Ajker Patrika

কোপা আমেরিকায় খেলা হবে না নেইমারের

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৪: ১৬
কোপা আমেরিকায় খেলা হবে না নেইমারের

উরুগুয়ের বিপক্ষে যেদিন চোট পেয়ে মাঠ ছাড়ছিলেন নেইমার, সেদিনই বোঝা গিয়েছিল বড় রকমের দুঃসংবাদ হয়তো আসছে। কেননা, ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচের দিন চোখের জল ধরে রাখতে পারছিলেন না তিনি। গাড়িতে করে যখন ব্রাজিলিয়ান তারকাকে বের করা হচ্ছিল, তখন মাথায় দু হাত দিয়ে কাঁদছিলেন তিনি। 

চোট পাওয়ার দুই সপ্তাহ পর নেইমারের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। সে সময় জানা যায়, কোপা আমেরিকার আগেই সুস্থ হবেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড। কিন্তু এবার ভিন্ন কিছুই জানালেন ব্রাজিলের চিকিৎসক রদ্রিগো লাসমার, যা ব্রাজিল দলের জন্য বড় দুঃসংবাদ। 

কোপা আমেরিকায় নেইমার খেলতে পারবেন না বলে জানিয়েছেন লাসমার। ব্রাজিলের রেদে ৯৮ রেডিওকে তিনি বলেছেন, ‘এটি (কোপা) খুব কাছেই। দ্রুত সুস্থ হতে পুনর্বাসন প্রক্রিয়ার ধাপ নিয়ে তাড়াহুড়ো করা এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার কোনো মানে হয় না। আমাদের প্রত্যাশা, সে ২০২৪ ইউরোপিয়ান মৌসুমের শুরুতে পুরোপুরি সুস্থ হবে। অর্থাৎ, আগস্টে।’ 

লাসমারের কথা যদি সত্যি হয়, তাহলে নিশ্চিতভাবেই নেইমারকে ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী বছর কোপা আমেরিকা খেলতে হবে ব্রাজিলকে। কেননা, আগামী বছরের ২০ জুন শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ১৪ জুলাই। আর নেইমার সুস্থ হবেন আগস্টে। 

অবশ্য সময়ের আগে অনেকে আছেন খুব দ্রুতই সুস্থ হতে পারেন। কিন্তু নেইমারের ক্ষেত্রে সেই সম্ভাবনাও নাকি নেই। আল হিলালের ফরোয়ার্ডের ক্ষেত্রে এমনটা ভাবলে তা অপরিপক্বতার শামিল হবে বলে মনে করেন লাসমার। ব্রাজিল দলের চিকিৎসক বলেছেন, ‘আমাদের ধৈর্য ধরতে হবে। ৯ মাসের আগে তার ফিরে আসার ব্যাপারটা অপরিপক্বতার শামিল হবে। এটা একটি বৈশ্বিক ধারণা হাঁটুর লিগামেন্ট অস্ত্রোপচারের পর পুনর্বাসনের জন্য যথেষ্ট সময় দিতে হবে। জৈবিক সময়কে গুরুত্ব দিতে হবে। লিগামেন্ট পুনর্গঠনের জন্য শরীর এই সময় নেয়।’ 

সুস্থ হওয়ার পরেই নেইমার আবারও শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে সক্ষম হবেন বলে আশা করছেন লাসমার। তিনি বলেছেন, ‘আমরা যদি পুনর্বাসনের ধাপগুলো অনুসরণ করি, আশা করি, সে আবার আগের মতো শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারবে।’ 

চোটই নেইমারের ক্যারিয়ার শেষ করে দিয়েছে। অন্যথায়, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হওয়ার সব সম্ভাবনা, প্রতিভা তাঁর ছিল। কিন্তু বারবার চোটে পড়ায় ৩১ বছর বয়সী তারকার নামের পাশে তেমন কোনো শিরোপাই নেই। সে যাই হোক, গত ২ নভেম্বরের পর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার। এখন সময়ই বলবে ব্রাজিলিয়ান তারকা খেলতে পারবেন কিনা!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত