Ajker Patrika

মেসির সমালোচকদের ধুয়ে দিলেন ফরাসি কিংবদন্তি

মেসির সমালোচকদের ধুয়ে দিলেন ফরাসি কিংবদন্তি

চ্যাম্পিয়নস লিগ থেকে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিদায় নেওয়ার পর থেকেই তোপের মুখে আছেন লিওনেল মেসি। গত সপ্তাহে বোর্দোর বিপক্ষে মাঠে নেমে দুয়োও শুনতে হয়েছে তাঁকে। এরপর গতকাল মোনাকোর বিপক্ষে ম্যাচে দলের বাইরে ছিলেন মেসি। তবে মেসিবিহীন পিএসজি কোনো সুবিধাই করতে পারেনি। হেরেছে ৩-০ গোলের বড় ব্যবধানে। পিএসজির হারের পর মেসির সমালোচকদের এক হাত নিয়েছেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি। 

দুয়ো শোনা ম্যাচে দলকে জয় পেতে সহায়তা করেছিলেন মেসি। তবে গতকাল মেসি না থাকা ম্যাচে পাত্তা পায়নি পিএসজি। মোনাকোর কাছে পিসএজি বিধ্বস্ত হওয়ার পর পিএসজি সমর্থকদের এক হাত নিয়েছেন অঁরি। তিনি বলেন, ‘গত সপ্তাহে সমর্থকেরা মেসিকে দুয়ো দিয়েছে। কীভাবে তারা সর্বকালের সেরা খেলোয়াড়কে দুয়ো দিতে পারে? তাও এমন একজনকে যিনি লিগ ওয়ানে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন? এবার মেসি ছাড়া দল কিছুই করতে পারেনি।’ 

মোনাকোর মাঠে এদিন শুরু থেকেই চাপে ছিল পিএসজি। বল দখল ও আক্রমণ দুই দিক থেকেই পিএসজির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে মোনাকো। তবে সুযোগ কাজে লাগানোর দিক থেকে পিএসজিকে পেছনে ফেলেছে তারা। ওয়াসিম বিন ইয়েদেরের গোলে ম্যাচের ২৫ মিনিটেই লিড নেয় মোনাকো। প্রথমার্ধে এই লিডটা ধরে রাখে স্বাগতিকেরা। এরপর দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত