Ajker Patrika

বড় পরাজয়ে নিজেদেরকেই দুষছেন রিয়াল কোচ 

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৩৭
বড় পরাজয়ে নিজেদেরকেই দুষছেন রিয়াল কোচ 

পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়িয়েছে অনেকবার। তাতে ড্রয়ের চেয়ে বেশির ভাগ ম্যাচেই জয় পেয়েছে রিয়াল। তবে গতকাল আর তা সম্ভব হয়নি। উল্টো আতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হেরেছে রিয়াল। 

সিভিটাস মেট্রোপলিটানো স্টেডিয়ামে গতকাল মাদ্রিদ ডার্বিতে দ্রুতই গোল হজম করে রিয়াল। ৪ মিনিটে আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে নেন আলভারো মোরাতা। এরপর ১৮ মিনিটে আঁতোয়া গ্রিজমানের গোলে ২-০ গোলে এগিয়ে যায় আতলেতিকো। ২-০ গোলে পিছিয়ে যাওয়ার পর অবশ্য ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি রিয়ালের। ৩-১ গোলে হেরে গেছে কার্লো আনচেলত্তির দল। রিয়ালের একমাত্র গোল ৩৫ মিনিটে করেন টনি ক্রুস। এই ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে রিয়াল। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৫টি শট করেছে আনচেলত্তির দল। আর রিয়ালের লক্ষ্য বরাবর আতলেতিকোর শট ছিল ৪টি। 

বড় ব্যবধানে হারায় নিজেদেরকেই দায়ী করছেন আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘সিস্টেম তো বদলায়নি। মাঝমাঠে আমরা ভালোই ছিলাম। তবে আমাদের শুরুটা ভালো হয়নি। রক্ষণভাগে ভালোমতো খেলতে পারিনি। আর তারা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর যেভাবে চেয়েছে সেভাবে খেলতে পেরেছে। আতলেতিকো আমাদের চেয়ে ভালো খেলেছে।’ 

আতলেতিকোর ৩ গোলের মধ্যে জোড়া গোল করেছেন মোরাতা। আর একটি গোল করেন গ্রিজমান। তিনটা গোল হয়েছে একইভাবে। সতীর্থের ক্রস থেকে হেডে গোল। আতলেতিকোর গোল তিনটি তাই আনচেলত্তির কাছে কার্বন কপি, ‘গোলগুলো ছিল কার্বন কপি। পেনাল্টি এলাকায় সেন্টার ব্যাক ফুটবলাররা ঠিক জায়গায় ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত