Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে দলে সর্বোচ্চ গোলদাতাকে ফেরাল সিঙ্গাপুর

ক্রীড়া ডেস্ক    
সিঙ্গাপুরের হয়ে ৩৮ ম্যাচে ১৮ গোল করেছে ইখসান ফান্দি। ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরের হয়ে ৩৮ ম্যাচে ১৮ গোল করেছে ইখসান ফান্দি। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা (৫৫) ফান্দি আহমেদ। বাবার পথ ধরে ফুটবলে নাম লিখিয়েছে চার ছেলে। এর মধ্যে ইখসান ফান্দি বর্তমানে খেলা ফুটবলারদের মধ্যে সিঙ্গাপুরের সর্বোচ্চ গোলদাতা। তাঁকে ফিরিয়েই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছেন সিঙ্গাপুরের হেড কোচ সুতোমু ওগুরা।

৩৮ ম্যাচ খেলে এখন পর্যন্ত ১৮ গোল করেছেন ২৬ বছর বয়সী ইখসান। তাঁর ছোট ভাই ইলহান ফান্দিও আছেন দলে। এছাড়া এক বছরের লম্বা সময় পর দলে ফিরেছেন কোরিয়ান বংশোদ্ভূত ফুটবলার সং-উই-ইয়ং।

২৩ সদস্যের দলে চার ফুটবলার বাদে কেউই ৩৮ টির বেশি ম্যাচ খেলেননি। সর্বোচ্চ ১৪০ ম্যাচ খেলেছেন অধিনায়ক হারিস হারুন। এছাড়া ১২২ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সাফুয়ান বাহারুদিনের।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১০ জুন বাংলাদেশের মুখোমুখি হবে সিঙ্গাপুর। এর আগে ৫ জুন নিজেদের মাঠে মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

সিঙ্গাপুরের ২৩ সদস্যের দল

গোলরক্ষক: ইজওয়ান মাহবুব, রুদি খাইরুল্লাহ, সিয়াজওয়ান বুহারি।

রক্ষণ: আকরাম আজমান, আমিরুল আদি, জর্ডান এমাভিউয়ে, ইরফান নাজিব, সাফুয়ান বাহারুদিন, রায়হান স্টুয়ার্ট, লিওনেল তান, ক্রিস্টোফার ভ্যান হুইজেন।

মাঝমাঠ: হামি শাহীন, হারিস হারুন, গ্লেন ক্লুয়ে, কিওগা নাকামুরা, শাহ শাহিরান, সং-উই-ইয়ং, হ্যারিস স্টুয়ার্ট।

আক্রমণ: আমির সাইফিজ, ফারিস রামলি, ইখসান ফান্দি, ইলহান ফান্দি, তৌফিক সুপার্নো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত