হ্যাটট্রিক, সেঞ্চুরি বা কোনো নির্দিষ্ট মাইলফলক অর্জন—এসব ক্ষেত্রে খেলোয়াড়দের নানা রকম উদযাপন করার ঘটনা বেশ পরিচিত। অনেক সময় তাতে প্রতিপক্ষ দল বাধাও দেয়। ব্রাজিলের তরুণ ফুটবলার এনড্রিক গত রাতে তেমনই এক ঝামেলার মুখোমুখি হয়েছেন।
মন্টেভিডিওর সেন্টেনারি স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে লিভারপুল ও পালমেইরাস। এই লিভারপুল ক্লাবটি উরুগুয়ের। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে গত রাতে দুর্দান্ত এক গোল করেন এনড্রিক। ৮২ মিনিটে কর্ণার থেকে প্রথমে বল রিসিভ করে হেড দেন রনি। রনির পর হেড দিয়ে লক্ষ্যভেদ করেন এনড্রিক। গোলের পর বাধভাঙা উদযাপন করেছেন কিং কংয়ের মতো। ব্রাজিলের ১৭ বছর বয়সী ফুটবলারের উদযাপন পছন্দ হয়নি লিভারপুলের। পালমেইরাস-লিভারপুল ফুটবলারদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। ৮৫ মিনিটে হলুদ কার্ড দেখতে হয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গে বদলিও করা হয়।
লিভারপুলকে গত রাতে ৫-০ গোলে হারিয়েছে পালমেইরাস। এনড্রিক এখানে দুই গোলে অবদান রেখেছেন। একটি গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন এক গোলেও। রাফায়েল ভেইগা ৭১ মিনিটে যে গোল, সেটাতে অ্যাসিস্ট করেছেন এনড্রিক। ভেইগা করেছেন দুই গোল। বাকি দুই গোল করেন রনি ও গুস্তাভো গোমেজ। গোলের উদযাপন প্রসঙ্গে এনড্রিক বলেন, ‘গোল, অ্যাসিস্ট ও জয়ে খুব খুশি আমি। গোলের উদযাপন এভাবে করতেই পছন্দ করি। এখানে বর্ণবাদের কোনো ব্যাপার নেই।’
কিং কংয়ের মতো উদযাপনের অনুপ্রেরণা এনড্রিক পেয়েছেন মুভি দেখেই। ব্রাজিলের ১৭ বছর বয়সী ফুটবলার বলেন, ‘ইন্দিপেন্দিয়েন্তের বিপক্ষে এমনটা করেছিলাম। বেশ ভালোভাবেই সেটা গ্রহণ করা হয়েছিল। ভক্তদের কাছে গিয়ে স্প্যানিশ ভাষায় কথা বলতে থাকি। তাদের ডিফেন্ডার ম্যাথিয়াস সেটা বুঝেছে ও অন্য খেলোয়াড়েরা সেটা পছন্দ করেনি। বানরের মতো অনুসরণ করে উদযাপন করি। কারণ আমি প্ল্যানেট অব দ্য এপস মুভির ভক্ত। কিং কং মুভি পছন্দ করি। সে যা-ই হোক, আমি খুশি।’
হ্যাটট্রিক, সেঞ্চুরি বা কোনো নির্দিষ্ট মাইলফলক অর্জন—এসব ক্ষেত্রে খেলোয়াড়দের নানা রকম উদযাপন করার ঘটনা বেশ পরিচিত। অনেক সময় তাতে প্রতিপক্ষ দল বাধাও দেয়। ব্রাজিলের তরুণ ফুটবলার এনড্রিক গত রাতে তেমনই এক ঝামেলার মুখোমুখি হয়েছেন।
মন্টেভিডিওর সেন্টেনারি স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে লিভারপুল ও পালমেইরাস। এই লিভারপুল ক্লাবটি উরুগুয়ের। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের হয়ে গত রাতে দুর্দান্ত এক গোল করেন এনড্রিক। ৮২ মিনিটে কর্ণার থেকে প্রথমে বল রিসিভ করে হেড দেন রনি। রনির পর হেড দিয়ে লক্ষ্যভেদ করেন এনড্রিক। গোলের পর বাধভাঙা উদযাপন করেছেন কিং কংয়ের মতো। ব্রাজিলের ১৭ বছর বয়সী ফুটবলারের উদযাপন পছন্দ হয়নি লিভারপুলের। পালমেইরাস-লিভারপুল ফুটবলারদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। ৮৫ মিনিটে হলুদ কার্ড দেখতে হয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গে বদলিও করা হয়।
লিভারপুলকে গত রাতে ৫-০ গোলে হারিয়েছে পালমেইরাস। এনড্রিক এখানে দুই গোলে অবদান রেখেছেন। একটি গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন এক গোলেও। রাফায়েল ভেইগা ৭১ মিনিটে যে গোল, সেটাতে অ্যাসিস্ট করেছেন এনড্রিক। ভেইগা করেছেন দুই গোল। বাকি দুই গোল করেন রনি ও গুস্তাভো গোমেজ। গোলের উদযাপন প্রসঙ্গে এনড্রিক বলেন, ‘গোল, অ্যাসিস্ট ও জয়ে খুব খুশি আমি। গোলের উদযাপন এভাবে করতেই পছন্দ করি। এখানে বর্ণবাদের কোনো ব্যাপার নেই।’
কিং কংয়ের মতো উদযাপনের অনুপ্রেরণা এনড্রিক পেয়েছেন মুভি দেখেই। ব্রাজিলের ১৭ বছর বয়সী ফুটবলার বলেন, ‘ইন্দিপেন্দিয়েন্তের বিপক্ষে এমনটা করেছিলাম। বেশ ভালোভাবেই সেটা গ্রহণ করা হয়েছিল। ভক্তদের কাছে গিয়ে স্প্যানিশ ভাষায় কথা বলতে থাকি। তাদের ডিফেন্ডার ম্যাথিয়াস সেটা বুঝেছে ও অন্য খেলোয়াড়েরা সেটা পছন্দ করেনি। বানরের মতো অনুসরণ করে উদযাপন করি। কারণ আমি প্ল্যানেট অব দ্য এপস মুভির ভক্ত। কিং কং মুভি পছন্দ করি। সে যা-ই হোক, আমি খুশি।’
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে