Ajker Patrika

কবে ঢাকায় আসবেন হামজা

অনলাইন ডেস্ক
ঢাকায় আসছেন হামজা। ছবি: এক্স
ঢাকায় আসছেন হামজা। ছবি: এক্স

সবকিছু চূড়ান্ত হয়েছে আগেই, এখন কেবল হামজা চৌধুরীর বাংলাদেশে পা রাখার অপেক্ষা। সেই দিনক্ষণও ঠিক হয়েছে। আগামী ১৯ মার্চ ঢাকায় আসতে যাচ্ছেন তিনি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। তবে দুটি পর্বে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। প্রথম পর্ব ঢাকায় (২৮ ফেব্রুয়ারি-৪ মার্চ) ও দ্বিতীয় পর্ব সৌদি আরবে (৫-১৭ মার্চ)।

শেফিল্ড শিল্ডের হয়ে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগ খেলতে ব্যস্ত থাকা হামজা অবশ্য ক্যাম্পে অংশ নেবেন না। বাবু বলেন, ‘আমরা আশা করছি, ভারত যাত্রার আগে হামজা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। আশা করি, তিনি ১৯ মার্চ আসবেন।’

২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ মার্চ ভারতের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। এর আগে ২১ মার্চ ভারতে যাবে বাংলাদেশ দল।

এদিকে, গত ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান হামজা। কদিন আগেই লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড শিল্ডে যোগ দেন তিনি। সেখানে অভিষেকেই জেতেন ম্যাচ-সেরার পুরস্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত