Ajker Patrika

ক্লাব বিশ্বকাপেই অন্যরকম এক চমক দেখাচ্ছে ফিফা

ক্রীড়া ডেস্ক    
এবারের ক্লাব বিশ্বকাপে রেফারি বডি ক্যামেরা ব্যবহার করবেন বলে জানা গেছে। ছবি: সংগৃহীত
এবারের ক্লাব বিশ্বকাপে রেফারি বডি ক্যামেরা ব্যবহার করবেন বলে জানা গেছে। ছবি: সংগৃহীত

প্রযুক্তির উৎকর্ষের ছোঁয়া লেগেছে প্রায় সবখানেই। খেলাধুলাতেও দেখা যায় হরেক রকমের প্রযুক্তির খেল। ফিফা এবার ভিন্ন রকম এক চমক দেখাতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপে। নতুন এই প্রযুক্তির সাহায্যে রেফারির চোখেই দেখা যাবে ফিফা ক্লাব বিশ্বকাপ।

ক্লাব বিশ্বকাপে রেফারিদের শরীরে থাকবে ভিডিও ক্যামেরা। এই বডি ক্যামের মাধ্যমে মাঠের অনেক কিছু পুঙ্খানুপুঙ্খরূপে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। ফিফা গতকাল এই তথ্য জানিয়েছে। টেলিভিশন, অনলাইনে দর্শকেরা যাতে ভালো করে খেলা দেখতে পারেন, সেজন্য বডি ক্যাম আনা হচ্ছে বলে জানিয়েছেন ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা। ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমাদের মতে দর্শকেরা খেলা দেখার নতুন অভিজ্ঞতা পাবেন। এমন কিছু অ্যাঙ্গেলের ছবি তাঁরা দেখবেন যেটা আগে কখনো দেখার সুযোগ হয়নি তাঁদের। রেফারিদের প্রশিক্ষণেও এটা দরকার হবে। তাঁরা কীভাবে কাজ করেন সেটাও বোঝা যাবে। কী দেখছেন রেফারি, এটাও অনেক গুরুত্বপূর্ণ।’

রেফারিদের বডি ক্যামেরা তো আছেই। ক্লাব বিশ্বকাপে আরও একটি পরিবর্তন ফিফা নিয়ে আসছে। ক্লাব বিশ্বকাপে গোলরক্ষকরা ৮ সেকেন্ডের বেশি বল ধরে রাখলে প্রতিপক্ষ দল কর্নার পাবে। বর্তমানে এই নিয়মের অধীনে প্রতিপক্ষকে পরোক্ষভাবে ফ্রিকিক দেওয়া হয়।

প্রযুক্তিগত পরিবর্তনের কথা বলার পাশাপাশি ফিফা গতকাল ক্লাব বিশ্বকাপের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে সব মিলিয়ে ১১৭ ম্যাচ কর্মকর্তার নাম জানিয়েছে ফিফা। তাঁদের মধ্যে আছেন ৩৫ রেফারি, ৫৮ সহকারী রেফারি ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) আছেন ২৪ জন। এই ১১৭ ম্যাচ কর্মকর্তা ৪১ দেশ থেকে আছেন।

এবারের ক্লাব বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২ দল। এই ৩২ দল এসেছে ৬ ফেডারেশন থেকে। ১৪ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ২০২৩ সালে সবশেষ অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে আল আহলিকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। সেবার টুর্নামেন্টে অংশ নিয়েছিল সাত দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত