ঢাকা: প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে ইতালি। আজ ওয়েলসের বিপক্ষে ম্যাচটি ছিল এক অর্থে আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন রবার্তো মানচিনির শিষ্যরা। এবারের ইউরোতে একাদশে প্রথম সুযোগ পাওয়া মাত্তেও পেসিনার গোলে ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। এই জয়ে শীর্ষস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করার সঙ্গে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল আজ্জুরিরা।
আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও ৪-৩-৩ ছকে একাদশ সাজান মানচিনি। তবে এই ম্যাচে আগের দুই ম্যাচের একাদশের কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে কিছু পরিবর্তন আনা হয়। আক্রমণভাগে ফেডেরিকো বার্নার্দেচি, মধ্যভাগে মাত্তেও পেসিনা, রক্ষণভাগে আলেসান্দ্রো বাস্তোনিরা ছিলেন নতুন মুখ।
রোমের অলিম্পিকো স্টেডিয়ামে আগের দুই ম্যাচের মতো এ ম্যাচেও ইতালি শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ১২ মিনিটে ডিফেন্ডার বাস্তোনির ক্রস থেকে পাওয়া সুযোগ আন্দ্রেয়া বেলোত্তি ঠিকঠাক কাজে লাগাতে পারেননি। মিনিট তিনেক পর আবারও ইতালির আক্রমণ। এবার বক্সের বাইরে থেকে এমারসনের বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন ওয়েলস গোলরক্ষক ড্যানি ওয়ার্ড।
এরপর পাল্টা আক্রমণ করে ওয়েলস। ২৭ মিনিটে ড্যানিয়েল জেমসের কর্নার থেকে ক্রস ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি ক্রিস গান্টার। ওয়েলস অবশ্য নিজেদের ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। এরই মধ্যে ইতালি গোল উৎসবে মেতে ওঠে। ৩৯ মিনিটে সেট পিস থেকে মার্কো ভেরাত্তির ক্রস ডান পায়ের আলতো ছোঁয়ায় ওয়েলসের জালে জড়ান মিডফিল্ডার পেসিনা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে শেষ করে আজ্জুরিরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইতালি। ৫৫ মিনিটে জর্জিনিওর সহায়তায় বেলোত্তি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ১ মিনিট পরে ওয়েলস দল হয়ে যায় ১০ জনের। ইতালিয়ান স্ট্রাইকার বার্নার্দেচিকে ফাউল করায় রেফারি লাল কার্ড দেখান ওয়েলশ ডিফেন্ডার ইথান আমপাদুকে।
১০ জনের ওয়েলশকে পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি ইতালি। ৫৮ ও ৬৫ মিনিটে ইতালিকে দুবার হতাশ করেছেন ওয়ার্ড। বেশ কিছু সহজ সুযোগ নষ্টও করে ইতালি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোয় পৌঁছায় আজ্জুরিরা।
ঢাকা: প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে ইতালি। আজ ওয়েলসের বিপক্ষে ম্যাচটি ছিল এক অর্থে আনুষ্ঠানিকতার। তবে এই ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন রবার্তো মানচিনির শিষ্যরা। এবারের ইউরোতে একাদশে প্রথম সুযোগ পাওয়া মাত্তেও পেসিনার গোলে ওয়েলসকে ১-০ গোলে হারিয়েছে ইতালি। এই জয়ে শীর্ষস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করার সঙ্গে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল আজ্জুরিরা।
আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও ৪-৩-৩ ছকে একাদশ সাজান মানচিনি। তবে এই ম্যাচে আগের দুই ম্যাচের একাদশের কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে কিছু পরিবর্তন আনা হয়। আক্রমণভাগে ফেডেরিকো বার্নার্দেচি, মধ্যভাগে মাত্তেও পেসিনা, রক্ষণভাগে আলেসান্দ্রো বাস্তোনিরা ছিলেন নতুন মুখ।
রোমের অলিম্পিকো স্টেডিয়ামে আগের দুই ম্যাচের মতো এ ম্যাচেও ইতালি শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ১২ মিনিটে ডিফেন্ডার বাস্তোনির ক্রস থেকে পাওয়া সুযোগ আন্দ্রেয়া বেলোত্তি ঠিকঠাক কাজে লাগাতে পারেননি। মিনিট তিনেক পর আবারও ইতালির আক্রমণ। এবার বক্সের বাইরে থেকে এমারসনের বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন ওয়েলস গোলরক্ষক ড্যানি ওয়ার্ড।
এরপর পাল্টা আক্রমণ করে ওয়েলস। ২৭ মিনিটে ড্যানিয়েল জেমসের কর্নার থেকে ক্রস ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি ক্রিস গান্টার। ওয়েলস অবশ্য নিজেদের ছন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। এরই মধ্যে ইতালি গোল উৎসবে মেতে ওঠে। ৩৯ মিনিটে সেট পিস থেকে মার্কো ভেরাত্তির ক্রস ডান পায়ের আলতো ছোঁয়ায় ওয়েলসের জালে জড়ান মিডফিল্ডার পেসিনা। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে শেষ করে আজ্জুরিরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইতালি। ৫৫ মিনিটে জর্জিনিওর সহায়তায় বেলোত্তি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ১ মিনিট পরে ওয়েলস দল হয়ে যায় ১০ জনের। ইতালিয়ান স্ট্রাইকার বার্নার্দেচিকে ফাউল করায় রেফারি লাল কার্ড দেখান ওয়েলশ ডিফেন্ডার ইথান আমপাদুকে।
১০ জনের ওয়েলশকে পেয়েও সেটি কাজে লাগাতে পারেনি ইতালি। ৫৮ ও ৬৫ মিনিটে ইতালিকে দুবার হতাশ করেছেন ওয়ার্ড। বেশ কিছু সহজ সুযোগ নষ্টও করে ইতালি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোয় পৌঁছায় আজ্জুরিরা।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
২ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৩ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৩ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৩ ঘণ্টা আগে