নেশনস লিগ
ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলে এখন ম্যাচের মেলা। ফিফা বিশ্বকাপের বাছাইয়ে এএফসি, কনমেবল এবং কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (ক্যাফ) লড়াইয়ের মধ্যেই শুরু হচ্ছে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই। নেশনস লিগের শেষ আটের প্রথম লেগে আজ মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও জার্মানি। আরও দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স খেলবে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।
ব্রাজিলের (৫) পর সবচেয়ে বেশি ৪ বার করে ফিফা বিশ্বকাপ জিতেছে ইতালি ও জার্মানি। তাই এই লড়াইটিকেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ধরা হচ্ছে। মিলানের স্যান সিরোতে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচ দেখা যাবে সনি টেন ৫ চ্যানেলে।
জার্মানির বিপক্ষে লড়াইয়ে নামার আগে দুসংবাদ শুনেছে ইতালি। উরুতে চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না মাতেও রেতেগুইয়ের। শুধু প্রথম লেগেই নয়, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেও খেলা হচ্ছে না দারুণ ফর্মে থাকা আতালান্তার এই স্ট্রাইকারের। এই মৌসুমে ২২ গোল করে সিরি আ’র শীর্ষে রয়েছেন রেতেগুই। তাই তাঁকে না পাওয়াটা ইতালির জন্য বড় একটা ধাক্কাই। জার্মানির বিপক্ষে লড়াইয়ে ইতালির দলের কোচ লুসিয়ানো স্পেলেত্তি বলছেন, ‘কিছুটা চাপে রয়েছি আমি, তবে খুব বেশি চিন্তিত নই।’
এ পর্যন্ত দুই দল ৩৭ বার পরস্পরের বিপক্ষে খেলেছে। বেশি ১৫টি মাচ জিতেছে ইতালি। জার্মানরা জিতেছে ৯ বার। বাকি ১৩টি ম্যাচ হয়েছে ড্র। আজ কি জিততে পারবে ইতালি। অবশ্য সর্বশেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত ইতালি। এই পাঁচ ম্যাচের একটিতে ড্র, বাকি চারটিতে জিতেছে তারা।
জার্মানিও শেষ পাঁচ ম্যাচে অপরাজিত। তারাও এই পাঁচ ম্যাচের একটিতে ড্র করেছে, জিতেছে বাকি ৪ টিতে। আজকের ম্যাচ নিয়ে জার্মান দলের কোচ হুলিয়ান নাগেলসম্যান বললেন, ‘যদিও দলে কয়েকজন অনুপস্থিত, তারপরও আমরা ভালো একটা দল। ইতালির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দুটি (কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ধরে) অবশ্যই আমাদের ইতিবাচকভাবে খেলা উচিত।’
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ হবে ২৩ মার্চ জার্মানির ডর্টমুন্ডে।
আন্তর্জাতিক ফুটবলে এখন ম্যাচের মেলা। ফিফা বিশ্বকাপের বাছাইয়ে এএফসি, কনমেবল এবং কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (ক্যাফ) লড়াইয়ের মধ্যেই শুরু হচ্ছে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই। নেশনস লিগের শেষ আটের প্রথম লেগে আজ মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও জার্মানি। আরও দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স খেলবে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।
ব্রাজিলের (৫) পর সবচেয়ে বেশি ৪ বার করে ফিফা বিশ্বকাপ জিতেছে ইতালি ও জার্মানি। তাই এই লড়াইটিকেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় লড়াই ধরা হচ্ছে। মিলানের স্যান সিরোতে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচ দেখা যাবে সনি টেন ৫ চ্যানেলে।
জার্মানির বিপক্ষে লড়াইয়ে নামার আগে দুসংবাদ শুনেছে ইতালি। উরুতে চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না মাতেও রেতেগুইয়ের। শুধু প্রথম লেগেই নয়, কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগেও খেলা হচ্ছে না দারুণ ফর্মে থাকা আতালান্তার এই স্ট্রাইকারের। এই মৌসুমে ২২ গোল করে সিরি আ’র শীর্ষে রয়েছেন রেতেগুই। তাই তাঁকে না পাওয়াটা ইতালির জন্য বড় একটা ধাক্কাই। জার্মানির বিপক্ষে লড়াইয়ে ইতালির দলের কোচ লুসিয়ানো স্পেলেত্তি বলছেন, ‘কিছুটা চাপে রয়েছি আমি, তবে খুব বেশি চিন্তিত নই।’
এ পর্যন্ত দুই দল ৩৭ বার পরস্পরের বিপক্ষে খেলেছে। বেশি ১৫টি মাচ জিতেছে ইতালি। জার্মানরা জিতেছে ৯ বার। বাকি ১৩টি ম্যাচ হয়েছে ড্র। আজ কি জিততে পারবে ইতালি। অবশ্য সর্বশেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত ইতালি। এই পাঁচ ম্যাচের একটিতে ড্র, বাকি চারটিতে জিতেছে তারা।
জার্মানিও শেষ পাঁচ ম্যাচে অপরাজিত। তারাও এই পাঁচ ম্যাচের একটিতে ড্র করেছে, জিতেছে বাকি ৪ টিতে। আজকের ম্যাচ নিয়ে জার্মান দলের কোচ হুলিয়ান নাগেলসম্যান বললেন, ‘যদিও দলে কয়েকজন অনুপস্থিত, তারপরও আমরা ভালো একটা দল। ইতালির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দুটি (কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ ধরে) অবশ্যই আমাদের ইতিবাচকভাবে খেলা উচিত।’
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ হবে ২৩ মার্চ জার্মানির ডর্টমুন্ডে।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে