এবারের আফ্রিকা কাপ অব নেশনসে যা হচ্ছে, অদ্ভুত বললেও কম হয়। শেষ ষোলো শেষ না হতেই বিদায় নিচ্ছে একের পর এক ফেবারিটরা। এক দিন আগে রোমাঞ্চকর টাইব্রেকারে জিতে মোহামেদ সালাহর মিসরকে বিদায় জানিয়েছিল কঙ্গো।
এবার শেষ ষোলোয় একই ভাগ্য বরণ করতে হলো সালাহর সাবেক লিভারপুল সতীর্থ সাদিও মানেকে। টাইব্রেকারে হেরে বিদায় নিল তাঁর দল সেনেগাল। গত রাতে স্বাগতিক আইভরি কোস্টের কাছে টাইব্রেকারে ৪-৫ ব্যবধানে হেরেছে টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়নরা। তার আগে নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচটি সমতায় ছিল ১-১ গোলে।
ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে মানের পাস থেকে সেনেগালকে এগিয়ে দেন হাবিব দিয়ালো। সেই ব্যবধান ধরে রেখে শেষ আটে যাওয়াটা প্রায় নিশ্চিতই করে ফেলছিল আলিও সিসের দল। কিন্তু আইভরি কোস্ট লড়ে গেল শেষ মুহূর্ত পর্যন্ত। ফুটবলে কেন তাদের ‘হাতি’ হিসেবে ডাকা হয়, শক্তিমত্তায় তার প্রমাণ দিল আবারও।
৮৩ মিনিটে ভিএআর দেখে আইভরি কোস্টকে পেনাল্টি উপহার দেন রেফারি। ৩ মিনিট পর স্পটকিক থেকে বল জালে পাঠান ফ্রাঙ্ক কেসি। এসি মিলান ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডারই টাইব্রেকারে শেষ কিকটি নিয়ে আইভরি কোস্টকে এনে দেন শেষ আটের টিকিট। সেনেগালের পঞ্চম শটে গোল করেছিলেন মানেও। কিন্তু তার আগে তৃতীয় শটে গোল করতে ব্যর্থ হোন তাঁর সতীর্থ মোসা নিয়াকাতে।
আফ্রিকা কাপের সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়ন মিসরের ম্যাচে চোটের কারণে ছিলেন না সালাহ। কিন্তু মানেকে খেলেও পুড়তে হলো হারের যন্ত্রণায়। চ্যাম্পিয়ন হিসেবেই আইভরি কোস্টে এসেছিলেন তিনি। সালাহর এই শিরোপার স্বাদ এখনো পাওয়া না হলেও ২০২১ সালে মানে সেনেগালকে প্রথমবারের মতো এনে দেন আফ্রিকার মুকুট। এবারের টুর্নামেন্টে মিসর, ঘানা, সেনেগাল, ক্যামেরুন, আলজেরিয়া, জাম্বিয়ার মতো বেশ কয়েকটি সাবেক চ্যাম্পিয়ন গ্রুপ পর্ব নয়, শেষ ষোলো থেকে বিদায় নিল।
এবারের আফ্রিকা কাপ অব নেশনসে যা হচ্ছে, অদ্ভুত বললেও কম হয়। শেষ ষোলো শেষ না হতেই বিদায় নিচ্ছে একের পর এক ফেবারিটরা। এক দিন আগে রোমাঞ্চকর টাইব্রেকারে জিতে মোহামেদ সালাহর মিসরকে বিদায় জানিয়েছিল কঙ্গো।
এবার শেষ ষোলোয় একই ভাগ্য বরণ করতে হলো সালাহর সাবেক লিভারপুল সতীর্থ সাদিও মানেকে। টাইব্রেকারে হেরে বিদায় নিল তাঁর দল সেনেগাল। গত রাতে স্বাগতিক আইভরি কোস্টের কাছে টাইব্রেকারে ৪-৫ ব্যবধানে হেরেছে টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়নরা। তার আগে নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচটি সমতায় ছিল ১-১ গোলে।
ম্যাচের মাত্র চতুর্থ মিনিটে মানের পাস থেকে সেনেগালকে এগিয়ে দেন হাবিব দিয়ালো। সেই ব্যবধান ধরে রেখে শেষ আটে যাওয়াটা প্রায় নিশ্চিতই করে ফেলছিল আলিও সিসের দল। কিন্তু আইভরি কোস্ট লড়ে গেল শেষ মুহূর্ত পর্যন্ত। ফুটবলে কেন তাদের ‘হাতি’ হিসেবে ডাকা হয়, শক্তিমত্তায় তার প্রমাণ দিল আবারও।
৮৩ মিনিটে ভিএআর দেখে আইভরি কোস্টকে পেনাল্টি উপহার দেন রেফারি। ৩ মিনিট পর স্পটকিক থেকে বল জালে পাঠান ফ্রাঙ্ক কেসি। এসি মিলান ও বার্সেলোনার সাবেক মিডফিল্ডারই টাইব্রেকারে শেষ কিকটি নিয়ে আইভরি কোস্টকে এনে দেন শেষ আটের টিকিট। সেনেগালের পঞ্চম শটে গোল করেছিলেন মানেও। কিন্তু তার আগে তৃতীয় শটে গোল করতে ব্যর্থ হোন তাঁর সতীর্থ মোসা নিয়াকাতে।
আফ্রিকা কাপের সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়ন মিসরের ম্যাচে চোটের কারণে ছিলেন না সালাহ। কিন্তু মানেকে খেলেও পুড়তে হলো হারের যন্ত্রণায়। চ্যাম্পিয়ন হিসেবেই আইভরি কোস্টে এসেছিলেন তিনি। সালাহর এই শিরোপার স্বাদ এখনো পাওয়া না হলেও ২০২১ সালে মানে সেনেগালকে প্রথমবারের মতো এনে দেন আফ্রিকার মুকুট। এবারের টুর্নামেন্টে মিসর, ঘানা, সেনেগাল, ক্যামেরুন, আলজেরিয়া, জাম্বিয়ার মতো বেশ কয়েকটি সাবেক চ্যাম্পিয়ন গ্রুপ পর্ব নয়, শেষ ষোলো থেকে বিদায় নিল।
পাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
১১ মিনিট আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
২ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
৫ ঘণ্টা আগে