Ajker Patrika

ফিফা জানাল, হামজা বাংলাদেশের আগামীর গর্ব

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৪: ৫০
ফিফা জানাল, হামজা বাংলাদেশের আগামীর গর্ব

বাংলাদেশের আগামীর গর্ব হামজা চৌধুরীকে নিয়ে এর চেয়ে আর কী সুন্দর উপমা ব্যবহার করতে পারত ফিফা! বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা এমন এক দিনে এই তকমা দিল, যে দিনটা হামজার জন্মদিন।

বাংলাদেশি বংশোদ্ভূত হামজা আজ ২৭ বছর পূর্ণ করেছেন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে। নীল জার্সি পরা হামজাকে নিয়ে ক্যাপশনে লিখেছে, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা’। ক্যাপশন শেষে বাংলাদেশের পতাকার ছবি পোস্ট করেছে ফিফা। 

বাংলাদেশ সময় আজ বেলা ১টা ৬ মিনিটে হামজাকে নিয়ে পোস্ট করেছে ফিফা। ২০ মিনিটের মধ্যেই সেটাতে দেখা গেছে ২৩ হাজারেরও বেশি প্রতিক্রিয়া। 

মন্তব্য করেছেন ২ হাজারের কাছাকাছি ভক্ত।  মন্তব্যের ঘরে বেশির ভাগই বাংলাদেশি ভক্ত-সমর্থক। অনেকেই হামজাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ একজন লিখেছেন, ‘আশা করি হামজা বাংলাদেশের হয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের মতো ফুটবল দুনিয়ায় বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবে।’ শেয়ারও আড়াই হাজারের বেশি।

বাংলাদেশের জার্সি পরে মাঠে নামা থেকে এখন এক ধাপ দূরে দাঁড়িয়ে হামজা চৌধুরী। ফিফার অনুমোদন পেলেই তিনি গায়ে চড়াতে পারবেন লাল-সবুজ জার্সি। লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে আবেদন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই আবেদনে সাড়া দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। হামজার ছাড়পত্র তারা (এফএ) ফিফার কাছে পাঠিয়েছে বলে গত মঙ্গলবার বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আজকের পত্রিকাকে নিশ্চিত করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত