয়েম্বলি) খেলেছে।’

নিজেদের মতো করে প্রস্তুতির সুযোগ না পেলেও এই ম্যাচে জয় পেতে উন্মুখ হয়ে আছেন কাইল হাভার্টজ–অ্যান্তোনি রুডিগাররা। হ্যাভার্টজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ওয়েম্বলিতে আগেও আমি খেলেছি। তবে এই ম্যাচ আমার কাছে বিশেষ কিছু। জয় পেতে সর্বোচ্চটা করব আমরা।’ 

এবারের ইউরোর শুরুটা ভালো হয়নি জার্মানির। ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করে তারা। তবে দ্বিতীয় ম্যাচে পর্তুগালকে ৪-২ গোলে হারায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে ড্র করে টেবিলের দুইয়ে থেকে শেষ ষোলোতে উঠে। ইংল্যান্ড ‘ডি’ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত