Ajker Patrika

অনেক ভেবেচিন্তে ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিলেন বেল

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৪: ১৭
অনেক ভেবেচিন্তে ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিলেন বেল

সব ধরনের ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন গ্যারেথ বেল। গতকাল সামাজিক মাধ্যমে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দিয়েছেন ওয়েলশ এই ফুটবলার। 

নিজের টুইটার অ্যাকাউন্টে গতকাল অবসরের ঘোষণা দিয়েছেন বেল। ওয়েলশ এই উইঙ্গার লিখেছেন, ‘অনেক ভেবেচিন্তে আমি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। যে খেলাকে আমি ভালোবাসি, তা খেলতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। এটা সত্যি সত্যিই জীবনের সেরা কিছু মুহূর্ত উপহার দিয়েছে আমাকে। সাউদাম্পটনের প্রথম ম্যাচ থেকে শুরু করে লস অ্যাঞ্জেলেসের শেষ ম্যাচ—মাঝের এই সময়টুকুতে ক্লাব ক্যারিয়ার যেভাবে গড়তে পেরেছি, তার জন্য আমি গর্বিত। সামনে যা-ই থাক না কেন, সেই ১৭টি মৌসুম ফিরিয়ে আনা অসম্ভব। দেশের হয়ে খেলা এবং ১১১ ম্যাচে নেতৃত্ব দিয়ে নিজের স্বপ্ন পূরণ হয়েছে।’ 

বেলের হাত ধরে ৬৪ বছর পর বিশ্বকাপ ফুটবল খেলেছে ওয়েলস। ইউরোতেও খেলেছিলেন বেল। ওয়েলসের জার্সিতে খেলেছেন ১১১ ম্যাচ। ৪০ গোলের সঙ্গে ২২ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে সাউদাম্পটন, রিয়াল মাদ্রিদ, টটেনহাম, লস অ্যাঞ্জেলস—এই চার ক্লাবের হয়ে খেলেছেন। ৫৫৪ ম্যাচে ১৮৬ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৩৭ গোলে। রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ ও তিনবার লা লিগা জিতেছেন ওয়েলশ এই উইঙ্গার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত