Ajker Patrika

তিন তারকা ফুটবলারকে হারিয়ে বিপাকে ব্রাজিল 

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৪: ৩৮
তিন তারকা ফুটবলারকে হারিয়ে বিপাকে ব্রাজিল 

ব্রাজিল ফুটবল দলের ‘শনির দশা’ কখনোই যে কাটার নয়। মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের নানা ঘটনায় জর্জরিত ব্রাজিল খারাপ সময় কাটিয়ে উঠছিল ঠিকই। ঠিক সে সময়ই ধাক্কা খায় তারা। নতুন বছরের প্রীতি ম্যাচ শুরুর আগে বিরাট ধাক্কা খেল পাচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় আগে থেকেই ছিটকে যান ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার। এবার দুঃসংবাদ দিলেন দলটির আরেক গোলরক্ষক এদেরসন। অ্যানফিল্ডে গত পরশু লিভারপুলের বিপক্ষে মাংসপেশির চোটে পড়েন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসন। ইএসপিএনকে সূত্র জানিয়েছেন যে চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহের মতো সময় লাগবে তাঁর। তাতে করে ব্রাজিলের এ বছরের শুরুর দুই ম্যাচে নিশ্চিতভাবেই মিস করছেন এদেরসন। যেখানে ২৩ ও ২৬ মার্চ ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে ওয়েম্বলি স্টেডিয়ামে ও সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে স্পেন-ব্রাজিল। এদেরসনের পাশাপাশি আরও দুই তারকা ফুটবলারকে প্রীতি ম্যাচে পাচ্ছে না ব্রাজিল। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মারকুইনোস ছিটকে গেছেন চোটে পড়ে। ক্লাব ফুটবলে মার্তিনেল্লি খেলেন আর্সেনালের স্ট্রাইকার পজিশনে ও পিএসজির রক্ষণভাগে খেলেন মার্কিনিওস। 

লিভারপুলের বিপক্ষে চোটে পড়ায় দীর্ঘদিন মাঠের বাইরে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসন ছবি: এএফপিতিন তারকা ফুটবলারকে হারিয়ে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন ব্রাজিল কোচ দরিভাল। গোলরক্ষক, রক্ষণভাগ, ফরোয়ার্ড—তিন পজিশনের জন্যই একজন করে নতুন ফুটবলার যুক্ত করেছেন দরিভাল। এদেরসনের পরিবর্তে এসেছেন আরেক গোলরক্ষক লিও জার্দিম। জার্দিম ভাস্কো দা গামা ক্লাবের গোলবার সামলাতে হয়। মার্কিনিওস ও মার্তিনেল্লির জায়গায় ডাক পেয়েছেন ফ্যাব্রিসিও ব্রুনো ও গ্যালেনো। ব্রুনো ও গ্যালেনো খেলেন ফ্ল্যামেঙ্গো ও পোর্তো ক্লাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত