বিশ্বকাপ বিরতির পর অপরাজয়ের ধারা অব্যাহত রাখতে পারল না ম্যানচেস্টার সিটি। সব মিলিয়ে গতকাল প্রথমবারের মতো হেরেছে তারা। লিগ কাপে সাউদাম্পটনের কাছে ২-০ গোলে হেরেছে দলটি। গোল ২টি করেছেন সেকাও মারা ও মুসা জেনিপো।
এমন হারের পর টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ সিটি কোচ পেপ গার্দিওলা। তাঁর মতে, এভাবে খেললে ম্যানচেস্টার ডার্বিতেও হারতে হবে দলকে।
পুরো ম্যাচে বল পজিশনে আধিপত্য দেখালেও প্রতিপক্ষের গোলবারে ম্যানসিটির অন টার্গেট ছিল না একটিও। এই দুর্বলতাই গতকাল তাদের পিছিয়ে রেখেছে বলে জানিয়েছেন গার্দিওলা। স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘এটিই কারণ, আমরা কেন ভালো খেলিনি। ভালো দলই জিতেছে। আমরা ভালো খেলিনি। শুরু থেকেই ভালো খেলিনি। অনেক ম্যাচেই আমরা শুরু থেকে ভালো করিনি এবং ফিরেও আসতে পারিনি।’
এভাবে খেললে লিগের আগামী ম্যাচে ম্যানচেস্টারের মাটিতেও হারতে হবে বলে জানিয়েছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘অবশ্যই এটি ভিন্ন প্রতিযোগিতা। কিন্তু যদি আমরা এভাবে পারফর্ম করি, তাহলে জেতার সুযোগ পাব না। তাদের (ম্যানইউ) মোমেন্টাম সম্পর্কে আমার জানা আছে। তবে প্রতিপক্ষের বিপক্ষে আমরা ভালো খেলার চেষ্টা করব।’
ম্যানচেস্টার ডার্বি নিয়ে গার্দিওলার সন্দেহটা অমূলক এমনটা নয়। কেননা বিশ্বকাপ বিরতির পর গতকালের আগে কোনো ম্যাচে না হারলেও দলটির পারফরম্যান্সের ঘাটতি দেখা দিয়েছে। যেমনটা বিরতির আগে ছিল না। সব মিলিয়ে শেষ ছয় ম্যাচে সমান একটি হার ও ড্রয়ের বিপরীতে চারটি জয় পেয়েছে দলটি।
অন্যদিকে প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড শুরুর দিকের ধাক্কা কাটিয়ে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে। বিশ্বকাপ বিরতির পর ছয় ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে। আবার ১৪ জানুয়ারির ম্যাচটিও ম্যানইউর মাঠ ওল্ড ট্রাফোর্ডে।
পারফরম্যান্সের কারণেই এবারের লিগে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে বেশ পিছিয়ে আছে। প্রতিপক্ষের মতো সমান ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। তাই পরের ম্যাচে ম্যানইউর বিপক্ষে হারলে শিরোপা ধরে রাখার রেস থেকে ছিটকে যাবে ম্যানসিটি।
বিশ্বকাপ বিরতির পর অপরাজয়ের ধারা অব্যাহত রাখতে পারল না ম্যানচেস্টার সিটি। সব মিলিয়ে গতকাল প্রথমবারের মতো হেরেছে তারা। লিগ কাপে সাউদাম্পটনের কাছে ২-০ গোলে হেরেছে দলটি। গোল ২টি করেছেন সেকাও মারা ও মুসা জেনিপো।
এমন হারের পর টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ সিটি কোচ পেপ গার্দিওলা। তাঁর মতে, এভাবে খেললে ম্যানচেস্টার ডার্বিতেও হারতে হবে দলকে।
পুরো ম্যাচে বল পজিশনে আধিপত্য দেখালেও প্রতিপক্ষের গোলবারে ম্যানসিটির অন টার্গেট ছিল না একটিও। এই দুর্বলতাই গতকাল তাদের পিছিয়ে রেখেছে বলে জানিয়েছেন গার্দিওলা। স্কাই স্পোর্টসকে তিনি বলেছেন, ‘এটিই কারণ, আমরা কেন ভালো খেলিনি। ভালো দলই জিতেছে। আমরা ভালো খেলিনি। শুরু থেকেই ভালো খেলিনি। অনেক ম্যাচেই আমরা শুরু থেকে ভালো করিনি এবং ফিরেও আসতে পারিনি।’
এভাবে খেললে লিগের আগামী ম্যাচে ম্যানচেস্টারের মাটিতেও হারতে হবে বলে জানিয়েছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘অবশ্যই এটি ভিন্ন প্রতিযোগিতা। কিন্তু যদি আমরা এভাবে পারফর্ম করি, তাহলে জেতার সুযোগ পাব না। তাদের (ম্যানইউ) মোমেন্টাম সম্পর্কে আমার জানা আছে। তবে প্রতিপক্ষের বিপক্ষে আমরা ভালো খেলার চেষ্টা করব।’
ম্যানচেস্টার ডার্বি নিয়ে গার্দিওলার সন্দেহটা অমূলক এমনটা নয়। কেননা বিশ্বকাপ বিরতির পর গতকালের আগে কোনো ম্যাচে না হারলেও দলটির পারফরম্যান্সের ঘাটতি দেখা দিয়েছে। যেমনটা বিরতির আগে ছিল না। সব মিলিয়ে শেষ ছয় ম্যাচে সমান একটি হার ও ড্রয়ের বিপরীতে চারটি জয় পেয়েছে দলটি।
অন্যদিকে প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড শুরুর দিকের ধাক্কা কাটিয়ে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে। বিশ্বকাপ বিরতির পর ছয় ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে। আবার ১৪ জানুয়ারির ম্যাচটিও ম্যানইউর মাঠ ওল্ড ট্রাফোর্ডে।
পারফরম্যান্সের কারণেই এবারের লিগে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে বেশ পিছিয়ে আছে। প্রতিপক্ষের মতো সমান ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। তাই পরের ম্যাচে ম্যানইউর বিপক্ষে হারলে শিরোপা ধরে রাখার রেস থেকে ছিটকে যাবে ম্যানসিটি।
চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইন্টার মায়ামি। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। ‘ডিসকভারি লিস্টের’ ডি ব্রুইনেকে তলে ভেড়ানোর আলোচনার অধিকার ছেড়ে দিয়েছে মায়ামি।
২৫ মিনিট আগেনিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ। টানা দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জিতে গেল স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেব্যাটিং, বোলিংয়ে অসাধারণ খেলছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এপ্রিল মাসের সেরা ক্রিকেটারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন। ক্রিকেটের অভিভাবক সংস্থা এবার তাঁকে দিল আরও এক সুখবর।
৩ ঘণ্টা আগেঘরের মাঠে পিএসজির লক্ষ্য কী, সেটি সোজাসুজি বলে দিলেন দলটির কোচ লুইস এনরিকে—জয় চাই তাদের। জয় চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর সেটির জন্য যা কিছু করা দরকার, তা করবে তাঁর দল।
৩ ঘণ্টা আগে