মৃত্যু বলে কয়ে আসে না—চিরপরিচিত এই প্রবাদটির সঙ্গে আরেকটু হলেই পরিচয় হতো টম সেইন্টফিটের। মৃত্যুকে যেন কাছ থেকে দেখছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক কোচ। তবে ভাগ্য ভালো থাকায় এ যাত্রায় বেঁচে যান সেন্টফিট।
আইভোরি কোস্টে পরশু শুরু হচ্ছে ‘আফ্রিকা কাপ অব নেশনসের’ নতুন মৌসুম। দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে গাম্বিয়া ফুটবল দল রওনা দিয়েছিল বানজুল থেকে আবিদজানের উদ্দেশ্যে। ফুটবলের বিমানে আবিদজান যেতে সময় লাগে আড়াই ঘণ্টার মতো। তবে যাত্রা শুরুর ৯ মিনিট পরই যান্ত্রিক ত্রুটি। তাতে করে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। কয়েক জন খেলোয়াড় তীব্র মাথাব্যথায় ভুগতে থাকেন। অনেকে জ্ঞানও হারিয়ে ফেলেন। তাতে করে পাইলট বানজুলের ইয়ানদুম বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন। প্রায় আধ ঘণ্টা পর গাম্বিয়া ফুটবল দলকে বহনকারী বিমান অবতরণ করলে যেন সম্বিত ফিরে পেলেন সবাই।
নিউজব্ল্যাড নামের এক সংবাদপত্রে যাত্রাপথের ভয়ংকর অভিজ্ঞতার কথা বলেছেন সেইন্টফিট। বাংলাদেশের সাবেক কোচ বলেন,‘আমরা প্রায় মারাই গিয়েছিলাম। অন্যান্যদের মতো আমিও হঠাৎ করে ঘুমিয়ে পড়ি। সত্যি বলতে, ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলাম যে আমার জীবনের পরিণতি কী। ঠিক ৯ মিনিট পরই পাইলট ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কারণ তখন অক্সিজেনের ঘাটতি দেখা গিয়েছিল। কয়েক জন খেলোয়াড় বিমান অবতরণের পর ঘুম থেকে উঠতে পারেনি। আমরা কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় প্রায় আক্রান্ত হয়ে পড়েছিলাম। আর আধ ঘণ্টা উড়লে মারাই যেতাম।’
দুঃখ প্রকাশ করেছে গাম্বিয়া ফুটবল ফেডারেশনও (জিএফএফ)। এক বিবৃতিতে জিএফএফ বলেছে, ‘আফ্রিকান কাপ অব নেশনস খেলতে স্করপিয়নসদের (গাম্বিয়া ফুটবল দলের ছদ্মনাম) চার্টার্ড ফ্লাইটে নিয়ে যাওয়ার কথা ছিল। যান্ত্রিক গোলযোগ থাকায় বানজুলে ফিরতে বাধ্য হয়েছে। সেজন্য গাম্বিয়া ফুটবল ফেডারেশন (জিএফএফ) সবার কাছে ক্ষমাপ্রার্থী। ৯ মিনিট ওড়ার পর যখন ক্রুরা বুঝতে পারে, তৎক্ষণাৎ বানজুলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।’
এখন পর্যন্ত সব মিলে ৯২ ম্যাচ কোচিং করিয়েছেন সেইন্টফিট। জিতেছেন ৩১ ম্যাচ, ড্র করেছেন ২০ ম্যাচ ও ৪১ ম্যাচ হেরেছেন। যার মধ্যে ২০১৬ সালে বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন ৩ ম্যাচ। তার অধীনে তখন বাংলাদেশ ১ ম্যাচ ড্র করেছিল ও হেরেছিল ২ ম্যাচ।
মৃত্যু বলে কয়ে আসে না—চিরপরিচিত এই প্রবাদটির সঙ্গে আরেকটু হলেই পরিচয় হতো টম সেইন্টফিটের। মৃত্যুকে যেন কাছ থেকে দেখছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক কোচ। তবে ভাগ্য ভালো থাকায় এ যাত্রায় বেঁচে যান সেন্টফিট।
আইভোরি কোস্টে পরশু শুরু হচ্ছে ‘আফ্রিকা কাপ অব নেশনসের’ নতুন মৌসুম। দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে গাম্বিয়া ফুটবল দল রওনা দিয়েছিল বানজুল থেকে আবিদজানের উদ্দেশ্যে। ফুটবলের বিমানে আবিদজান যেতে সময় লাগে আড়াই ঘণ্টার মতো। তবে যাত্রা শুরুর ৯ মিনিট পরই যান্ত্রিক ত্রুটি। তাতে করে অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। কয়েক জন খেলোয়াড় তীব্র মাথাব্যথায় ভুগতে থাকেন। অনেকে জ্ঞানও হারিয়ে ফেলেন। তাতে করে পাইলট বানজুলের ইয়ানদুম বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হন। প্রায় আধ ঘণ্টা পর গাম্বিয়া ফুটবল দলকে বহনকারী বিমান অবতরণ করলে যেন সম্বিত ফিরে পেলেন সবাই।
নিউজব্ল্যাড নামের এক সংবাদপত্রে যাত্রাপথের ভয়ংকর অভিজ্ঞতার কথা বলেছেন সেইন্টফিট। বাংলাদেশের সাবেক কোচ বলেন,‘আমরা প্রায় মারাই গিয়েছিলাম। অন্যান্যদের মতো আমিও হঠাৎ করে ঘুমিয়ে পড়ি। সত্যি বলতে, ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিলাম যে আমার জীবনের পরিণতি কী। ঠিক ৯ মিনিট পরই পাইলট ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কারণ তখন অক্সিজেনের ঘাটতি দেখা গিয়েছিল। কয়েক জন খেলোয়াড় বিমান অবতরণের পর ঘুম থেকে উঠতে পারেনি। আমরা কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় প্রায় আক্রান্ত হয়ে পড়েছিলাম। আর আধ ঘণ্টা উড়লে মারাই যেতাম।’
দুঃখ প্রকাশ করেছে গাম্বিয়া ফুটবল ফেডারেশনও (জিএফএফ)। এক বিবৃতিতে জিএফএফ বলেছে, ‘আফ্রিকান কাপ অব নেশনস খেলতে স্করপিয়নসদের (গাম্বিয়া ফুটবল দলের ছদ্মনাম) চার্টার্ড ফ্লাইটে নিয়ে যাওয়ার কথা ছিল। যান্ত্রিক গোলযোগ থাকায় বানজুলে ফিরতে বাধ্য হয়েছে। সেজন্য গাম্বিয়া ফুটবল ফেডারেশন (জিএফএফ) সবার কাছে ক্ষমাপ্রার্থী। ৯ মিনিট ওড়ার পর যখন ক্রুরা বুঝতে পারে, তৎক্ষণাৎ বানজুলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।’
এখন পর্যন্ত সব মিলে ৯২ ম্যাচ কোচিং করিয়েছেন সেইন্টফিট। জিতেছেন ৩১ ম্যাচ, ড্র করেছেন ২০ ম্যাচ ও ৪১ ম্যাচ হেরেছেন। যার মধ্যে ২০১৬ সালে বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন ৩ ম্যাচ। তার অধীনে তখন বাংলাদেশ ১ ম্যাচ ড্র করেছিল ও হেরেছিল ২ ম্যাচ।
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩৭ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪৩ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে