অ্যান্ডি ক্যারোলের সাজানো প্রেমোদ্যান মুহূর্তেই এলোমেলো হয়ে গিয়েছিল একটি ছবিকে কেন্দ্র করে। পরিস্থিতি এমন ঘোলাটে হয়েছিল যে, দীর্ঘদিনের প্রেমিকা বিলি মাকলোর সঙ্গে সাবেক লিভারপুল তারকার বিয়ে প্রায় ভেঙেই যাচ্ছিল। হবু স্বামীকে অন্য নারীর সঙ্গে এক বিছানায় দেখলে কোন প্রেমিকা সেটিকে সহজ ভাবে নেবেন? তবে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঘোলাটে পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে আজকালের মধ্যেই ক্যারোল-মাকলোর বিয়ে হওয়ার কথা।
ঘটনার সূত্রপাত দুবাইয়ে ক্যারোল ঘুরতে গেলে। বিয়ের আগে স্ট্যাগ (বিয়ের আগে দূরে কোথাও গিয়ে উদ্যাপন করা। যেখানে মূলত ছেলেরাই উপস্থিত থাকে) করতে দুবাই যান এই ক্যারোল। তার সেখানকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালগুলোতে ছড়িয়ে পড়ে, যেখানে হোটেলরুমে অন্য এক নারীর সঙ্গে বিছানায় দেখা যায় ক্যারোলকে।
মুহূর্তের মধ্যে এই ছবিকে ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। হুমকিতে পড়ে দীর্ঘদিনের প্রেমিকা বিলি মোকলোর সঙ্গে তাঁর বিয়েও। পরিস্থিতি ঘোলাটে হতে থাকলে হোটেলরুমে দেখা যাওয়া টেলর জান উইলকিয়ে নামের নারীটি প্রকাশ্যে এসে দাবি করেন, একই বিছানায় দেখা গেলেও ক্যারোলের সঙ্গে তাঁর কোনো ধরনের যৌন সম্পর্ক হয়নি। বরং টানা ১৭ ঘণ্টা মদ্যপান করায় স্বাভাবিক অবস্থায় ছিলেন না ক্যারোল। টেইলর বলেন, ‘সত্যি কথা হচ্ছে, সে কোনো কিছু করার মতো অবস্থায় ছিল না। যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সে জন্য আমি দুঃখিত।’
সম্পর্কের এতটায় অবনতি হয়েছিল যে মোকলোর ঘর ছেড়ে নিজের বাবা-মায়ের সঙ্গে থাকতে শুরু করেছিলেন। এমনকি অভিমান করে বাগদানের সময় ক্যারোলের দেওয়া আংটিও খুলে ফেলেছিলেন প্রেমিকা মোকলোর। তখন ধরেই নেওয়া হচ্ছিল এ বিয়ে আর হচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল তেমনটি হচ্ছে না। সব ভুল বোঝাবুঝির পর এ মাসেই তারা গাঁটছড়া বাঁধছেন। প্রায় ১০ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন ক্যারোল-মোকলো। তাঁদের তিনটি সন্তানও আছে।
অ্যান্ডি ক্যারোলের সাজানো প্রেমোদ্যান মুহূর্তেই এলোমেলো হয়ে গিয়েছিল একটি ছবিকে কেন্দ্র করে। পরিস্থিতি এমন ঘোলাটে হয়েছিল যে, দীর্ঘদিনের প্রেমিকা বিলি মাকলোর সঙ্গে সাবেক লিভারপুল তারকার বিয়ে প্রায় ভেঙেই যাচ্ছিল। হবু স্বামীকে অন্য নারীর সঙ্গে এক বিছানায় দেখলে কোন প্রেমিকা সেটিকে সহজ ভাবে নেবেন? তবে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঘোলাটে পরিস্থিতি এখন স্বাভাবিকের দিকে। সবকিছু ঠিকঠাক থাকলে আজকালের মধ্যেই ক্যারোল-মাকলোর বিয়ে হওয়ার কথা।
ঘটনার সূত্রপাত দুবাইয়ে ক্যারোল ঘুরতে গেলে। বিয়ের আগে স্ট্যাগ (বিয়ের আগে দূরে কোথাও গিয়ে উদ্যাপন করা। যেখানে মূলত ছেলেরাই উপস্থিত থাকে) করতে দুবাই যান এই ক্যারোল। তার সেখানকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালগুলোতে ছড়িয়ে পড়ে, যেখানে হোটেলরুমে অন্য এক নারীর সঙ্গে বিছানায় দেখা যায় ক্যারোলকে।
মুহূর্তের মধ্যে এই ছবিকে ঘিরে শুরু হয় আলোচনা-সমালোচনা। হুমকিতে পড়ে দীর্ঘদিনের প্রেমিকা বিলি মোকলোর সঙ্গে তাঁর বিয়েও। পরিস্থিতি ঘোলাটে হতে থাকলে হোটেলরুমে দেখা যাওয়া টেলর জান উইলকিয়ে নামের নারীটি প্রকাশ্যে এসে দাবি করেন, একই বিছানায় দেখা গেলেও ক্যারোলের সঙ্গে তাঁর কোনো ধরনের যৌন সম্পর্ক হয়নি। বরং টানা ১৭ ঘণ্টা মদ্যপান করায় স্বাভাবিক অবস্থায় ছিলেন না ক্যারোল। টেইলর বলেন, ‘সত্যি কথা হচ্ছে, সে কোনো কিছু করার মতো অবস্থায় ছিল না। যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সে জন্য আমি দুঃখিত।’
সম্পর্কের এতটায় অবনতি হয়েছিল যে মোকলোর ঘর ছেড়ে নিজের বাবা-মায়ের সঙ্গে থাকতে শুরু করেছিলেন। এমনকি অভিমান করে বাগদানের সময় ক্যারোলের দেওয়া আংটিও খুলে ফেলেছিলেন প্রেমিকা মোকলোর। তখন ধরেই নেওয়া হচ্ছিল এ বিয়ে আর হচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত জানা গেল তেমনটি হচ্ছে না। সব ভুল বোঝাবুঝির পর এ মাসেই তারা গাঁটছড়া বাঁধছেন। প্রায় ১০ বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন ক্যারোল-মোকলো। তাঁদের তিনটি সন্তানও আছে।
গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৯ মিনিট আগেবাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।
৩০ মিনিট আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়েকে ডাকুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে—বাংলাদেশ ক্রিকেটের বাজে সময়ে অনেকেই মজা করে এমনটা বলেন। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির এক মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজটি গতকাল শেষ হয়েছে ১-১ সমতায়।
১ ঘণ্টা আগে