Ajker Patrika

এশিয়ান কাপ ফুটসাল বাছাই

বাংলাদেশের গ্রুপে ১৩ বারের চ্যাম্পিয়ন ইরান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ। ছবি: সংগৃহীত
এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে কঠিন প্রতিপক্ষ পেল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ ফুটসালে ১৭ আসরের ১৩ টিতে শিরোপা জিতেছে ইরান। এমনকি গত আসরেও চ্যাম্পিয়ন হয়ে ধরে রাখে নিজেদের আধিপত্য। সেই তুলনায় বাংলাদেশ একেবারে শিশু বলা যায়। কারণ, এবারই প্রথম নাম লিখিয়েছে এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে। প্রথমবারেই প্রতিপক্ষ হিসেবে পেল শক্তিশালী ইরানকে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ হয়েছে এশিয়ান কাপ ফুটসাল বাছাইপর্বের ড্র। ৩১ দলকে ভাগ করা হয়েছে আট গ্রুপে। বাংলাদেশের গ্রুপে ইরান ছাড়াও রয়েছে মালয়েশিয়া ও আরব আমিরাত। গ্রুপের সবগুলো ম্যাচ হবে মালয়েশিয়ায়।

আট গ্রুপের চ্যাম্পিয়ন দল ও রানারআপের র‍্যাঙ্কিংয়ের সেরা সাত দল পাবে আগামী বছর ইন্দোনেশিয়ায় মূল পর্বে খেলার টিকিট। ২০-২৪ সেপ্টেম্বর হবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ।

বাফুফের নির্বাহী কমিটির সভায় গত মাসে এশিয়ান ফুটসালের বাছাইয়ে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেছিলেন, ‘আমরা কখনো ফুটসাল খেলিনি। শুরু করতে চাই। ফুটসাল কমিটি একটি টুর্নামেন্ট করবে। সেখানে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করবে। সেখান থেকেই একটি দল গঠন হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত