এমিলিয়ানো মার্তিনেজ আর্জেন্টিনার ‘বাজপাখি’ হয়ে ওঠার আগ পর্যন্ত সার্জিও রোমেরো ছিলেন লা আলবিসেলেস্তেদের গোলপোস্টের অতন্দ্র প্রহরী। তবে হাঁটুর চোটে দীর্ঘদিন নিজের সেরা ফর্মে ছিলেন না ৩৬ বছর বয়সী তারকা। অবশেষে পুরোনো দিনের কথা আবারও মনে করিয়ে দিলেন তিনি। হয়ে উঠলেন বাজপাখি। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের বিপক্ষে পেনাল্টি শুটআউটে দুর্দান্ত নৈপুণ্যে বোকা জুনিয়র্সকে এনে দিয়েছেন কোপা লিবার্তোদোরেসের ফাইনালের টিকিট।
দুই দলের প্রথম সেমিফাইনাল ছিল গোলশূন্য। আজ সাও পাওলোতে দ্বিতীয় সেমিফাইনালে ২৩ মিনিটে এডিনসন কাভানির গোলে এগিয়ে যায় বোকা জুনিয়র্স। তবে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়ে আর্জেন্টাইন জায়ান্টরা। ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস রোহো। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭৩ মিনিটে হোয়াকিন পিকারেজ সমতায় ফেরান পালমেইরাসকে। বাকি সময় আর গোলের দেখা পায়নি দুই দল।
টাইব্রেকারে গড়ানো ম্যাচটি বোকা জিতেছে ৪-২ ব্যবধানে। দুর্দান্ত দুটি সেভ দেন রোমেরো। দুই দল প্রথম দুই শট মিস করে। তবে পরেরটিতে পালেমইরাস মিস করলেও বোকা সেই ভুল করেনি। পেনাল্টিতে টানা তিন গোল করে নিশ্চিত করে ফাইনাল। ৪ নভেম্বর ফাইনালে বোকা মুখোমুখি হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের।
রেকর্ড সাতবার কোপা লিবার্তোদোরেসের শিরোপা জিতেছে ইন্দিপেন্দিয়েন্তে। রিও ডি জেনেইরোয় ফ্লুমিনেন্সের ঘরের মাঠ মারাকানায় শিরোপা জিততে সেই রেকর্ডে ভাগ বসাবে বোকা। ক্যারিয়ারের সায়াহ্নে এসে ঘরের ক্লাবকে ফাইনাল তুলে খুশি রোমেরো। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক ম্যাচ শেষে বলেছেন, ‘আমার বয়স এখন ৩৬। এটা এমন এক বয়স যখন আমার মজার করার সময়। আমার জন্য পেনাল্টিও মজা করার।’
বোকা সেমিফাইনালে উঠেছিল আগের দুই রাউন্ডে টাইব্রেকারে জিতে। হারিয়েছিল স্বদেশি রেসিং ক্লাব ও উরুগুয়ের ন্যাসিওনালকে। প্রথমবার কোপা লিবার্তোদোরেসের স্বপ্ন দেখছে ফ্লুমিনেন্সও। গত বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে তারা ২-১ গোলে হারিয়েছিল ইন্টারন্যাসিওনালকে।
এমিলিয়ানো মার্তিনেজ আর্জেন্টিনার ‘বাজপাখি’ হয়ে ওঠার আগ পর্যন্ত সার্জিও রোমেরো ছিলেন লা আলবিসেলেস্তেদের গোলপোস্টের অতন্দ্র প্রহরী। তবে হাঁটুর চোটে দীর্ঘদিন নিজের সেরা ফর্মে ছিলেন না ৩৬ বছর বয়সী তারকা। অবশেষে পুরোনো দিনের কথা আবারও মনে করিয়ে দিলেন তিনি। হয়ে উঠলেন বাজপাখি। ব্রাজিলের ক্লাব পালমেইরাসের বিপক্ষে পেনাল্টি শুটআউটে দুর্দান্ত নৈপুণ্যে বোকা জুনিয়র্সকে এনে দিয়েছেন কোপা লিবার্তোদোরেসের ফাইনালের টিকিট।
দুই দলের প্রথম সেমিফাইনাল ছিল গোলশূন্য। আজ সাও পাওলোতে দ্বিতীয় সেমিফাইনালে ২৩ মিনিটে এডিনসন কাভানির গোলে এগিয়ে যায় বোকা জুনিয়র্স। তবে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়ে আর্জেন্টাইন জায়ান্টরা। ৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস রোহো। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭৩ মিনিটে হোয়াকিন পিকারেজ সমতায় ফেরান পালমেইরাসকে। বাকি সময় আর গোলের দেখা পায়নি দুই দল।
টাইব্রেকারে গড়ানো ম্যাচটি বোকা জিতেছে ৪-২ ব্যবধানে। দুর্দান্ত দুটি সেভ দেন রোমেরো। দুই দল প্রথম দুই শট মিস করে। তবে পরেরটিতে পালেমইরাস মিস করলেও বোকা সেই ভুল করেনি। পেনাল্টিতে টানা তিন গোল করে নিশ্চিত করে ফাইনাল। ৪ নভেম্বর ফাইনালে বোকা মুখোমুখি হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের।
রেকর্ড সাতবার কোপা লিবার্তোদোরেসের শিরোপা জিতেছে ইন্দিপেন্দিয়েন্তে। রিও ডি জেনেইরোয় ফ্লুমিনেন্সের ঘরের মাঠ মারাকানায় শিরোপা জিততে সেই রেকর্ডে ভাগ বসাবে বোকা। ক্যারিয়ারের সায়াহ্নে এসে ঘরের ক্লাবকে ফাইনাল তুলে খুশি রোমেরো। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক ম্যাচ শেষে বলেছেন, ‘আমার বয়স এখন ৩৬। এটা এমন এক বয়স যখন আমার মজার করার সময়। আমার জন্য পেনাল্টিও মজা করার।’
বোকা সেমিফাইনালে উঠেছিল আগের দুই রাউন্ডে টাইব্রেকারে জিতে। হারিয়েছিল স্বদেশি রেসিং ক্লাব ও উরুগুয়ের ন্যাসিওনালকে। প্রথমবার কোপা লিবার্তোদোরেসের স্বপ্ন দেখছে ফ্লুমিনেন্সও। গত বুধবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে তারা ২-১ গোলে হারিয়েছিল ইন্টারন্যাসিওনালকে।
শেষ মুহূর্তে পাকিস্তানের সরে দাঁড়ানোয় এশিয়া কাপ হকি খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেরা পাঁচে থাকলে জায়গা করে নিত বিশ্বকাপ বাছাইয়ে। গত মাসে ভারতের বিহারে অনুষ্ঠিত টুর্নামেন্টে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হন রেজাউল-আশরাফুলরা। সুযোগ অবশ্য হারিয়ে যায়নি।
৪ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ের দেখা পেল ঢাকা। সবশেষ ম্যাচে আজ রাজশাহীকে ২৮ রানে হারিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন অ্যান্ড কোং। বৃষ্টির কারণে ঢাকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর মাঠে নামা ৩ ম্যাচেই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ল রাজধানীপাড়ার দলটি।
৮ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এজন্য তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামে ভারত। এই তারকা অলরাউন্ডারের ফেরা নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে দলটির। অর্থাৎ অক্টোবর–নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে হার্দিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১০ ঘণ্টা আগেপাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে