২০১৪ বিশ্বকাপের ফাইনালে মারিও গোৎশের গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। এই গোৎশেকে নিয়েই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে জার্মানরা। যে গোৎশে পাঁচ বছর পর ফিরলেন জাতীয় দলে। ম্যানুয়েল নয়ারের নেতৃত্বাধীন এই দলে আছেন টমাস মুলারও।
মাঝমাঠে গোৎশের সঙ্গে থাকছেন ইকে গুন্ডোয়ান, জামাল মুসিয়ালা, জোশুয়া কিমিখরা। আর মুলারের সঙ্গে আক্রমণভাগে থাকবেন লিরয় সানে, সার্জ ন্যাবরি, ইউসুফ মৌকোকোরা। মৌকোকো অনূর্ধ্ব-২১ দলের হয়ে পাঁচ ম্যাচ খেলে ৬ গোল করেছেন। রক্ষণভাগে আছেন আন্তোনিও রুডিগার, নিকোলাস সুলারের মতো তারকারা। গোলরক্ষক হিসেবে ম্যানুয়েল নয়্যার তো আছেনই, আরও আছেন মার্ক আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্রাপরা।
তারকা ফুটবলারদের নিয়ে গড়া জার্মানির বিশ্বকাপ দলে সুযোগ হয়নি ম্যাট হামেলস ও মার্কো রয়েসের। চোটে পড়ায় দলে জায়গা করে নিতে পারেননি রয়েস।
এবারের বিশ্বকাপে 'ই' গ্রুপে পড়েছে জার্মানি। ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। ২৭ নভেম্বর স্পেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে জার্মানি। আর ১ ডিসেম্বর কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
জার্মানি বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্রাপ (ফ্রাঙ্কফুর্ট)।
ডিফেন্ডার: আর্মেল বেলা-কচাপ (সাউদাম্পটন), ম্যাথিয়াস গিন্টার (ফ্রাইবুর্গ), ক্রিস্টিয়ান গুন্টার (ফ্রেইবুর্গ), টিলো কেরার (ওয়েস্ট হাম), লুকাস ক্লসটারমান (আরবি লাইপজিগ), ডেভিড রাউম (আরবি লাইপজিগ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকো স্লোটারবেক (বরুশিয়া ডর্টমুন্ড), নিকোলাস সুলা (বর্টমুন্ড ডর্টমুন্ড)।
মিডফিল্ডার: ইয়ুলিয়ান ব্রান্ট (বরুশিয়া ডর্টমুন্ড), লিওন গোরেৎসকা (বায়ার্ন মিউনিখ), মারিও গোৎশে (ফ্রাঙ্কফুর্ট), ইকে গুন্ডোয়ান (ম্যানচেস্টার সিটি), ইয়োনাস হফমান (মনশেনগ্লাডবাখ), জোশুয়া কিমিখ (বায়ার্ন), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড: করিম আদেয়েমি (ডর্টমুন্ড), নিকলাস ফুলক্রুগ (ব্রেমেন), সার্জ নাবরি (বায়ার্ন), কাই হাভার্টজ (চেলসি), ইউসুফা মুকোকো (ডর্টমুন্ড), টমাস মুলার (বায়ার্ন), লিরয় সানে (বায়ার্ন মিউনিখ)।
২০১৪ বিশ্বকাপের ফাইনালে মারিও গোৎশের গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। এই গোৎশেকে নিয়েই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে জার্মানরা। যে গোৎশে পাঁচ বছর পর ফিরলেন জাতীয় দলে। ম্যানুয়েল নয়ারের নেতৃত্বাধীন এই দলে আছেন টমাস মুলারও।
মাঝমাঠে গোৎশের সঙ্গে থাকছেন ইকে গুন্ডোয়ান, জামাল মুসিয়ালা, জোশুয়া কিমিখরা। আর মুলারের সঙ্গে আক্রমণভাগে থাকবেন লিরয় সানে, সার্জ ন্যাবরি, ইউসুফ মৌকোকোরা। মৌকোকো অনূর্ধ্ব-২১ দলের হয়ে পাঁচ ম্যাচ খেলে ৬ গোল করেছেন। রক্ষণভাগে আছেন আন্তোনিও রুডিগার, নিকোলাস সুলারের মতো তারকারা। গোলরক্ষক হিসেবে ম্যানুয়েল নয়্যার তো আছেনই, আরও আছেন মার্ক আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্রাপরা।
তারকা ফুটবলারদের নিয়ে গড়া জার্মানির বিশ্বকাপ দলে সুযোগ হয়নি ম্যাট হামেলস ও মার্কো রয়েসের। চোটে পড়ায় দলে জায়গা করে নিতে পারেননি রয়েস।
এবারের বিশ্বকাপে 'ই' গ্রুপে পড়েছে জার্মানি। ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। ২৭ নভেম্বর স্পেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে জার্মানি। আর ১ ডিসেম্বর কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
জার্মানি বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্রাপ (ফ্রাঙ্কফুর্ট)।
ডিফেন্ডার: আর্মেল বেলা-কচাপ (সাউদাম্পটন), ম্যাথিয়াস গিন্টার (ফ্রাইবুর্গ), ক্রিস্টিয়ান গুন্টার (ফ্রেইবুর্গ), টিলো কেরার (ওয়েস্ট হাম), লুকাস ক্লসটারমান (আরবি লাইপজিগ), ডেভিড রাউম (আরবি লাইপজিগ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকো স্লোটারবেক (বরুশিয়া ডর্টমুন্ড), নিকোলাস সুলা (বর্টমুন্ড ডর্টমুন্ড)।
মিডফিল্ডার: ইয়ুলিয়ান ব্রান্ট (বরুশিয়া ডর্টমুন্ড), লিওন গোরেৎসকা (বায়ার্ন মিউনিখ), মারিও গোৎশে (ফ্রাঙ্কফুর্ট), ইকে গুন্ডোয়ান (ম্যানচেস্টার সিটি), ইয়োনাস হফমান (মনশেনগ্লাডবাখ), জোশুয়া কিমিখ (বায়ার্ন), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড: করিম আদেয়েমি (ডর্টমুন্ড), নিকলাস ফুলক্রুগ (ব্রেমেন), সার্জ নাবরি (বায়ার্ন), কাই হাভার্টজ (চেলসি), ইউসুফা মুকোকো (ডর্টমুন্ড), টমাস মুলার (বায়ার্ন), লিরয় সানে (বায়ার্ন মিউনিখ)।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৮ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৮ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৯ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
১০ ঘণ্টা আগে