Ajker Patrika

মেসি নিঃস্বার্থ একজন খেলোয়াড়, বলছেন গালতিয়ের

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১২: ৪১
মেসি নিঃস্বার্থ একজন খেলোয়াড়, বলছেন গালতিয়ের

লিওনেল মেসি জাতীয় দলের ছন্দটাই নিয়ে এসেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। জাতীয় দলের হয়ে সর্বশেষ দুই ম্যাচে টানা জোড়া গোল করে জিতিয়েছেন আর্জেন্টিনাকে। এবার আন্তর্জাতিক বিরতির পর লিগে পিএসজির হয়েও গোল পেয়েছেন তিনি। তাঁর ও কিলিয়ান এমবাপ্পের গোলে নিসের বিপক্ষে ২-১-এ জয় পেয়েছে পিএসজি। মেসির খেলায় মুগ্ধ হয়েছেন কোচ ক্রিস্টোফ গালতিয়ের। আর্জেন্টাইন জাদুকরকে নিঃস্বার্থ খেলোয়াড় বলেছেন তিনি।

আন্তর্জাতিক বিরতির পর সাবেক ক্লাব নিসের বিপক্ষে লিগে প্রথমবারের মতো খেলতে নামেন গালতিয়েরের শিষ্যরা। সাবেক ক্লাবের বিপক্ষে জয়ের ম্যাচে মেসির খেলায় মুগ্ধ হয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘প্রতি সকালে তাকে অনুশীলনে দেখে আমার অবিশ্বাস্য এক আনন্দ হয়। সে একজন ভালো আত্মার মানুষ, খুব প্রাণবন্তও। সে নিঃস্বার্থ একজন খেলোয়াড়। সে খেলাটাকে প্রাণবন্ত রাখে এবং সব সময় গোল করতে অভ্যস্ত। সে আবারও গোল করা শুরু করেছে। সে কি আবার বিশ্বের সেরা ফুটবলার হবে? হ্যাঁ, যদি সে এই মৌসুমে অবিশ্বাস্য ছন্দটি ধরে রাখতে পারে। সে ভালোভাবে প্রস্তুত ও খুশি। আর যখন সে খুশিতে থাকে, সে ভালো পারফরম্যান্স করে।’

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ২৯ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন মেসি। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর দুর্দান্ত ফ্রিকিকটি আটকানোর সাধ্য ছিল না নিসের গোলকিপার ক্যাসপার স্মাইকেলের। তবে বিরতির পরেই ৪৭ মিনিটে গোলটি শোধ দেন গ্যাতেন লেবোর্দে। ম্যাচে জয় পেতে গালতিয়ের ৫৯ মিনিটে এমবাপ্পেকে মাঠে নামান। ফরাসি স্ট্রাইকার মাঠে নামার পরেই পিএসজির খেলার গতি বাড়তে থাকে। খেলার গতি বাড়লেও মেসি-নেইমার-এমবাপ্পেদের সব চেষ্টা ব্যর্থ করে দিতে থাকেন গোলকিপার স্মাইকেল। তবে ম্যাচের শেষ দিকে ৮৩ মিনিটে এমবাপ্পের জয়সূচক গোলটি আটকাতে ব্যর্থ হন তিনি। বক্সের ভেতরে পাওয়া নর্দি মুকেলের পাস থেকে ঠান্ডা মাথায় গোল করেন এমবাপ্পে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

একটি খনি ঘিরে সমৃদ্ধির স্বপ্ন দেখছে পাকিস্তান, কিন্তু চাবিকাঠি চীনের কাছে

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত