তার মৃত্যুর খবরে দ্বিধাদ্বন্দ্বে ছিল ইউরোপিয়ান ফুটবল। গত চার মাসে দুবার খবর রটেছিল মারা গেছেন ফুটবলের ‘সুপার এজেন্ট’ খ্যাত মিনো রাইওলা। এবার আর মিথ্যে নয়, শেষ পর্যন্ত জীবনের অবসান হয়েছে ‘গডফাদার অব ট্রান্সফার’ নামে পরিচিত রাইওলার।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শনিবার ইতালির একটি হাসপাতালে মারা যান ৫৪ বছর বয়সী ইতালিয়ান ফুটবল এজেন্ট। রাইওলার ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলেও নিশ্চিত করা হয়েছে রাইওলার মৃত্যুর বিষয়টি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইওলার পরিবার থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বুকভরা কষ্ট নিয়ে বলতে হচ্ছে মিনো রাইওলা আর আমাদের মাঝে নেই। তিনি ছিলেন ফুটবলের সর্বকালের সেরা দায়িত্ববান ও অসাধারণ ফুটবল এজেন্ট। দর-কষাকষির টেবিলে ফুটবলারদের জন্য শেষ পর্যন্ত লড়ে গেছেন মিনো। আমরা কখনো বুঝতে পারিনি মিনো আমাদের কতটা গর্বিত করেছেন।’
ইতালিতে জন্ম নেওয়া রাইওলা ফুটবল এজেন্ট হিসেবে কাজ শুরু করেন ৮০-এর দশকের শেষের দিকে। হালের ফুটবলের রেকর্ড কয়েকটি দলবদল হয়েছে তার হাত ধরেই। পাভেল নেদভেদ, জ্লাতান ইব্রাহিমোভিচ থেকে শুরু করে হালের পল পগবা, রোমেলু লুকাকু, জিয়ানলুইজি দোন্নারুমা কিংবা আর্লিং ব্রট হালান্ডের এজেন্টের দায়িত্বে ছিলেন রাইওলা। ২০১৬ সালে জুভেন্টাস থেকে দলবদলের রেকর্ড গড়ে ৮৯ মিলিয়ন পাউন্ডে পল পগবাকে ম্যানচেস্টার ইউনাইটেডে আনার মূল কারিগরও ছিলেন তিনি।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত জানুয়ারিতে মিলানের সান রাফায়েল হাসপাতালে ভর্তি করা হয় রাইওলাকে। সে সময় তাঁর একটি অস্ত্রোপচারও হয়েছিল। তখন থেকেই বেশ দুর্বল তিনি। জনসমক্ষেও খুব একটা দেখা যায়নি। খবর রটে যায় মারা গেছেন রাইওলা। গত সপ্তাহে রাইওলা নিজেও নিশ্চিত করেছিলেন, বেঁচে আছেন তিনি। পরের সপ্তাহেই শেষ পর্যন্ত অবশ্য মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে।
তার মৃত্যুর খবরে দ্বিধাদ্বন্দ্বে ছিল ইউরোপিয়ান ফুটবল। গত চার মাসে দুবার খবর রটেছিল মারা গেছেন ফুটবলের ‘সুপার এজেন্ট’ খ্যাত মিনো রাইওলা। এবার আর মিথ্যে নয়, শেষ পর্যন্ত জীবনের অবসান হয়েছে ‘গডফাদার অব ট্রান্সফার’ নামে পরিচিত রাইওলার।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ শনিবার ইতালির একটি হাসপাতালে মারা যান ৫৪ বছর বয়সী ইতালিয়ান ফুটবল এজেন্ট। রাইওলার ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলেও নিশ্চিত করা হয়েছে রাইওলার মৃত্যুর বিষয়টি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইওলার পরিবার থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বুকভরা কষ্ট নিয়ে বলতে হচ্ছে মিনো রাইওলা আর আমাদের মাঝে নেই। তিনি ছিলেন ফুটবলের সর্বকালের সেরা দায়িত্ববান ও অসাধারণ ফুটবল এজেন্ট। দর-কষাকষির টেবিলে ফুটবলারদের জন্য শেষ পর্যন্ত লড়ে গেছেন মিনো। আমরা কখনো বুঝতে পারিনি মিনো আমাদের কতটা গর্বিত করেছেন।’
ইতালিতে জন্ম নেওয়া রাইওলা ফুটবল এজেন্ট হিসেবে কাজ শুরু করেন ৮০-এর দশকের শেষের দিকে। হালের ফুটবলের রেকর্ড কয়েকটি দলবদল হয়েছে তার হাত ধরেই। পাভেল নেদভেদ, জ্লাতান ইব্রাহিমোভিচ থেকে শুরু করে হালের পল পগবা, রোমেলু লুকাকু, জিয়ানলুইজি দোন্নারুমা কিংবা আর্লিং ব্রট হালান্ডের এজেন্টের দায়িত্বে ছিলেন রাইওলা। ২০১৬ সালে জুভেন্টাস থেকে দলবদলের রেকর্ড গড়ে ৮৯ মিলিয়ন পাউন্ডে পল পগবাকে ম্যানচেস্টার ইউনাইটেডে আনার মূল কারিগরও ছিলেন তিনি।
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত জানুয়ারিতে মিলানের সান রাফায়েল হাসপাতালে ভর্তি করা হয় রাইওলাকে। সে সময় তাঁর একটি অস্ত্রোপচারও হয়েছিল। তখন থেকেই বেশ দুর্বল তিনি। জনসমক্ষেও খুব একটা দেখা যায়নি। খবর রটে যায় মারা গেছেন রাইওলা। গত সপ্তাহে রাইওলা নিজেও নিশ্চিত করেছিলেন, বেঁচে আছেন তিনি। পরের সপ্তাহেই শেষ পর্যন্ত অবশ্য মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৫ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৫ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
৭ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
৭ ঘণ্টা আগে