২০২৪ ইউরোকে সামনে রেখে দল ঘোষণা করেছে স্পেন। ইউরোর দলটিতে রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনার খেলোয়াড় বেশি।
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে আজ ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন। বার্সেলোনার ১৬ বছর বয়সী তারকা ল্যামিন ইয়ামাল খেলবেন আক্রমণভাগে। একই ক্লাবের ১৭ বছর বয়সী পাও কুবারসি খেলবেন রক্ষণভাগে। প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে সুযোগ পেয়েছেন ফারমিন লোপেজ ও আয়োজ পেরেজ। লোপেজ ক্লাব ফুটবলে খেলেন বার্সার হয়ে। রিয়াল বেতিসের হয়ে খেলছেন পেরেজ। বার্সার বাকি দুই ফুটবলার হলেন পেদ্রি ও ফেরান তোরেস। দানি কারভাহাল, নাচো ফার্নান্দেজ, হোসেলু—রিয়াল মাদ্রিদের তিন তারকা আছেন স্পেনের ইউরোর দলে। আগামী ১ জুন বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদ।
২০২৪ ইউরো শুরু হচ্ছে ১৪ জুন। ৭ জুনের আগে তিন ফুটবলারকে বাদ দিয়ে ইউরোর দল তৈরি করতে হবে স্পেনের। স্পেনের কোচ বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ ফাইনালে যদি কোনো রকম ঝামেলা ঘটে অথবা অনুশীলনে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তাদের সবারই সমান সুযোগ থাকছে। আমরা ঝুঁকি কমানোর চেষ্টা করছি।’ পাবলো সারাবিয়া, মার্কো আসেনসিও, জেরার্দ মোরেনোর মতো তারকাদের জায়গা হয়নি স্পেনের ইউরো দলে।
এবারের ইউরোতে ‘বি’ গ্রুপে পড়েছে স্পেন। ১৫ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু করবে বাংলাদেশ। ইতালি ও আলবেনিয়ার বিপক্ষে ২০ ও ২৪ জুন খেলবে স্পেন। ইউরোর আগে ৫ ও ৮ জুন অ্যান্ডোরা ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন।
২০২১ সালে সবশেষ আয়োজিত ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। ইতালির সেটা দ্বিতীয় ইউরো। সর্বোচ্চ তিনবার করে ইউরো জিতেছে স্পেন ও জার্মানি। স্পেন সবশেষ ইউরো জিতেছে ২০১২ সালে।
স্পেনের ২৯ সদস্যের ইউরো দল:
গোলরক্ষক: উনাই সিমন (আতলেতিক বিলবাও), অ্যালেক্স র্যামিরো (রিয়াল সোসিয়েদাদ), ডেভিড রায়া (আর্সেনাল)
রক্ষণভাগ: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), জেসুস নাভাস (সেভিয়া), নাচো ফার্নান্দেজ (রিয়াল মাদ্রিদ), পাও কুবারসি (বার্সেলোনা), রবিন লে নরমান্দ (রিয়াল সোসিয়েদাদ), অ্যায়মেরিক লাপোর্তে (আল নাসর), অ্যালেক্স গ্রিমালদো (বায়ার লেভারকুজেন), দানি ভিভিয়ান (আতলেতিক বিলবাও), মার্ক কুকুরেলা (চেলসি)
মিডফিল্ডার: রদ্রি হার্নান্দেজ (ম্যানচেস্টার সিটি), মার্টিন জুবিমেন্দি (রিয়াল সোসিয়াদাদ), মিকেল মোরেনো (রিয়াল সোসিয়াদাদ), মার্কোস লরিয়েন্তে (আতলেতিকো মাদ্রিদ), পেদ্রি (বার্সেলোনা), ফারমিন লোপেজ (বার্সেলোনা), অ্যালেক্স বিনা (ভিয়ারিয়াল), অ্যালেক্স গার্সিয়া (জিরোনা), ফ্যাবিয়ান রুইজ (পিএসজি)
আক্রমণভাগ: নিকো উইলিয়ামস (আতলেতিক বিলবাও), আলভারো মোরাতা (আতলেতিকো মাদ্রিদ), হোসেলু (রিয়াল মাদ্রিদ), আয়োজ পেরেজ (রিয়াল বেতিস), দানি আলমো (আরবি লাইপজিগ), মিকেল ওরেজাবাল (রিয়াল সোসিয়াদাদ), ল্যামিন ইয়ামাল (বার্সেলোনা), ফেরান তোরেস (বার্সেলোনা)
২০২৪ ইউরোকে সামনে রেখে দল ঘোষণা করেছে স্পেন। ইউরোর দলটিতে রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনার খেলোয়াড় বেশি।
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে আজ ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন। বার্সেলোনার ১৬ বছর বয়সী তারকা ল্যামিন ইয়ামাল খেলবেন আক্রমণভাগে। একই ক্লাবের ১৭ বছর বয়সী পাও কুবারসি খেলবেন রক্ষণভাগে। প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে সুযোগ পেয়েছেন ফারমিন লোপেজ ও আয়োজ পেরেজ। লোপেজ ক্লাব ফুটবলে খেলেন বার্সার হয়ে। রিয়াল বেতিসের হয়ে খেলছেন পেরেজ। বার্সার বাকি দুই ফুটবলার হলেন পেদ্রি ও ফেরান তোরেস। দানি কারভাহাল, নাচো ফার্নান্দেজ, হোসেলু—রিয়াল মাদ্রিদের তিন তারকা আছেন স্পেনের ইউরোর দলে। আগামী ১ জুন বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদ।
২০২৪ ইউরো শুরু হচ্ছে ১৪ জুন। ৭ জুনের আগে তিন ফুটবলারকে বাদ দিয়ে ইউরোর দল তৈরি করতে হবে স্পেনের। স্পেনের কোচ বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ ফাইনালে যদি কোনো রকম ঝামেলা ঘটে অথবা অনুশীলনে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তাদের সবারই সমান সুযোগ থাকছে। আমরা ঝুঁকি কমানোর চেষ্টা করছি।’ পাবলো সারাবিয়া, মার্কো আসেনসিও, জেরার্দ মোরেনোর মতো তারকাদের জায়গা হয়নি স্পেনের ইউরো দলে।
এবারের ইউরোতে ‘বি’ গ্রুপে পড়েছে স্পেন। ১৫ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু করবে বাংলাদেশ। ইতালি ও আলবেনিয়ার বিপক্ষে ২০ ও ২৪ জুন খেলবে স্পেন। ইউরোর আগে ৫ ও ৮ জুন অ্যান্ডোরা ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন।
২০২১ সালে সবশেষ আয়োজিত ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। ইতালির সেটা দ্বিতীয় ইউরো। সর্বোচ্চ তিনবার করে ইউরো জিতেছে স্পেন ও জার্মানি। স্পেন সবশেষ ইউরো জিতেছে ২০১২ সালে।
স্পেনের ২৯ সদস্যের ইউরো দল:
গোলরক্ষক: উনাই সিমন (আতলেতিক বিলবাও), অ্যালেক্স র্যামিরো (রিয়াল সোসিয়েদাদ), ডেভিড রায়া (আর্সেনাল)
রক্ষণভাগ: দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), জেসুস নাভাস (সেভিয়া), নাচো ফার্নান্দেজ (রিয়াল মাদ্রিদ), পাও কুবারসি (বার্সেলোনা), রবিন লে নরমান্দ (রিয়াল সোসিয়েদাদ), অ্যায়মেরিক লাপোর্তে (আল নাসর), অ্যালেক্স গ্রিমালদো (বায়ার লেভারকুজেন), দানি ভিভিয়ান (আতলেতিক বিলবাও), মার্ক কুকুরেলা (চেলসি)
মিডফিল্ডার: রদ্রি হার্নান্দেজ (ম্যানচেস্টার সিটি), মার্টিন জুবিমেন্দি (রিয়াল সোসিয়াদাদ), মিকেল মোরেনো (রিয়াল সোসিয়াদাদ), মার্কোস লরিয়েন্তে (আতলেতিকো মাদ্রিদ), পেদ্রি (বার্সেলোনা), ফারমিন লোপেজ (বার্সেলোনা), অ্যালেক্স বিনা (ভিয়ারিয়াল), অ্যালেক্স গার্সিয়া (জিরোনা), ফ্যাবিয়ান রুইজ (পিএসজি)
আক্রমণভাগ: নিকো উইলিয়ামস (আতলেতিক বিলবাও), আলভারো মোরাতা (আতলেতিকো মাদ্রিদ), হোসেলু (রিয়াল মাদ্রিদ), আয়োজ পেরেজ (রিয়াল বেতিস), দানি আলমো (আরবি লাইপজিগ), মিকেল ওরেজাবাল (রিয়াল সোসিয়াদাদ), ল্যামিন ইয়ামাল (বার্সেলোনা), ফেরান তোরেস (বার্সেলোনা)
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ মিনিট আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন প্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহীরা আজ শুরু করে দিতে পারেন আবেদন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৪ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৫ ঘণ্টা আগে