Ajker Patrika

হামজাকে গোল করতে দেখে অবাক হননি কাবরেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘরের মাঠে অভিষেকেই গোল করেছেন হামজা। ছবি : ওমর ফারুক
ঘরের মাঠে অভিষেকেই গোল করেছেন হামজা। ছবি : ওমর ফারুক

কাজটা তাঁর মাঝমাঠ সামলানো। তাই গোল করার চেয়ে আক্রমণের সুর গেঁথে দিতেই বেশি দেখা যায় হামজা চৌধুরীকে। সেই তিনিই কিনা ঘরের মাঠে নিজের অভিষেক ম্যাচটি রাঙালেন গোলে।

জাতীয় স্টেডিয়ামে ৫৫ মাস পর ফিরেছে ফুটবল। সেই খরা কাটানোর ম্যাচে ভুটানকে ২–০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথম গোলটি এসেছে হামজার কাছ থেকে। ম্যাচের ষষ্ঠ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে দুর্দান্ত এক হেডে জাল কাঁপান তিনি।

হামজার এমন গোল অবাক করেনি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাকে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সেট পিস নিয়ে আমরা ম্যাচের আগে অনুশীলন করেছি। তাই হামজাকে গোল করতে দেখে অবাক হইনি। অবশ্যই হামজা প্রথমার্ধে বেশ বড় প্রভাব রেখেছে, বিশেষ করে শুরুর দিকে। এটা সত্য যে তার মতো মানের খেলোয়াড়েরা মাঠে থাকলে, দলও ভালো খেলে। তবে বাকিরাও খুব ভালো খেলেছে।’

হামজার বন্দনায় ভুটানের কোচ আতসুশি নাকামুরাও। তিনি বলেন, ‘হামজাকে আটকানো কঠিন। সে দক্ষিণ এশিয়ার খেলোয়াড়দের চেয়ে আলাদা। বিশেষ করে বাংলাদেশের বর্তমান দলটির মাঝমাঠ খুবই শক্তিশালী। আমি বলব না, এটা শুধু হামজারই কারণে, তবে স্পেশাল কারণ তো অবশ্যই দলটিতে হামজার থাকা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত