ঘুরে দাঁড়ানোর মন্ত্র রিয়াল মাদ্রিদের যেন ভালোই জানা। ভিয়ারিয়ালের বিপক্ষে লা-লিগায় হারার পর টানা দুই ম্যাচে জয় পেয়েছে রিয়াল। লা-লিগায় গতকাল কাদিজকে হারিয়েছে ২-০ গোলে। এই ম্যাচে শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট কার্লো আনচেলত্তি।
নুভো মেরান্দিল্লা স্টেডিয়ামে গতকাল কাদিজের বিপক্ষে খেলেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া এই ম্যাচে গোলের দেখা মেলে ৭২ মিনিটে। অরিলিয়ে চুয়ামেনির অ্যাসিস্টে গোল করেন নাচো। আর ৭৬ মিনিটে ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্টে গোল করেন মার্কো আসেনসিও। ২-০ গোলের জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৭২ আর রিয়ালের হয়েছে ৬২ পয়েন্ট। এই ম্যাচে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে খেলেছে রিয়াল। ৭০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ১১টি। শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি বলেন, ‘দল যেভাবে খেলেছে, তাতে আমি সন্তুষ্ট। মৌসুমের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এটা দারুণ পারফরম্যান্স। খেলোয়াড়েরা যে মানসিকতা নিয়ে খেলেছে, সত্যিই অসাধারণ।’
আগামী মঙ্গলবার স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের দল নির্বাচন নিয়ে যেন একটু দ্বিধায় আনচেলত্তি, ‘এই ম্যাচগুলো আমাকে বেশ দ্বিধায় ফেলে দিয়েছে। কারণ অনেক খেলোয়াড়ই ভালো খেলেছে। চুয়ামেনি, আসেনসিও, সেবায়োস, করিম সবাই ভালো খেলেছে। একটু দ্বিধা রয়েছে আমাদের, কিন্তু বেঞ্চে এত অপশন থাকায় খুশি।’
ঘুরে দাঁড়ানোর মন্ত্র রিয়াল মাদ্রিদের যেন ভালোই জানা। ভিয়ারিয়ালের বিপক্ষে লা-লিগায় হারার পর টানা দুই ম্যাচে জয় পেয়েছে রিয়াল। লা-লিগায় গতকাল কাদিজকে হারিয়েছে ২-০ গোলে। এই ম্যাচে শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট কার্লো আনচেলত্তি।
নুভো মেরান্দিল্লা স্টেডিয়ামে গতকাল কাদিজের বিপক্ষে খেলেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া এই ম্যাচে গোলের দেখা মেলে ৭২ মিনিটে। অরিলিয়ে চুয়ামেনির অ্যাসিস্টে গোল করেন নাচো। আর ৭৬ মিনিটে ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্টে গোল করেন মার্কো আসেনসিও। ২-০ গোলের জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৭২ আর রিয়ালের হয়েছে ৬২ পয়েন্ট। এই ম্যাচে প্রতিপক্ষের ওপর দাপট দেখিয়ে খেলেছে রিয়াল। ৭০ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ১১টি। শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট আনচেলত্তি বলেন, ‘দল যেভাবে খেলেছে, তাতে আমি সন্তুষ্ট। মৌসুমের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এটা দারুণ পারফরম্যান্স। খেলোয়াড়েরা যে মানসিকতা নিয়ে খেলেছে, সত্যিই অসাধারণ।’
আগামী মঙ্গলবার স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের দল নির্বাচন নিয়ে যেন একটু দ্বিধায় আনচেলত্তি, ‘এই ম্যাচগুলো আমাকে বেশ দ্বিধায় ফেলে দিয়েছে। কারণ অনেক খেলোয়াড়ই ভালো খেলেছে। চুয়ামেনি, আসেনসিও, সেবায়োস, করিম সবাই ভালো খেলেছে। একটু দ্বিধা রয়েছে আমাদের, কিন্তু বেঞ্চে এত অপশন থাকায় খুশি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের তিন মাসও পূর্ণ হয়নি। এই আড়াই মাসেই দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আনতে নতুন অনেক উদ্যোগ নিয়েছেন তিনি। এর মধ্যে আছে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিয়ে চালানো জরিপ।
৩৩ মিনিট আগেশেফিল্ড ওয়েডনেজদের বিপক্ষে ১০ আগস্ট খেলেননি হামজা চৌধুরী। চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচে তাঁর দল লেস্টার সিটি হেরেছিল ২-১ গোলে। হাডার্সফিল্ড টাউনের ঘরের মাঠ জন স্মিথস স্টেডিয়ামে গত রাতে হামজা খেলেছেন শুরুর একাদশেই।
১ ঘণ্টা আগেশিরোপা নির্ধারণী ম্যাচ যদি রোমাঞ্চ না ছড়ায় তাহলে সেই ম্যাচ নিয়ে মজাই বা কী থাকে! উদিনেসের ব্লু এনার্জি স্টেডিয়ামে গত রাতে সুপার কাপের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-টটেনহাম ফাইনালটা ছিল রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০২৫ সুপার কাপের শিরোপা জিতল পিএসজি।
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন আগামী সোমবার। এবার ঢাকায় ফিরে তাঁর মূল কাজ হবে হাতে থাকা সময়ের মধ্যে নিজের উদ্যোগগুলো পরিপূর্ণ বাস্তবায়ন করা।
২ ঘণ্টা আগে