নিজের দ্বিতীয় গোলের পর সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতেছিলেন বেনিয়ামিন পাভার। পরে অফ সাইডে তাঁর গোল বাতিল হলে আনন্দটা মাটি হয়ে যায়। সঙ্গে তাঁর দলের জয়ের আশাও শেষ হয়।
চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর আজ প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হফেনহেইমের বিপক্ষে হতাশা কাটিয়ে উঠার মিশনে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকেরা।
এ ড্রয়ে টমাস টুখেলের অধীনে আবারও হোঁচট খেল বায়ার্ন। টুখেলকে দায়িত্ব দিয়ে জার্মান কাপে ফ্রেইবুর্গের কাছে হেরেছিল বাভারিয়ানরা। এরপর চ্যাম্পিয়নস লিগে সিটিজেনদের কাছে বিধ্বস্ত। আজ না হারলেও পয়েন্ট তালিকার ১৩ নম্বর দলের সঙ্গে ড্র করেছে তারা। মৌসুমের শেষ দিকে এসে ড্র করা মানে শিরোপা জেতার পথে প্রতিবন্ধকতা।
নিজেদের মাঠে শুরু থেকেই আধিপত্য ছিল বায়ার্নের। একের পর এক আক্রমণ করছিল হফেনহেইমের গোলমুখে। এর সুফলও পেয়েছিল তারা। তবে যাঁদের সাফল্য এনে দেওয়ার কথা তাঁরা নন, আনন্দের উপলক্ষ্য এনে দেন এক ডিফেন্ডার। ১৭ মিনিটে আলতো স্পর্শে দলকে এগিয়ে দেন পাভার। জশুয়া কিমিখের কর্নার থেকে বক্সের মধ্যে বল পেয়েছিলেন কিংসলে কোমান। পরে ক্লাব ও জাতীয় দলের সতীর্থকে দিয়ে গোলটি করান ফরাসি ফরোয়ার্ড। পরে ডিফেন্ডারের গোলেই বিরতিতে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধ দেওয়ার দুর্দান্ত সুযোগ পেয়েছিল হফেনহেইম। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি ডিফেন্ডার পাভেল কেদারবেক। ৫৫ মিনিটে অ্যাঞ্জেলিনোর পাসে সঠিক সময়ে পা লাগাতে পারেননি কেদারবেক। প্রতিপক্ষ সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করলেও বায়ার্নের জোয়াও কানসেলো দলকে প্রায় দ্বিতীয় গোল এনেই দিয়েছিলেন। বক্সের বাইরে থেকে গোলমুখে দুর্দান্ত কিক নিলেও এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে গোল করতে দেননি হফেনহেইমের গোলরক্ষক ওলিভার বাউম্যান।
বাউম্যানের দুর্দান্ত সেভেই শক্তি পায় তাঁর সতীর্থরা। সেই শক্তিতেই ৭১ মিনিটে গোল শোধ দেয় তাঁরা। দুর্দান্ত ফ্রি কিকে দলকে সমতায় ফেরান আন্দ্রেজ কামারিচ। ক্রোয়েশিয়ান ফরোয়ার্ডের শট ঠেকানোর উপায় ছিল না বায়ার্ন গোলরক্ষক ইয়ান সোমারের। ২ মিনিট পরেই পাভারের সেই গোল উদ্যাপনের দৃশ্যটি এসেছিল। কিন্তু বল জালে জড়ালেও পরে অফসাইডে বাতিল হয়ে যায়। পরে অনেক চেষ্টা করেও আর গোল দিতে পারেননি বায়ার্ন।
লিগের শেষ দিকে এসে দুই পয়েন্ট হারানোয় শিরোপা ধরে রাখাটা বেশ কঠিন করে তুলল বায়ার্ন। যদিও ড্র করে বুন্দেসলিগার শীর্ষস্থানে আছে তারা। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্টে শীর্ষে আছে বাভারিয়ানরা। অন্যদিকে দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট সমান ম্যাচে ৫৭।
নিজের দ্বিতীয় গোলের পর সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতেছিলেন বেনিয়ামিন পাভার। পরে অফ সাইডে তাঁর গোল বাতিল হলে আনন্দটা মাটি হয়ে যায়। সঙ্গে তাঁর দলের জয়ের আশাও শেষ হয়।
চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর আজ প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় হফেনহেইমের বিপক্ষে হতাশা কাটিয়ে উঠার মিশনে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকেরা।
এ ড্রয়ে টমাস টুখেলের অধীনে আবারও হোঁচট খেল বায়ার্ন। টুখেলকে দায়িত্ব দিয়ে জার্মান কাপে ফ্রেইবুর্গের কাছে হেরেছিল বাভারিয়ানরা। এরপর চ্যাম্পিয়নস লিগে সিটিজেনদের কাছে বিধ্বস্ত। আজ না হারলেও পয়েন্ট তালিকার ১৩ নম্বর দলের সঙ্গে ড্র করেছে তারা। মৌসুমের শেষ দিকে এসে ড্র করা মানে শিরোপা জেতার পথে প্রতিবন্ধকতা।
নিজেদের মাঠে শুরু থেকেই আধিপত্য ছিল বায়ার্নের। একের পর এক আক্রমণ করছিল হফেনহেইমের গোলমুখে। এর সুফলও পেয়েছিল তারা। তবে যাঁদের সাফল্য এনে দেওয়ার কথা তাঁরা নন, আনন্দের উপলক্ষ্য এনে দেন এক ডিফেন্ডার। ১৭ মিনিটে আলতো স্পর্শে দলকে এগিয়ে দেন পাভার। জশুয়া কিমিখের কর্নার থেকে বক্সের মধ্যে বল পেয়েছিলেন কিংসলে কোমান। পরে ক্লাব ও জাতীয় দলের সতীর্থকে দিয়ে গোলটি করান ফরাসি ফরোয়ার্ড। পরে ডিফেন্ডারের গোলেই বিরতিতে যায় বায়ার্ন।
দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধ দেওয়ার দুর্দান্ত সুযোগ পেয়েছিল হফেনহেইম। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি ডিফেন্ডার পাভেল কেদারবেক। ৫৫ মিনিটে অ্যাঞ্জেলিনোর পাসে সঠিক সময়ে পা লাগাতে পারেননি কেদারবেক। প্রতিপক্ষ সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করলেও বায়ার্নের জোয়াও কানসেলো দলকে প্রায় দ্বিতীয় গোল এনেই দিয়েছিলেন। বক্সের বাইরে থেকে গোলমুখে দুর্দান্ত কিক নিলেও এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে গোল করতে দেননি হফেনহেইমের গোলরক্ষক ওলিভার বাউম্যান।
বাউম্যানের দুর্দান্ত সেভেই শক্তি পায় তাঁর সতীর্থরা। সেই শক্তিতেই ৭১ মিনিটে গোল শোধ দেয় তাঁরা। দুর্দান্ত ফ্রি কিকে দলকে সমতায় ফেরান আন্দ্রেজ কামারিচ। ক্রোয়েশিয়ান ফরোয়ার্ডের শট ঠেকানোর উপায় ছিল না বায়ার্ন গোলরক্ষক ইয়ান সোমারের। ২ মিনিট পরেই পাভারের সেই গোল উদ্যাপনের দৃশ্যটি এসেছিল। কিন্তু বল জালে জড়ালেও পরে অফসাইডে বাতিল হয়ে যায়। পরে অনেক চেষ্টা করেও আর গোল দিতে পারেননি বায়ার্ন।
লিগের শেষ দিকে এসে দুই পয়েন্ট হারানোয় শিরোপা ধরে রাখাটা বেশ কঠিন করে তুলল বায়ার্ন। যদিও ড্র করে বুন্দেসলিগার শীর্ষস্থানে আছে তারা। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্টে শীর্ষে আছে বাভারিয়ানরা। অন্যদিকে দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট সমান ম্যাচে ৫৭।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে