চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের পারফরম্যান্সটা অম্লমধুর। ধারাবাহিকভাবে তারা জিততে পারছে না। বায়ার্নের কোচের পদে টমাস টুখেলের চাকরি যেন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথুসের মতে, বায়ার্ন আর টুখেলের মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে।
এবারের বুন্দেসলিগায় নিজেদের সবশেষ চার ম্যাচের মধ্য দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে বায়ার্ন। যার মধ্যে মাইনৎস ও ডার্মস্ট্যাড—এ দুই দলের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৮-১ ও ৫-২ গোলে। তবে বিশাল ব্যবধানে জয়ের ধারা টুর্নামেন্টে ধরে রাখতে পারেনি বায়ার্ন। ডর্টমুন্ড, হেডেনহেইম—দল দুটির বিপক্ষে নিজেদের সবশেষ দুই হেরেছে টুখেলের বায়ার্ন, যার মধ্যে গতকাল হেইডেনহেইমের বিপক্ষে হেরেছে ৩-২ গোলে। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে বায়ার্ন। সমান ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট নিয়ে লেভারকুসেন পয়েন্ট তালিকার শীর্ষে। ১৬ পয়েন্ট পিছিয়ে থেকে বুন্দেসলিগার শিরোপাজয় অনেকটাই অসম্ভব।
বুন্দেসলিগায় হেইডেনহেইমের বিপক্ষে অবশ্য প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বায়ার্ন। ৩৮ ও ৪৫ মিনিটে গোল দুটি করেন হ্যারি কেইন ও সার্জিও ন্যাব্রি। দ্বিতীয়ার্ধেই তালগোল পাকিয়ে বায়ার্ন হজম করে ৩ গোল। এই ম্যাচের পরই পরশু চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে খেলবে বায়ার্ন। হেইডেনহেইমের কাছে হেরে যাওয়ায় মূলত খেপেছেন ম্যাথাউস। স্কাই স্পোর্টসকে জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘কিছু তো থাকতে হয় বাঁচানোর জন্য। তবে আমার মতে, টমাস টুখেল আর দলের মধ্যে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। যদি আপনি হেইডেনহেইমের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকেন, সেখান থেকে আপনি পয়েন্ট হারাতে পারেন না। বিশেষ করে যেখানে সামনেই রয়েছে চ্যাম্পিয়নস লিগ।’
ম্যাথুস পরবর্তী ২৪ ঘণ্টায় কী ঘটতে যাচ্ছে, তা দেখতে মুখিয়ে আছেন। জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘রসায়নটা আর আগের মতো নেই। আগামী ২৪ ঘণ্টায় বায়ার্নে কী ঘটতে যাচ্ছে, তা দেখতে আমি খুব রোমাঞ্চিত। আমার মনে হচ্ছে, তারা অন্তর্বর্তীকালীন কোচের পথেই হাঁটবে।’
চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের পারফরম্যান্সটা অম্লমধুর। ধারাবাহিকভাবে তারা জিততে পারছে না। বায়ার্নের কোচের পদে টমাস টুখেলের চাকরি যেন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথুসের মতে, বায়ার্ন আর টুখেলের মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে।
এবারের বুন্দেসলিগায় নিজেদের সবশেষ চার ম্যাচের মধ্য দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে বায়ার্ন। যার মধ্যে মাইনৎস ও ডার্মস্ট্যাড—এ দুই দলের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৮-১ ও ৫-২ গোলে। তবে বিশাল ব্যবধানে জয়ের ধারা টুর্নামেন্টে ধরে রাখতে পারেনি বায়ার্ন। ডর্টমুন্ড, হেডেনহেইম—দল দুটির বিপক্ষে নিজেদের সবশেষ দুই হেরেছে টুখেলের বায়ার্ন, যার মধ্যে গতকাল হেইডেনহেইমের বিপক্ষে হেরেছে ৩-২ গোলে। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে বায়ার্ন। সমান ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট নিয়ে লেভারকুসেন পয়েন্ট তালিকার শীর্ষে। ১৬ পয়েন্ট পিছিয়ে থেকে বুন্দেসলিগার শিরোপাজয় অনেকটাই অসম্ভব।
বুন্দেসলিগায় হেইডেনহেইমের বিপক্ষে অবশ্য প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বায়ার্ন। ৩৮ ও ৪৫ মিনিটে গোল দুটি করেন হ্যারি কেইন ও সার্জিও ন্যাব্রি। দ্বিতীয়ার্ধেই তালগোল পাকিয়ে বায়ার্ন হজম করে ৩ গোল। এই ম্যাচের পরই পরশু চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে খেলবে বায়ার্ন। হেইডেনহেইমের কাছে হেরে যাওয়ায় মূলত খেপেছেন ম্যাথাউস। স্কাই স্পোর্টসকে জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘কিছু তো থাকতে হয় বাঁচানোর জন্য। তবে আমার মতে, টমাস টুখেল আর দলের মধ্যে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। যদি আপনি হেইডেনহেইমের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকেন, সেখান থেকে আপনি পয়েন্ট হারাতে পারেন না। বিশেষ করে যেখানে সামনেই রয়েছে চ্যাম্পিয়নস লিগ।’
ম্যাথুস পরবর্তী ২৪ ঘণ্টায় কী ঘটতে যাচ্ছে, তা দেখতে মুখিয়ে আছেন। জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘রসায়নটা আর আগের মতো নেই। আগামী ২৪ ঘণ্টায় বায়ার্নে কী ঘটতে যাচ্ছে, তা দেখতে আমি খুব রোমাঞ্চিত। আমার মনে হচ্ছে, তারা অন্তর্বর্তীকালীন কোচের পথেই হাঁটবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
২ ঘণ্টা আগেবাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলে নিজেও ক্রিকেট খেলেন। কিন্তু বাবা এতই বড় ক্রিকেটার ছিলেন যে—তাঁর ছায়া থেকে বেরিয়ে আসা হয়নি অর্জুন টেন্ডুলকারের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলার কথা, বলা হচ্ছে শচীন টেন্ডুলকার তনয় অর্জুনের কথা।
২ ঘণ্টা আগে