Ajker Patrika

ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে ইচ্ছা করে কার্ড দেখার অভিযোগ

আপডেট : ২৪ মে ২০২৪, ১৫: ৫২
ব্রাজিলিয়ান ফুটবলারের বিরুদ্ধে ইচ্ছা করে কার্ড দেখার অভিযোগ

খেলোয়াড়দের বিরুদ্ধে কত ধরনের অভিযোগই তো শোনা যায়। মাঠে কারও সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া, ম্যাচ পাতানো—এমন অভিযোগের খবর পাওয়া যায় অহরহ। ব্রাজিলের লুকাস পাকেতার বিরুদ্ধে অভিযোগ রীতিমতো চমকে দেওয়ার মতো। 

বেটিংয়ে প্রভাব রাখতে পাকেতা ইচ্ছা করে কার্ড দেখতে চাইতেন বলে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গত রাতে অভিযোগ এনেছে। এফএ এক বিবৃতিতে বলেছে, ‘এখানে অভিযোগ উঠেছে যে পাকেতা ম্যাচের অবস্থা পাল্টে দেওয়া, প্রভাব খাটানো—এসব কাজে সরাসরি যুক্ত ছিল। বেটিং মার্কেটে প্রভাব রাখার জন্য ইচ্ছা করে রেফারির থেকে কার্ড দেখতে চেয়েছেন। এক বা একাধিক ব্যক্তি যেন বেটিং থেকে লাভ করতে পারেন, সেই চেষ্টা করতেন।’

বেটিংয়ে জড়িত থাকার সন্দেহে পাকেতা সবশেষ গ্রীষ্ম থেকে আছেন তদন্তের  অধীনে। তাঁর বিরুদ্ধে চার ম্যাচে ইচ্ছাকৃত কার্ড খাওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই চার ম্যাচের সবকটি প্রিমিয়ার লিগে। প্রথমটি ২০২২ সালের ১৫ নভেম্বর লেস্টার সিটির বিপক্ষে। পরের তিনটি ২০২৩ সালে। গত বছরের ১২ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে, লিডস ইউনাইটেডের বিপক্ষে ২১ মে ও ১২ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে—এভাবেই চার অভিযোগ তোলা হয় পাকেতার বিরুদ্ধে। 

প্রিমিয়ার লিগের যে চারটি অভিযোগ উঠেছে পাকেতার বিরুদ্ধে, সব ম্যাচই ওয়েস্ট হামের জার্সিতে। ২০২২ সালের আগস্টে লিওঁ থেকে প্রাথমিকভাবে ৩ কোটি ৬৫ লাখ পাউন্ডের চুক্তিতে ওয়েস্ট হামে আসেন তিনি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকা। 

অভিযোগ ওঠার পর পাকেতা অস্বীকার করেছেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘৯ মাস ধরে তদন্তের প্রতিটা পদক্ষেপে আমি সহযোগিতা করেছি। যা যা তথ্য দরকার সবই দিয়েছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করছি। নিজের নামের স্বচ্ছতা ধরে রাখতে লড়াই করে যাব।’  এফ৩ ও এফ২—এফ নিয়মের এ দুটি ধারা ভঙ্গেরও অভিযোগ উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত