Ajker Patrika

সুইসদের আলো নিভিয়ে সেমিফাইনালে স্পেন 

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১০: ৫১
সুইসদের আলো নিভিয়ে সেমিফাইনালে স্পেন 

সুইজারল্যান্ডকে বিদায় করে ইউরোর প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কাটল স্পেন। শ্বাসরুদ্ধকর ১২০ মিনিটের খেলা শেষে টাইব্রেকারে শেষ হাসি লুইস এনরিকের দলের। ১- ১ গোলে সমতার পর টাইব্রেকারে স্প্যানিশদের জয় ৩-১ ব্যবধানে। 
২০১৮ সালে এই সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচ হেরে বিদায় নিয়েছিল সুইসরা। ২০২০ ইউরোতেও সেন্ট পিটার্সবার্গেই আবারও কাঁদতে হলো সুইসদের।

ম্যাচের শুরু থেকে বল নিজেদের দখলে  রেখে  খেলার নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল স্পেন। ছোট ছোট পাসে ঠান্ডা মাথার টিকিটাকার পসরা সাজায় লুইস এনরিকের শিষ্যরা।  প্রথম দিকে আক্রমণে খুব একটা জোর দেননি আলভারো মোরাতা, ফেরান তোরেসরা। তবু স্পেনই ম্যাচের 'ডেড লক' ভাঙে। ম্যাচের ৮ মিনিটে কোকের দুর্বল কর্নার কিকে ভলি করেন জর্দি আলবা। এখানে একটু সুইসদের দুর্ভাগ্যই বলতে হয়!  ডেনিস জাকারিয়ার পায়ে লেগে বলের দিক পরিবর্তন হয়ে নিজেদের জালে গিয়ে জড়ায়। এবারের ইউরোর এটি দশম আত্মঘাতী গোল। ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় স্পেন। গোল করে যেন আত্মবিশ্বাসও বেড়ে যায় এনরিকের ছাত্রদের। সময়ে সময়ে অবশ্য আক্রমণে উঠেছে সুইজারল্যান্ডও। তবে বক্সের আশপাশে গিয়ে খেই হারিয়েছে তা।

অন্যদিকে প্রথমার্ধে স্পেন নিজেদের পায়ে বল রেখে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি আর। আক্রমণে ধার না থাকলেও নিজেদের রক্ষণ ভালোভাবেই সামলেছে তারা । প্রথমার্ধের শেষ দিকে অবশ্য সুইসরা গোল শোধে মরিয়া হয়ে উঠলে খেলার গতি বেড়ে যায়। গতি বাড়িয়েও কাজের কাজ  করতে পারেনি সুইজারল্যান্ড।  দুর্দান্ত ছন্দে থাকা জারদান শাকিরিও প্রথমার্ধে আলো ছড়াতে পারেননি। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে স্পেনের রক্ষণে কিছুটা চাপ তৈরি করে সুইজারল্যান্ড। একের পর এক আক্রমণে তটস্থ রাখে স্পেনের রক্ষণভাগ। ৬৩ মিনিটে ম্যাচে ফিরতে পারত সুইজারল্যান্ড। স্টিভেন জুবেরের চেষ্টা দারুণভাবে প্রতিহত করে স্পেন গোলরক্ষক উনাই সিমন। ৬৮ মিনিটে আর দলকে ঠেকাতে পারেননি সিমন। স্পেনের রক্ষণের ভুল বোঝাবুঝিতে শাকিরির বুদ্ধিদীপ্ত ফিনিশিং। রেমো ফিউলারের পাস থেকে সরাসরি বল জালে জড়ান সুইস ফরোয়ার্ড। 

গোল হজমের পর আবারও স্পেন ছোট ছোট পাসে নিজেদের পায়ে বল রাখার চেষ্টা করে। মিনিট  দশেক পরে জেরার্ড মোরেনোকে ট্যাকল করে লাল কার্ড দেখেন ফ্রিউলার। তবে ট্যাকলটা ঠিক লাল কার্ড পাওয়ার মতো ছিল কি না, সেটি নিয়ে বিতর্ক হতে পারে। ১০ জনের দল নিয়েও সুইজারল্যান্ড ম্যাচের বাকি ১০ মিনিট ভালোই লড়াই করেছে। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফল না এলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 

অতিরিক্ত সময়ের ২ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন জেরার্ড মোরেনো। যথেষ্ট  ফাঁকা জায়গা পেয়েও বল লক্ষ্যে রাখতে পারেননি স্প্যানিশ ফরোয়ার্ড। অতিরিক্ত সময়ে ম্যাচের ছবি আরও বদলে যায়। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচে এগিয়ে যেতে সর্বোচ্চটা উজাড় করে দেয় স্পেন। আর  সুইজারল্যান্ডের ইস্পাত-দৃঢ় রক্ষণ তখন দারুণ সাবধানী। মুহুর্মুহু আক্রমণে কাঁপিয়ে দেয় সুইসদের রক্ষণদুর্গ। তবে বারবার স্প্যানিশদের হতাশ করেন সুইস গোলরক্ষক ইয়ান সোমের। টাইব্রেকে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে সোমেরকে, হার মানতে হয়েছে সুইসদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত