হলদে রং বসন্তেরও প্রতীক। গতকাল বসন্ত উৎসবে মিল হতেই যেন হলুদ জার্সির জনসমাগম হয়েছে কাতারের লুসাইল স্টেডিয়ামে। নেইমার-রিচার্লিসনরাও এই উৎসব থেকে বিমুখ করেননি সমর্থকদের। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে উৎসবে দিলেন পূর্ণমাত্রার আমেজ।
প্রথমার্ধজুড়ে সার্বিয়ার গোলপোস্টে চীনের প্রাচীর হয়েছিলেন গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ। নেইমারদের একেকটা শট রোবটের মতোই যেন ঠেকিয়েছেন তুরিনোর এই গোলরক্ষক। কিন্তু বিরতিতে এই রোবট থেকে উদ্ধারের কৌশলই যেন শিষ্যদের শিখিয়ে দিলেন ব্রাজিলের কোচ তিতে।
আক্রমণের পসরায় দিশেহারা হয়ে ওঠে সর্বিয়ার রক্ষণ। এর পরও গোলের মুখ দেখছিল না ব্রাজিল। কঠিন এই প্রাচীর ভাঙা সহজ হচ্ছিল না সেলেসাওদের জন্য। রোবট সামলাতে মিনিট দশেকের জন্য আলট্রা রোবটই যেন রূপ ধারণ করলেন ব্রাজিলের নম্বর নাইন রিচার্লিসন। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে ৬২ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ১-০ গোলে দলকে এগিয়ে নেন টটেনহাম ফরোয়ার্ড। ৭৩ মিনিটে করেছেন অবিশ্বাস্য এক গোল। এবারও ভিনিসিয়ুসের পাস দারুণভাবে রিসিভ করে পলকের মধ্যেই আলতো করে পায়ের টোকায় বল একটু ওপরে তুলে নিয়ে খেললেন বাইসাইকেল শট।
পুরো লুসাইল স্টেডিয়ামের ৮০ হাজার সমর্থকের মাথায় হাত তখন। স্তম্ভিত করে দেয় সার্বিয়ার ফুটবলার-সমর্থকদের। তখন সার্বিয়ার মিলিনকোভিচও মাটিতেই নেমে আসেন। এর পরও অসাধারণ কিছু সেভ করেন এই গোলরক্ষক। ‘ওয়ান ম্যান শো’ দেখিয়ে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন টটেনহাম হটস্পার ফরোয়ার্ড রিচার্লিসন। ৭৮ মিনিটের সময় তাঁকে তুলে নেন তিতে। সামনের ম্যাচের জন্য কোনো ঝুঁকি নিতে চাইলেন না। দারুণ পারফরম্যান্স করে ম্যাচে সেরা পুরস্কারও উঠেছে রিচার্লিসনের হাতে।
দ্রাগন স্তয়কোভিচের ৩-৪-২-১ ছকে প্রথামার্ধে বারবারই আটকা পড়েন নেইমাররা। ৩৫ মিনিটে বক্সের মধ্যে বল পেয়েও জোরালো শট নিতে পারেননি বার্সেলোনা স্ট্রাইকার রাফিনিয়া। ৪১ মিনিটে ক্যাসেমিরোর লম্বা পাস, বক্সের সামনে পেলেও কাজে লাগাতে পারলেন না ভিনিসিয়ুস। সুযোগ পেয়েছেন অধিনায়ক নেইমারও। শেষ পাঁচ ম্যাচে ব্রাজিলের হয়ে কোনো ওপেন প্লে গোল নেই নেইমারের।
পাঁচটি গোল করেছেন, সবকটিই পেনাল্টি থেকে। এ নিয়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকল তিতের দল। সবশেষ কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরেছিল দলটি। আগামী সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে খেলবেন সিলভা-ক্যাসেমিরো।
হলদে রং বসন্তেরও প্রতীক। গতকাল বসন্ত উৎসবে মিল হতেই যেন হলুদ জার্সির জনসমাগম হয়েছে কাতারের লুসাইল স্টেডিয়ামে। নেইমার-রিচার্লিসনরাও এই উৎসব থেকে বিমুখ করেননি সমর্থকদের। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে উৎসবে দিলেন পূর্ণমাত্রার আমেজ।
প্রথমার্ধজুড়ে সার্বিয়ার গোলপোস্টে চীনের প্রাচীর হয়েছিলেন গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ। নেইমারদের একেকটা শট রোবটের মতোই যেন ঠেকিয়েছেন তুরিনোর এই গোলরক্ষক। কিন্তু বিরতিতে এই রোবট থেকে উদ্ধারের কৌশলই যেন শিষ্যদের শিখিয়ে দিলেন ব্রাজিলের কোচ তিতে।
আক্রমণের পসরায় দিশেহারা হয়ে ওঠে সর্বিয়ার রক্ষণ। এর পরও গোলের মুখ দেখছিল না ব্রাজিল। কঠিন এই প্রাচীর ভাঙা সহজ হচ্ছিল না সেলেসাওদের জন্য। রোবট সামলাতে মিনিট দশেকের জন্য আলট্রা রোবটই যেন রূপ ধারণ করলেন ব্রাজিলের নম্বর নাইন রিচার্লিসন। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে ৬২ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ১-০ গোলে দলকে এগিয়ে নেন টটেনহাম ফরোয়ার্ড। ৭৩ মিনিটে করেছেন অবিশ্বাস্য এক গোল। এবারও ভিনিসিয়ুসের পাস দারুণভাবে রিসিভ করে পলকের মধ্যেই আলতো করে পায়ের টোকায় বল একটু ওপরে তুলে নিয়ে খেললেন বাইসাইকেল শট।
পুরো লুসাইল স্টেডিয়ামের ৮০ হাজার সমর্থকের মাথায় হাত তখন। স্তম্ভিত করে দেয় সার্বিয়ার ফুটবলার-সমর্থকদের। তখন সার্বিয়ার মিলিনকোভিচও মাটিতেই নেমে আসেন। এর পরও অসাধারণ কিছু সেভ করেন এই গোলরক্ষক। ‘ওয়ান ম্যান শো’ দেখিয়ে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন টটেনহাম হটস্পার ফরোয়ার্ড রিচার্লিসন। ৭৮ মিনিটের সময় তাঁকে তুলে নেন তিতে। সামনের ম্যাচের জন্য কোনো ঝুঁকি নিতে চাইলেন না। দারুণ পারফরম্যান্স করে ম্যাচে সেরা পুরস্কারও উঠেছে রিচার্লিসনের হাতে।
দ্রাগন স্তয়কোভিচের ৩-৪-২-১ ছকে প্রথামার্ধে বারবারই আটকা পড়েন নেইমাররা। ৩৫ মিনিটে বক্সের মধ্যে বল পেয়েও জোরালো শট নিতে পারেননি বার্সেলোনা স্ট্রাইকার রাফিনিয়া। ৪১ মিনিটে ক্যাসেমিরোর লম্বা পাস, বক্সের সামনে পেলেও কাজে লাগাতে পারলেন না ভিনিসিয়ুস। সুযোগ পেয়েছেন অধিনায়ক নেইমারও। শেষ পাঁচ ম্যাচে ব্রাজিলের হয়ে কোনো ওপেন প্লে গোল নেই নেইমারের।
পাঁচটি গোল করেছেন, সবকটিই পেনাল্টি থেকে। এ নিয়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকল তিতের দল। সবশেষ কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরেছিল দলটি। আগামী সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে খেলবেন সিলভা-ক্যাসেমিরো।
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা।
১১ ঘণ্টা আগেআগের রাতে জিততে ঘাম ছুটে গিয়েছিল বার্সেলোনার। যদিও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অনেকটা দ্বিতীয় সারির দল সাজিয়েছিল তারা। তবে আজ সেল্টা ভিগোর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরুতে দাপট দেখানোর পরও তারা মাঠ ছেড়েছে ৩-২ ব্যবধানের কষ্টের জয় নিয়ে। তবে দুই দল স্বস্তি পাচ্ছে এই ভেবে যে এল ক্
১২ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
১৬ ঘণ্টা আগে