Ajker Patrika

মেসিকে এখনই বিশ্রাম দেওয়ার কল্পনাও করেন না মার্তিনো

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২: ২৫
মেসিকে এখনই বিশ্রাম দেওয়ার কল্পনাও করেন না মার্তিনো

টানা ম্যাচ খেলার ধকল কাটাতে লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছিলেন জেরার্দো মার্তিনো। তবে এখন উল্টো কিছু জানাচ্ছেন তিনি। মেসিকে এখনই বিশ্রাম দেওয়ার চিন্তা নেই ইন্টার মায়ামির কোচের।

আগামীকাল লস অ্যাঞ্জেলসের বিপক্ষেও মেসি খেলবেন এমনটি জানিয়েছেন মার্তিনো। মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। তাই কল্পনাও করি না এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মেসির বিশ্রাম প্রয়োজন রয়েছে। আমরা রেড বুলসের বিপক্ষে কিছুটা সময় থামছিলাম। সে ৩০ মিনিট খেলেছিল। আমরা এই সপ্তাহ এভাবে শেষ করেছি। আগামীকাল সে খেলতে নামছে।’

লস অ্যাঞ্জেলসকে বেশ সমীহও করছেন মার্তিনো। তিনি বলেছেন, ‘আমার মতে, লিগের অন্যতম সেরা দল লস অ্যাঞ্জেলস। তারা সর্বশেষ চ্যাম্পিয়ন। কার্লোস ভেলা একজন ম্যাচ জেতানো খেলোয়াড়। তাঁর মতোই ডেনিস বোয়াঙ্গা ও ইলিও। তাঁদের দুর্দান্ত একটি সেন্ট্রাল জুটি রয়েছে। ম্যাচটি আমাদের অবস্থান বোঝাতে মানদণ্ড হিসেবে কাজ করবে এবং আগামীকাল দুর্দান্ত চ্যালেঞ্জ থাকবে।’

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর টানা ১০ ম্যাচ খেলেছেন মেসি। এ সময় গোল করেছেন ১১টি। সঙ্গে ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। এমন দুর্দান্ত শুরু সাবেক দুই ক্লাবে পিএসজি ও বার্সেলোনাতেও পাননি তিনি। এর মধ্যে ইউএস ওপেন কাপে দলের ফাইনাল নিশ্চিত করার পথে লিগ কাপও জিতেছেন। টানা ব্যস্ত সূচির কারণেই তাই বিশ্রাম দেওয়ার কথা ছিল মেসিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত