ক্রীড়া ডেস্ক
গুরুত্বপূর্ণ সময়ে হুলিয়ান আলভারেজের টাইব্রেকারে করা গোল বাতিল করেন রেফারি। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর্জেন্টাইন তারকার পেনাল্টি শটটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ম্যাচ জিতলেও টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় আতলেতিকো।
কিন্তু আলভারেজের সেই বাতিল গোলের রেশ কাটছেই না। বিতর্কের মধ্যে অভিযোগ নিয়ে উয়েফার কাছে যায় আতলেতিকো। অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। তবে স্পট কিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখে তারা জানিয়েছে, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন রেফারি।
উয়েফা এক বিবৃতিতে জানায়, খুবই হালকা করে হলেও বল দুইবার স্পর্শ করেছিলেন আলভারেজ। কিক নেওয়ার আগে ওই খেলোয়াড় যে পায়ে দাঁড়িয়েছিলেন, মৃদু হলেও সেই পা বল স্পর্শ করেছিল, যা ভিডিও ক্লিপে দেখা গেছে। বর্তমান নিয়ম (গেমের আইন, আইন ১৪.১) অনুযায়ী, গোল বাতিল করার জন্য রেফারিকে ভিএআরের ইশারা দিতেই হতো।
তবে উয়েফা এটা নিয়ে আরও বসতে চায়, দুইবার স্পর্শ যদি পরিষ্কারভাবে অনিচ্ছাকৃত হয় তাহলে নিয়ম পর্যালোচনা করা উচিত হবে কি-না, এ নিয়ে ফিফা ও আইএফএবির সঙ্গে আলোচনা করবে তারা।
গুরুত্বপূর্ণ সময়ে হুলিয়ান আলভারেজের টাইব্রেকারে করা গোল বাতিল করেন রেফারি। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর্জেন্টাইন তারকার পেনাল্টি শটটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ম্যাচ জিতলেও টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় আতলেতিকো।
কিন্তু আলভারেজের সেই বাতিল গোলের রেশ কাটছেই না। বিতর্কের মধ্যে অভিযোগ নিয়ে উয়েফার কাছে যায় আতলেতিকো। অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। তবে স্পট কিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখে তারা জানিয়েছে, সঠিক সিদ্ধান্তই নিয়েছেন রেফারি।
উয়েফা এক বিবৃতিতে জানায়, খুবই হালকা করে হলেও বল দুইবার স্পর্শ করেছিলেন আলভারেজ। কিক নেওয়ার আগে ওই খেলোয়াড় যে পায়ে দাঁড়িয়েছিলেন, মৃদু হলেও সেই পা বল স্পর্শ করেছিল, যা ভিডিও ক্লিপে দেখা গেছে। বর্তমান নিয়ম (গেমের আইন, আইন ১৪.১) অনুযায়ী, গোল বাতিল করার জন্য রেফারিকে ভিএআরের ইশারা দিতেই হতো।
তবে উয়েফা এটা নিয়ে আরও বসতে চায়, দুইবার স্পর্শ যদি পরিষ্কারভাবে অনিচ্ছাকৃত হয় তাহলে নিয়ম পর্যালোচনা করা উচিত হবে কি-না, এ নিয়ে ফিফা ও আইএফএবির সঙ্গে আলোচনা করবে তারা।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে