নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম দিনে প্রায় সব ফুটবলারেরই অভিযোগ ছিল আবহাওয়া নিয়ে। গরমের তীব্রতায় মানিয়ে নিতে হিমশিম খাচ্ছিলেন তাঁরা। অনুশীলনের সময় হয়ে পড়েন ক্লান্ত। শুধু তা-ই নয়, তাঁদের ফিটনেসের ঘাটতিও চোখে পড়ে পারফরম্যান্স মূল্যায়ন কমিটির সদস্য ও মোহামেডানের গোলকিপিং কোচ ছাইদ হাসান কানন। আজ অবশ্য ফিটনেসে উন্নতি দেখতে পাচ্ছেন তিনি।
প্রবাসী ফুটবলারদের মানসিকতা মুগ্ধ করেছে কাননকে। খেলার ধাঁচে দেখেছেন আগ্রাসী ছাপ। তাই তাঁর মূল্যায়নের ক্ষেত্রে খেলোয়াড় সংখ্যা বাড়ানোরও ইঙ্গিত দিলেন।
জাতীয় স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিনের সকালের সেশনের পর কানন বলেন, ‘আজকে পাসিং অনুশীলন হয়েছে ও ছোট ম্যাচ হয়েছে। আজকের আবহাওয়া ভালো ছিল গতকালের চেয়ে। ফিটনেসে আজ উন্নতি করেছে। প্রথম দিন অনেক ক্লান্ত ছিল। মূল্যায়নের তালিকা বাড়বে। আমার দৃষ্টিতে সবাই ভালো করছে। তারা অনেক আগ্রাসী ধরনের খেলোয়াড়। মানসিকভাবে খুব শক্ত।’
ট্রায়ালে টেকার জন্য আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র থেকে আসা শেখ রায়িদ মুস্তাকিম। কাল প্রীতি ম্যাচের প্রস্তুতি নিয়ে এই গোলকিপার বলেন, ‘সব খেলোয়াড়েরা দারুণ ফর্মে আছে। কালকের ম্যাচ নিয়ে বেশিকিছু না, তবে আমরা স্বাভাবিক প্রস্তুতি নিচ্ছি। আলহামদুলিল্লাহ এখন দেখি কী হবে। আমি নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী।’
প্রবাসী ফুটবলারদের মধ্যে নেতৃত্বগুণও পরখ করা হয়েছে বলে অয়জ নক্ষত্র। যুক্তরাষ্ট্র থেকে আসা এই স্ট্রাইকার বলেন, ‘সবাই খুব মিশুক। কোচরাও অনেক সহযোগিতা করছে আমাদের। মনে হচ্ছে যেন ঘরেই আছি। আবহাওয়ার অনেক গরম, যা আমাদের জন্য যা বেশ কঠিন। গতকালের চেয়ে আজ কিছুটা ঠান্ডা ছিল। কোচ আমাদের ভেতর পাসিং ও নেতৃত্বগুণ দেখতে চেয়েছে। বল না থাকলে কেমন মুভমেন্ট করি সেটাও দেখেছে। ব্যক্তিগত-দলগত দুইভাবেই পরখ করেছে। এখানে সবাই ভালো খেলে।’
ট্রায়ালে ভালো বন্ধু হয়ে উঠেছেন ইংল্যান্ড থেকে আসা ইব্রাহিম নাওয়াজ ও ইফাজ আবেদ। মিডফিল্ডে খেলা দুজনেরই অনুপ্রেরণার নাম হামজা চৌধুরী। নাওয়াজ বলেন, ‘আমি খুব ভালো খেলেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাল খেলার জন্য খুবই রোমাঞ্চিত। আমার আদর্শ হামজা চৌধুরী।’
ফিটনেসে অনেক উন্নতি হয়েছে বলে জানালেন ইফাজ, ‘ফিটনেসের ক্ষেত্রে আমরা অনেক উন্নতি করেছি। আশা করি আমরা সেই পর্যায়ে পৌঁছাতে পারব। কোচ অনুশীলনে ছিল কিন্তু কথা হয়নি। এখানে আসার পর নাওয়াজের সঙ্গে পরিচয় হলো। এখন আমরা ভালো বন্ধু হয়ে গেছি। আমার অনুপ্রেরণা হামজা।’
প্রথম দিনে প্রায় সব ফুটবলারেরই অভিযোগ ছিল আবহাওয়া নিয়ে। গরমের তীব্রতায় মানিয়ে নিতে হিমশিম খাচ্ছিলেন তাঁরা। অনুশীলনের সময় হয়ে পড়েন ক্লান্ত। শুধু তা-ই নয়, তাঁদের ফিটনেসের ঘাটতিও চোখে পড়ে পারফরম্যান্স মূল্যায়ন কমিটির সদস্য ও মোহামেডানের গোলকিপিং কোচ ছাইদ হাসান কানন। আজ অবশ্য ফিটনেসে উন্নতি দেখতে পাচ্ছেন তিনি।
প্রবাসী ফুটবলারদের মানসিকতা মুগ্ধ করেছে কাননকে। খেলার ধাঁচে দেখেছেন আগ্রাসী ছাপ। তাই তাঁর মূল্যায়নের ক্ষেত্রে খেলোয়াড় সংখ্যা বাড়ানোরও ইঙ্গিত দিলেন।
জাতীয় স্টেডিয়ামে আজ দ্বিতীয় দিনের সকালের সেশনের পর কানন বলেন, ‘আজকে পাসিং অনুশীলন হয়েছে ও ছোট ম্যাচ হয়েছে। আজকের আবহাওয়া ভালো ছিল গতকালের চেয়ে। ফিটনেসে আজ উন্নতি করেছে। প্রথম দিন অনেক ক্লান্ত ছিল। মূল্যায়নের তালিকা বাড়বে। আমার দৃষ্টিতে সবাই ভালো করছে। তারা অনেক আগ্রাসী ধরনের খেলোয়াড়। মানসিকভাবে খুব শক্ত।’
ট্রায়ালে টেকার জন্য আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র থেকে আসা শেখ রায়িদ মুস্তাকিম। কাল প্রীতি ম্যাচের প্রস্তুতি নিয়ে এই গোলকিপার বলেন, ‘সব খেলোয়াড়েরা দারুণ ফর্মে আছে। কালকের ম্যাচ নিয়ে বেশিকিছু না, তবে আমরা স্বাভাবিক প্রস্তুতি নিচ্ছি। আলহামদুলিল্লাহ এখন দেখি কী হবে। আমি নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী।’
প্রবাসী ফুটবলারদের মধ্যে নেতৃত্বগুণও পরখ করা হয়েছে বলে অয়জ নক্ষত্র। যুক্তরাষ্ট্র থেকে আসা এই স্ট্রাইকার বলেন, ‘সবাই খুব মিশুক। কোচরাও অনেক সহযোগিতা করছে আমাদের। মনে হচ্ছে যেন ঘরেই আছি। আবহাওয়ার অনেক গরম, যা আমাদের জন্য যা বেশ কঠিন। গতকালের চেয়ে আজ কিছুটা ঠান্ডা ছিল। কোচ আমাদের ভেতর পাসিং ও নেতৃত্বগুণ দেখতে চেয়েছে। বল না থাকলে কেমন মুভমেন্ট করি সেটাও দেখেছে। ব্যক্তিগত-দলগত দুইভাবেই পরখ করেছে। এখানে সবাই ভালো খেলে।’
ট্রায়ালে ভালো বন্ধু হয়ে উঠেছেন ইংল্যান্ড থেকে আসা ইব্রাহিম নাওয়াজ ও ইফাজ আবেদ। মিডফিল্ডে খেলা দুজনেরই অনুপ্রেরণার নাম হামজা চৌধুরী। নাওয়াজ বলেন, ‘আমি খুব ভালো খেলেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাল খেলার জন্য খুবই রোমাঞ্চিত। আমার আদর্শ হামজা চৌধুরী।’
ফিটনেসে অনেক উন্নতি হয়েছে বলে জানালেন ইফাজ, ‘ফিটনেসের ক্ষেত্রে আমরা অনেক উন্নতি করেছি। আশা করি আমরা সেই পর্যায়ে পৌঁছাতে পারব। কোচ অনুশীলনে ছিল কিন্তু কথা হয়নি। এখানে আসার পর নাওয়াজের সঙ্গে পরিচয় হলো। এখন আমরা ভালো বন্ধু হয়ে গেছি। আমার অনুপ্রেরণা হামজা।’
খেলোয়াড়দের মাঠে মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও পর্যন্ত ঘটে। আর এসব ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময়ও লাগে না।
৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগে