হ্যাটট্রিক, সেঞ্চুরি বা কোনো নির্দিষ্ট মাইলফলক অর্জন—এসব ক্ষেত্রে খেলোয়াড়দের নানা রকম উদযাপন করার ঘটনা বেশ পরিচিত। অনেক সময় তাতে প্রতিপক্ষ দল বাধাও দেয়। ব্রাজিলের তরুণ ফুটবলার এনড্রিক গত রাতে তেমনই এক ঝামেলার মুখোমুখি হয়েছেন।
মন্টেভিডিওর সেন্টেনারি স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে লিভারপুল ও পালমেইরাস। এই লিভারপুল ক্লাবটি উরুগুয়ের। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে গত রাতে দুর্দান্ত এক গোল করেন এনড্রিক। ৮২ মিনিটে কর্ণার থেকে প্রথমে বল রিসিভ করে হেড দেন রনি। রনির পর হেড দিয়ে লক্ষ্যভেদ করেন এনড্রিক। গোলের পর বাধভাঙা উদযাপন করেছেন কিং কংয়ের মতো। ব্রাজিলের ১৭ বছর বয়সী ফুটবলারের উদযাপন পছন্দ হয়নি লিভারপুলের। পালমেইরাস-লিভারপুল ফুটবলারদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। ৮৫ মিনিটে হলুদ কার্ড দেখতে হয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গে বদলিও করা হয়।
লিভারপুলকে গত রাতে ৫-০ গোলে হারিয়েছে পালমেইরাস। এনড্রিক এখানে দুই গোলে অবদান রেখেছেন। একটি গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন এক গোলেও। রাফায়েল ভেইগা ৭১ মিনিটে যে গোল, সেটাতে অ্যাসিস্ট করেছেন এনড্রিক। ভেইগা করেছেন দুই গোল। বাকি দুই গোল করেন রনি ও গুস্তাভো গোমেজ। গোলের উদযাপন প্রসঙ্গে এনড্রিক বলেন, ‘গোল, অ্যাসিস্ট ও জয়ে খুব খুশি আমি। গোলের উদযাপন এভাবে করতেই পছন্দ করি। এখানে বর্ণবাদের কোনো ব্যাপার নেই।’
কিং কংয়ের মতো উদযাপনের অনুপ্রেরণা এনড্রিক পেয়েছেন মুভি দেখেই। ব্রাজিলের ১৭ বছর বয়সী ফুটবলার বলেন, ‘ইন্দিপেন্দিয়েন্তের বিপক্ষে এমনটা করেছিলাম। বেশ ভালোভাবেই সেটা গ্রহণ করা হয়েছিল। ভক্তদের কাছে গিয়ে স্প্যানিশ ভাষায় কথা বলতে থাকি। তাদের ডিফেন্ডার ম্যাথিয়াস সেটা বুঝেছে ও অন্য খেলোয়াড়েরা সেটা পছন্দ করেনি। বানরের মতো অনুসরণ করে উদযাপন করি। কারণ আমি প্ল্যানেট অব দ্য এপস মুভির ভক্ত। কিং কং মুভি পছন্দ করি। সে যা-ই হোক, আমি খুশি।’
হ্যাটট্রিক, সেঞ্চুরি বা কোনো নির্দিষ্ট মাইলফলক অর্জন—এসব ক্ষেত্রে খেলোয়াড়দের নানা রকম উদযাপন করার ঘটনা বেশ পরিচিত। অনেক সময় তাতে প্রতিপক্ষ দল বাধাও দেয়। ব্রাজিলের তরুণ ফুটবলার এনড্রিক গত রাতে তেমনই এক ঝামেলার মুখোমুখি হয়েছেন।
মন্টেভিডিওর সেন্টেনারি স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে লিভারপুল ও পালমেইরাস। এই লিভারপুল ক্লাবটি উরুগুয়ের। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে গত রাতে দুর্দান্ত এক গোল করেন এনড্রিক। ৮২ মিনিটে কর্ণার থেকে প্রথমে বল রিসিভ করে হেড দেন রনি। রনির পর হেড দিয়ে লক্ষ্যভেদ করেন এনড্রিক। গোলের পর বাধভাঙা উদযাপন করেছেন কিং কংয়ের মতো। ব্রাজিলের ১৭ বছর বয়সী ফুটবলারের উদযাপন পছন্দ হয়নি লিভারপুলের। পালমেইরাস-লিভারপুল ফুটবলারদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। ৮৫ মিনিটে হলুদ কার্ড দেখতে হয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গে বদলিও করা হয়।
লিভারপুলকে গত রাতে ৫-০ গোলে হারিয়েছে পালমেইরাস। এনড্রিক এখানে দুই গোলে অবদান রেখেছেন। একটি গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন এক গোলেও। রাফায়েল ভেইগা ৭১ মিনিটে যে গোল, সেটাতে অ্যাসিস্ট করেছেন এনড্রিক। ভেইগা করেছেন দুই গোল। বাকি দুই গোল করেন রনি ও গুস্তাভো গোমেজ। গোলের উদযাপন প্রসঙ্গে এনড্রিক বলেন, ‘গোল, অ্যাসিস্ট ও জয়ে খুব খুশি আমি। গোলের উদযাপন এভাবে করতেই পছন্দ করি। এখানে বর্ণবাদের কোনো ব্যাপার নেই।’
কিং কংয়ের মতো উদযাপনের অনুপ্রেরণা এনড্রিক পেয়েছেন মুভি দেখেই। ব্রাজিলের ১৭ বছর বয়সী ফুটবলার বলেন, ‘ইন্দিপেন্দিয়েন্তের বিপক্ষে এমনটা করেছিলাম। বেশ ভালোভাবেই সেটা গ্রহণ করা হয়েছিল। ভক্তদের কাছে গিয়ে স্প্যানিশ ভাষায় কথা বলতে থাকি। তাদের ডিফেন্ডার ম্যাথিয়াস সেটা বুঝেছে ও অন্য খেলোয়াড়েরা সেটা পছন্দ করেনি। বানরের মতো অনুসরণ করে উদযাপন করি। কারণ আমি প্ল্যানেট অব দ্য এপস মুভির ভক্ত। কিং কং মুভি পছন্দ করি। সে যা-ই হোক, আমি খুশি।’
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৬ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৭ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৭ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৭ ঘণ্টা আগে