Ajker Patrika

মালিকানা কিনে বেকহামের ক্লাবে যাবেন মেসি! 

আপডেট : ১৮ মে ২০২২, ১৬: ১২
মালিকানা কিনে বেকহামের ক্লাবে যাবেন মেসি! 

প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পর্ব শেষ করেই হয়তো বার্সেলোনায় ফিরছেন না লিওনেল মেসি। জানা গেছে, পিএসজির সঙ্গে আগামী বছর চুক্তি শেষ করে স্পেনে না এসে মেসি চলে যাবেন যুক্তরাষ্ট্রে।

মার্কিন মুলুকে মেজর লিগ সকারেরর (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলবেন মেসি। মায়ামিতে শুধু খেলোয়াড় হিসেবেই যাবেন না আর্জেন্টাইন মহাতারকা, ক্লাবটির মালিকানাও কিনে নেবেন তিনি।

মেসির আগামী বছর মায়ামিতে যাওয়ার খবরটি জানিয়েছে ডিরেক্টটিভি স্পোর্টসের অ্যালেক্স ক্যান্ডেল। এই সূত্র জানাচ্ছে, মায়ামির ৩৫ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছেন মেসি, যার মূল্য হবে ২০০ মিলিয়ন ডলার।

সম্প্রতি মেসির সঙ্গে দেখা করেছেন বেকহাম। মেসিই অবশ্য প্রথম খেলোয়াড় নন, যিনি ইন্টার মায়ামির সঙ্গে যুক্ত। ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের মালিকানাও আছে ইন্টার মায়ামিতে।

মেসি যদি শেষ পর্যন্ত এমএলএসে আসেন, সেটি ফুটবল বিশ্বের জন্য বড় ধরনের খবরই হবে। ক্যারিয়ারের শেষ দিকে জ্লাতান ইব্রাহিমোভিচ, থিয়েরি অঁরি, ওয়েইন রুনি ও কাকার মতো তারকারাও এই লিগে খেলেছেন।

যুক্তরাষ্ট্রে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে রেখেছেন মেসি। গত ফেব্রুয়ারিতে মেসিকে নিয়ে ইন্টার মায়ামির মালিকদের একজন এবং নির্বাহী পরিচালক বলেছিলেন, ‘লিওনেল মেসি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তার দক্ষতা কখনো মুছে ফেলা যাবে না। আমার বিশ্বাস, ডেভিডের (বেকহাম) সঙ্গে তার ভালো সম্পর্ক আছে। যদি সে পিএসজি ছাড়ে, তবে তাকে আমরা ইন্টার মায়ামিতে খেলতে দেখতে চাইব।’

পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতে এরই মধ্যে বাড়িও কিনে ফেলেছেন মেসি। ফ্লোরিডার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনতে আর্জেন্টাইন অধিনায়কের খরচ পড়েছে ৮০ কোটি টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত