খেলোয়াড়দের বিরুদ্ধে কত ধরনের অভিযোগই তো শোনা যায়। মাঠে কারও সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া, ম্যাচ পাতানো—এমন অভিযোগের খবর পাওয়া যায় অহরহ। ব্রাজিলের লুকাস পাকেতার বিরুদ্ধে অভিযোগ রীতিমতো চমকে দেওয়ার মতো।
বেটিংয়ে প্রভাব রাখতে পাকেতা ইচ্ছা করে কার্ড দেখতে চাইতেন বলে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গত রাতে অভিযোগ এনেছে। এফএ এক বিবৃতিতে বলেছে, ‘এখানে অভিযোগ উঠেছে যে পাকেতা ম্যাচের অবস্থা পাল্টে দেওয়া, প্রভাব খাটানো—এসব কাজে সরাসরি যুক্ত ছিল। বেটিং মার্কেটে প্রভাব রাখার জন্য ইচ্ছা করে রেফারির থেকে কার্ড দেখতে চেয়েছেন। এক বা একাধিক ব্যক্তি যেন বেটিং থেকে লাভ করতে পারেন, সেই চেষ্টা করতেন।’
বেটিংয়ে জড়িত থাকার সন্দেহে পাকেতা সবশেষ গ্রীষ্ম থেকে আছেন তদন্তের অধীনে। তাঁর বিরুদ্ধে চার ম্যাচে ইচ্ছাকৃত কার্ড খাওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই চার ম্যাচের সবকটি প্রিমিয়ার লিগে। প্রথমটি ২০২২ সালের ১৫ নভেম্বর লেস্টার সিটির বিপক্ষে। পরের তিনটি ২০২৩ সালে। গত বছরের ১২ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে, লিডস ইউনাইটেডের বিপক্ষে ২১ মে ও ১২ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে—এভাবেই চার অভিযোগ তোলা হয় পাকেতার বিরুদ্ধে।
প্রিমিয়ার লিগের যে চারটি অভিযোগ উঠেছে পাকেতার বিরুদ্ধে, সব ম্যাচই ওয়েস্ট হামের জার্সিতে। ২০২২ সালের আগস্টে লিওঁ থেকে প্রাথমিকভাবে ৩ কোটি ৬৫ লাখ পাউন্ডের চুক্তিতে ওয়েস্ট হামে আসেন তিনি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকা।
অভিযোগ ওঠার পর পাকেতা অস্বীকার করেছেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘৯ মাস ধরে তদন্তের প্রতিটা পদক্ষেপে আমি সহযোগিতা করেছি। যা যা তথ্য দরকার সবই দিয়েছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করছি। নিজের নামের স্বচ্ছতা ধরে রাখতে লড়াই করে যাব।’ এফ৩ ও এফ২—এফ নিয়মের এ দুটি ধারা ভঙ্গেরও অভিযোগ উঠেছে।
খেলোয়াড়দের বিরুদ্ধে কত ধরনের অভিযোগই তো শোনা যায়। মাঠে কারও সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়া, ম্যাচ পাতানো—এমন অভিযোগের খবর পাওয়া যায় অহরহ। ব্রাজিলের লুকাস পাকেতার বিরুদ্ধে অভিযোগ রীতিমতো চমকে দেওয়ার মতো।
বেটিংয়ে প্রভাব রাখতে পাকেতা ইচ্ছা করে কার্ড দেখতে চাইতেন বলে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) গত রাতে অভিযোগ এনেছে। এফএ এক বিবৃতিতে বলেছে, ‘এখানে অভিযোগ উঠেছে যে পাকেতা ম্যাচের অবস্থা পাল্টে দেওয়া, প্রভাব খাটানো—এসব কাজে সরাসরি যুক্ত ছিল। বেটিং মার্কেটে প্রভাব রাখার জন্য ইচ্ছা করে রেফারির থেকে কার্ড দেখতে চেয়েছেন। এক বা একাধিক ব্যক্তি যেন বেটিং থেকে লাভ করতে পারেন, সেই চেষ্টা করতেন।’
বেটিংয়ে জড়িত থাকার সন্দেহে পাকেতা সবশেষ গ্রীষ্ম থেকে আছেন তদন্তের অধীনে। তাঁর বিরুদ্ধে চার ম্যাচে ইচ্ছাকৃত কার্ড খাওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সেই চার ম্যাচের সবকটি প্রিমিয়ার লিগে। প্রথমটি ২০২২ সালের ১৫ নভেম্বর লেস্টার সিটির বিপক্ষে। পরের তিনটি ২০২৩ সালে। গত বছরের ১২ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে, লিডস ইউনাইটেডের বিপক্ষে ২১ মে ও ১২ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে—এভাবেই চার অভিযোগ তোলা হয় পাকেতার বিরুদ্ধে।
প্রিমিয়ার লিগের যে চারটি অভিযোগ উঠেছে পাকেতার বিরুদ্ধে, সব ম্যাচই ওয়েস্ট হামের জার্সিতে। ২০২২ সালের আগস্টে লিওঁ থেকে প্রাথমিকভাবে ৩ কোটি ৬৫ লাখ পাউন্ডের চুক্তিতে ওয়েস্ট হামে আসেন তিনি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫৪৫ কোটি ৭৫ লাখ টাকা।
অভিযোগ ওঠার পর পাকেতা অস্বীকার করেছেন। ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, ‘৯ মাস ধরে তদন্তের প্রতিটা পদক্ষেপে আমি সহযোগিতা করেছি। যা যা তথ্য দরকার সবই দিয়েছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করছি। নিজের নামের স্বচ্ছতা ধরে রাখতে লড়াই করে যাব।’ এফ৩ ও এফ২—এফ নিয়মের এ দুটি ধারা ভঙ্গেরও অভিযোগ উঠেছে।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে