ক্রীড়া ডেস্ক
বছর পাঁচেক আগেও স্টামফোর্ড ব্রিজে মুগ্ধতা ছড়িয়েছেন। ক্যারিয়ারের লম্বা সময় সেখানেই কেটেছে উইলিয়ানের। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই উইঙ্গারকে ব্রাজিল সমর্থকেরা বেশ সম্ভাবনাময়ীই মনে করেছিলেন। কিন্তু বেশি দিন কক্ষপথে থাকতে পারেননি তিনি। চেলসি, আর্সেনাল তার আগে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কে কাটিয়েই যে গেলেন হারিয়ে! বর্তমানে নেই কোনো ক্লাবের সঙ্গে।
দেখতে দেখতে বয়সটাও কম হয়নি। সামনের আগস্টে ৩৭ বছরে পা রাখবেন উইলিয়ান। বয়সের ভারে পারফরম্যান্সের গ্রাফটাও যেন নুইয়ে পড়েছে। তাতে করে বাজারমূল্যও আকাশ থেকে মাটিতে। ২০১৮ সালের দিকে মাঠ মাতানো আক্রমণভাগের এই তারকার বাজারমূল্য ছিল ৫০ মিলিয়ন ইউরো। বর্তমানে তাঁর বাজারমূল্য ১ মিলিয়ন ইউরো। কোনো ক্লাবই এখন আর উইলিয়ানের দিকে তাকাচ্ছে না। হয়তো শীতকালীন দলবদল তাঁর জন্য খুলতে পারে নতুন দুয়ার। ট্রান্সফার উইন্ডোর দিনক্ষণ অনুযায়ী, স্পেনে ২ জানুয়ারি থেকে শুরু হওয়া দলবদল বন্ধ হবে ৩ ফেব্রুয়ারি। আর ইতালি, ইংল্যান্ডেও একই দিন বন্ধ হবে উইন্ডো।
উইলিয়ানের ক্যারিয়ারের সবচেয়ে সুখের সময় ছিল চেলসিতেই। ২০১৩-২০ পর্যন্ত দুই শতাধিক ম্যাচ খেলা এই ব্রাজিলিয়ানকে ছেড়ে দেয় ব্লুজরা। ২০২০ সালে তিনি নাম লেখান আর্সেনালে। এর পরই বড় ধরনের ছন্দপতন। আর নিজেকে খুঁজে পাননি। সর্বশেষ গত বছর ফুলহাম থেকে অলিম্পিয়াকোসে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। শেষ পর্যন্ত স্বেচ্ছায় ক্লাব ছেড়ে দেন। ছোট-বড় মিলিয়ে আটটি ক্লাবের জার্সি গায়ে জড়ানো উইলিয়ান জাতীয় দলেও দারুণ কিছুর আভাস দিয়ে নিভে যান দ্রুত।
ব্রাজিলের বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে ডাক পান মূল দলে। ২০১১ সালে হলুদ জার্সিতে অভিষেক হওয়া উইলিয়ানকে ঘিরে অনেক স্বপ্নই দেখেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু তাদের স্বপ্নের পথে সারথি হতে পারেননি তিনি। ২০১৪ বিশ্বকাপে তাঁকে রেখেই স্কোয়াড সাজান কোচ লুই স্কলারি। ব্রাজিল দলও সেবার ফর্মে ছিল। তারুণ্যনির্ভর স্কোয়াড নিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালে জার্মানির কাছে সাত গোল হজম করে। এরপর উইলিয়ানও লাইমলাইটের বাইরে চলে যান। সেই বিশ্বকাপের পর দেশের হয়ে মাঝেমধ্যে মাঠে দেখা গেলেও নিয়মিত হতে পারেননি তিনি। ২০১৯ সালে জাতীয় দল থেকে অবসর নিয়ে নেন উইলিয়ান।
মাঠের বাইরেও উইলিয়ান ছিলেন আলোচিত মুখ। আর দশজন ব্রাজিলিয়ান ফুটবলারের মতো তিনিও বান্ধবী বদলে প্রায়ই খবরের শিরোনাম হয়েছেন। ২০১৬ সালে আলোচিত পানামা পেপারস কেলেংকারিতেও জড়ায় উইলিয়ানের নাম।
বছর পাঁচেক আগেও স্টামফোর্ড ব্রিজে মুগ্ধতা ছড়িয়েছেন। ক্যারিয়ারের লম্বা সময় সেখানেই কেটেছে উইলিয়ানের। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার এই উইঙ্গারকে ব্রাজিল সমর্থকেরা বেশ সম্ভাবনাময়ীই মনে করেছিলেন। কিন্তু বেশি দিন কক্ষপথে থাকতে পারেননি তিনি। চেলসি, আর্সেনাল তার আগে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কে কাটিয়েই যে গেলেন হারিয়ে! বর্তমানে নেই কোনো ক্লাবের সঙ্গে।
দেখতে দেখতে বয়সটাও কম হয়নি। সামনের আগস্টে ৩৭ বছরে পা রাখবেন উইলিয়ান। বয়সের ভারে পারফরম্যান্সের গ্রাফটাও যেন নুইয়ে পড়েছে। তাতে করে বাজারমূল্যও আকাশ থেকে মাটিতে। ২০১৮ সালের দিকে মাঠ মাতানো আক্রমণভাগের এই তারকার বাজারমূল্য ছিল ৫০ মিলিয়ন ইউরো। বর্তমানে তাঁর বাজারমূল্য ১ মিলিয়ন ইউরো। কোনো ক্লাবই এখন আর উইলিয়ানের দিকে তাকাচ্ছে না। হয়তো শীতকালীন দলবদল তাঁর জন্য খুলতে পারে নতুন দুয়ার। ট্রান্সফার উইন্ডোর দিনক্ষণ অনুযায়ী, স্পেনে ২ জানুয়ারি থেকে শুরু হওয়া দলবদল বন্ধ হবে ৩ ফেব্রুয়ারি। আর ইতালি, ইংল্যান্ডেও একই দিন বন্ধ হবে উইন্ডো।
উইলিয়ানের ক্যারিয়ারের সবচেয়ে সুখের সময় ছিল চেলসিতেই। ২০১৩-২০ পর্যন্ত দুই শতাধিক ম্যাচ খেলা এই ব্রাজিলিয়ানকে ছেড়ে দেয় ব্লুজরা। ২০২০ সালে তিনি নাম লেখান আর্সেনালে। এর পরই বড় ধরনের ছন্দপতন। আর নিজেকে খুঁজে পাননি। সর্বশেষ গত বছর ফুলহাম থেকে অলিম্পিয়াকোসে যোগ দিয়েছিলেন। কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। শেষ পর্যন্ত স্বেচ্ছায় ক্লাব ছেড়ে দেন। ছোট-বড় মিলিয়ে আটটি ক্লাবের জার্সি গায়ে জড়ানো উইলিয়ান জাতীয় দলেও দারুণ কিছুর আভাস দিয়ে নিভে যান দ্রুত।
ব্রাজিলের বয়সভিত্তিক দলে আলো ছড়িয়ে ডাক পান মূল দলে। ২০১১ সালে হলুদ জার্সিতে অভিষেক হওয়া উইলিয়ানকে ঘিরে অনেক স্বপ্নই দেখেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু তাদের স্বপ্নের পথে সারথি হতে পারেননি তিনি। ২০১৪ বিশ্বকাপে তাঁকে রেখেই স্কোয়াড সাজান কোচ লুই স্কলারি। ব্রাজিল দলও সেবার ফর্মে ছিল। তারুণ্যনির্ভর স্কোয়াড নিয়ে শেষ পর্যন্ত সেমিফাইনালে জার্মানির কাছে সাত গোল হজম করে। এরপর উইলিয়ানও লাইমলাইটের বাইরে চলে যান। সেই বিশ্বকাপের পর দেশের হয়ে মাঝেমধ্যে মাঠে দেখা গেলেও নিয়মিত হতে পারেননি তিনি। ২০১৯ সালে জাতীয় দল থেকে অবসর নিয়ে নেন উইলিয়ান।
মাঠের বাইরেও উইলিয়ান ছিলেন আলোচিত মুখ। আর দশজন ব্রাজিলিয়ান ফুটবলারের মতো তিনিও বান্ধবী বদলে প্রায়ই খবরের শিরোনাম হয়েছেন। ২০১৬ সালে আলোচিত পানামা পেপারস কেলেংকারিতেও জড়ায় উইলিয়ানের নাম।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে