Ajker Patrika

চুমু দেওয়ায় রুবিয়ালেসের বিরুদ্ধে হারমোসোর মামলা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২০: ৪৩
চুমু দেওয়ায় রুবিয়ালেসের বিরুদ্ধে হারমোসোর মামলা

চুমু-কাণ্ডে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে গত মঙ্গলবার আইনি অভিযোগ দায়ের করেছেন জেনি হারমোসো। আজ খবরটি নিশ্চিত করেছে বিবিসি। এই অভিযোগের অর্থ হলো, ৪৬ বছর বয়সী সভাপতি ফৌজদারি মামলার মুখোমুখি হতে পারেন। 

গত মাসে সিডনিতে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার নারী বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে স্প্যানিশ ফরোয়ার্ড হারমোসোকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খান রুবিয়ালেস। মুহূর্তে এই দৃশ্যটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন ৪৬ বছর বয়সী সভাপতি। 

এ ঘটনায় হারমোসো জানান, সম্মতি ছাড়াই এই কাণ্ড করেছেন রুবিয়ালেস। তবে স্পেন ফুটবলের সভাপতি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। পদত্যাগের জোর দাবির মুখে নিজেকে নির্দোষ দাবি করলেও পার পাননি তিনি। রুবিয়ালেসকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা। 

হারমোসোর অসম্মতিতে চুমু খাওয়ায় তিনি কোনো যৌন নির্যাতনের শিকার হয়েছেন কি না—এ নিয়ে গত ২৯ আগস্ট স্প্যানিশ প্রসিকিউটররা প্রাথমিক তদন্ত শুরু করেন রুবিয়ালেসের বিরুদ্ধে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত