বিশ্বকাপে ছেলেরা একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেলেও স্পেনের মেয়েদের সর্বোচ্চ সাফল্য ছিল শেষ ষোলো। সর্বশেষ বিশ্বকাপের সেই সাফল্যকে এবার ছাড়িয়ে গেছে মেয়েরা। আজ নেদারল্যান্ডসকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড গড়েছে তারা।
প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে উঠেছে স্পেন। ফুটবলের বড় কোনো টুর্নামেন্টে এটিই তাদের এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য। এর আগে ইউরোতে শেষ আটে উঠেছিল তারা। এবার নিশ্চয়ই আন্দ্রেস ইনিয়েস্তা–জাভি হার্নান্দেজের মতো প্রথমবার সেমিতে উঠে বিশ্বকাপ জয়ে চোখ থাকবে মারিওনা–অ্যালেক্সিয়া পুয়ের্তাদেরও।
ওয়েলিংটনের রিজিওনাল স্টেডিয়ামে আজ শেষ আটের প্রথম ম্যাচটি দুর্দান্ত হয়েছে। যেমনটা বলা হয়ে থাকে শিরোপার কাছাকাছি গেলে প্রতিদ্বন্দ্বিতা বাড়ে। ঠিক তাই। নির্ধারিত সময়ে ১–১ গোলে সমতায় থাকার পর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ে গোল করে দলকে ইতিহাসের পাতায় ঠাঁই দেন বদলি নামা সালমা পারালুয়েলো। সেটি আবার এমন এক সময়ে, যখন অভিজ্ঞ খেলোয়াড়েরা দলকে ম্যাচ জেতাতে পারছিলেন না। তখন তাঁর মতো উদীয়মান তারকার ওপরেই স্পেন সওয়ার হলো।
সদ্য কৈশোর পেরিয়ে ১৯ বছরে পা দেওয়া সালমা স্পেনের আস্থার প্রতীকই হয়েছেন। ৭১ মিনিটে বদলি নামা এই উইঙ্গার ১১১ মিনিটে প্রায় মাঝমাঠে বল পেয়ে একক প্রচেষ্টায় বাঁ পায়ে গোলরক্ষককে ফাঁকি দিয়েছেন। দলের সর্বকনিষ্ঠ ফুটবলারের গোলেই শেষ পর্যন্ত ২–১ গোলের জয় পায় স্পেন।
এর আগে পেনাল্টিতে স্পেনই এগিয়ে ছিল ম্যাচে। ৮১ মিনিটে স্পটকিক থেকে গোলটি করেন মারিওনা। এই গোলেও সালমার অবদান ছিল। তাঁর বাড়ানো ক্রসে নেদারল্যান্ডসের ডিফেন্ডার ফন ডার গ্রেটের হাতে লাগে। ফন ডার বক্সের বাইরে থাকলেও তাঁর হাত ভেতরে থাকায় রেফারি ভিএআরে চেক করে পেনাল্টির বাঁশি বাজান।
পরে অবশ্য ফর ডারই ভুলের প্রায়শ্চিত্ত করেন। ১–০ গোলে এগিয়ে থেকে যখন ম্যাচ জয়ের উদ্যাপনের অবস্থায় স্পেন, ঠিক তখনই তাদের স্তব্ধ করে দেন তিনি। স্পেনের হাই লাইন ডিফেন্সের সুযোগ নিয়ে ম্যাচের যোগ করা সময়ে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান তিনি। ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে গেলেও পরে আর হার এড়াতে পারেননি তাঁরা।
বিশ্বকাপে ছেলেরা একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেলেও স্পেনের মেয়েদের সর্বোচ্চ সাফল্য ছিল শেষ ষোলো। সর্বশেষ বিশ্বকাপের সেই সাফল্যকে এবার ছাড়িয়ে গেছে মেয়েরা। আজ নেদারল্যান্ডসকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড গড়েছে তারা।
প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে উঠেছে স্পেন। ফুটবলের বড় কোনো টুর্নামেন্টে এটিই তাদের এখন পর্যন্ত সর্বোচ্চ সাফল্য। এর আগে ইউরোতে শেষ আটে উঠেছিল তারা। এবার নিশ্চয়ই আন্দ্রেস ইনিয়েস্তা–জাভি হার্নান্দেজের মতো প্রথমবার সেমিতে উঠে বিশ্বকাপ জয়ে চোখ থাকবে মারিওনা–অ্যালেক্সিয়া পুয়ের্তাদেরও।
ওয়েলিংটনের রিজিওনাল স্টেডিয়ামে আজ শেষ আটের প্রথম ম্যাচটি দুর্দান্ত হয়েছে। যেমনটা বলা হয়ে থাকে শিরোপার কাছাকাছি গেলে প্রতিদ্বন্দ্বিতা বাড়ে। ঠিক তাই। নির্ধারিত সময়ে ১–১ গোলে সমতায় থাকার পর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ে গোল করে দলকে ইতিহাসের পাতায় ঠাঁই দেন বদলি নামা সালমা পারালুয়েলো। সেটি আবার এমন এক সময়ে, যখন অভিজ্ঞ খেলোয়াড়েরা দলকে ম্যাচ জেতাতে পারছিলেন না। তখন তাঁর মতো উদীয়মান তারকার ওপরেই স্পেন সওয়ার হলো।
সদ্য কৈশোর পেরিয়ে ১৯ বছরে পা দেওয়া সালমা স্পেনের আস্থার প্রতীকই হয়েছেন। ৭১ মিনিটে বদলি নামা এই উইঙ্গার ১১১ মিনিটে প্রায় মাঝমাঠে বল পেয়ে একক প্রচেষ্টায় বাঁ পায়ে গোলরক্ষককে ফাঁকি দিয়েছেন। দলের সর্বকনিষ্ঠ ফুটবলারের গোলেই শেষ পর্যন্ত ২–১ গোলের জয় পায় স্পেন।
এর আগে পেনাল্টিতে স্পেনই এগিয়ে ছিল ম্যাচে। ৮১ মিনিটে স্পটকিক থেকে গোলটি করেন মারিওনা। এই গোলেও সালমার অবদান ছিল। তাঁর বাড়ানো ক্রসে নেদারল্যান্ডসের ডিফেন্ডার ফন ডার গ্রেটের হাতে লাগে। ফন ডার বক্সের বাইরে থাকলেও তাঁর হাত ভেতরে থাকায় রেফারি ভিএআরে চেক করে পেনাল্টির বাঁশি বাজান।
পরে অবশ্য ফর ডারই ভুলের প্রায়শ্চিত্ত করেন। ১–০ গোলে এগিয়ে থেকে যখন ম্যাচ জয়ের উদ্যাপনের অবস্থায় স্পেন, ঠিক তখনই তাদের স্তব্ধ করে দেন তিনি। স্পেনের হাই লাইন ডিফেন্সের সুযোগ নিয়ে ম্যাচের যোগ করা সময়ে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান তিনি। ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে গেলেও পরে আর হার এড়াতে পারেননি তাঁরা।
বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২৯ মিনিট আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
১ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২ ঘণ্টা আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
৩ ঘণ্টা আগে