রুডি গার্সিয়া এ বছরের এপ্রিলে বরখাস্ত হওয়ার পর কোচশূন্য হয়ে পড়ে আল নাসর। শোনা যাচ্ছে, এবার সৌদি ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন ক্রোয়েশিয়ান এক কোচ। কাস্ত্রো। ক্রিস্টিয়ানো রোনালদোর পছন্দেই নতুন কোচ আসার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
গার্সিয়া বরখাস্ত হওয়ার সঙ্গেও রোনালদোর জড়িত থাকার কথা শোনা গেছে। সংবাদমাধ্যমে তখন জানানো হয়েছিল, পর্তুগিজ তারকা ফুটবলারের সঙ্গে সম্পর্কের তিক্ততাই গার্সিয়ার ছাঁটাই হওয়ার কারণ। গার্সিয়ার পর ডিনকো জেলিসিচ অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন। আর সূত্রের মাধ্যমে এবার ইএসপিএন জানিয়েছে, পূর্ণ মেয়াদে আল নাসরের কোচ হবেন লুইস কাস্ত্রো। কাস্ত্রোকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাবটি। আল নাসরের কোচ হওয়ার জন্য কাস্ত্রোকে রাজি করাতে নিজে যোগাযোগ করেছেন রোনালদো। কাস্ত্রো এখন আছেন ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর দায়িত্বে। এ বছরের শেষেই কাস্ত্রোর সঙ্গে ব্রাজিলিয়ান ক্লাবটির চুক্তি শেষ হবে। বোতাফোগোকে রিলিজ ক্লজ হিসেবে ২৩ লাখ ইউরো (বাংলাদেশি ২৭ কোটি ১৬ লাখ টাকা) দেবে আল নাসর। সৌদি ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করবেন কাস্ত্রো, একই সঙ্গে এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগও থাকছে। তবে কাস্ত্রোর আল নাসরের কোচ হওয়ার ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০২২-২৩ মৌসুমে আল নাসরে যোগ দেন রোনালদো। ক্লাবটির হয়ে ট্রেবল জয়ের সম্ভাবনা ছিল তাঁর। তবে সৌদি ক্লাবের হয়ে প্রথম মৌসুমে কিছুই জেতা হয়নি রোনালদোর। সৌদি সুপার কাপ, কিং কাপ—এ দুই টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নেয় আল নাসর। আর সৌদি প্রো লিগে দুইয়ে থেকে মৌসুম শেষ করেছেন রোনালদোরা।
রুডি গার্সিয়া এ বছরের এপ্রিলে বরখাস্ত হওয়ার পর কোচশূন্য হয়ে পড়ে আল নাসর। শোনা যাচ্ছে, এবার সৌদি ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব নিতে পারেন ক্রোয়েশিয়ান এক কোচ। কাস্ত্রো। ক্রিস্টিয়ানো রোনালদোর পছন্দেই নতুন কোচ আসার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
গার্সিয়া বরখাস্ত হওয়ার সঙ্গেও রোনালদোর জড়িত থাকার কথা শোনা গেছে। সংবাদমাধ্যমে তখন জানানো হয়েছিল, পর্তুগিজ তারকা ফুটবলারের সঙ্গে সম্পর্কের তিক্ততাই গার্সিয়ার ছাঁটাই হওয়ার কারণ। গার্সিয়ার পর ডিনকো জেলিসিচ অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন। আর সূত্রের মাধ্যমে এবার ইএসপিএন জানিয়েছে, পূর্ণ মেয়াদে আল নাসরের কোচ হবেন লুইস কাস্ত্রো। কাস্ত্রোকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাবটি। আল নাসরের কোচ হওয়ার জন্য কাস্ত্রোকে রাজি করাতে নিজে যোগাযোগ করেছেন রোনালদো। কাস্ত্রো এখন আছেন ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর দায়িত্বে। এ বছরের শেষেই কাস্ত্রোর সঙ্গে ব্রাজিলিয়ান ক্লাবটির চুক্তি শেষ হবে। বোতাফোগোকে রিলিজ ক্লজ হিসেবে ২৩ লাখ ইউরো (বাংলাদেশি ২৭ কোটি ১৬ লাখ টাকা) দেবে আল নাসর। সৌদি ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করবেন কাস্ত্রো, একই সঙ্গে এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগও থাকছে। তবে কাস্ত্রোর আল নাসরের কোচ হওয়ার ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
২০২২-২৩ মৌসুমে আল নাসরে যোগ দেন রোনালদো। ক্লাবটির হয়ে ট্রেবল জয়ের সম্ভাবনা ছিল তাঁর। তবে সৌদি ক্লাবের হয়ে প্রথম মৌসুমে কিছুই জেতা হয়নি রোনালদোর। সৌদি সুপার কাপ, কিং কাপ—এ দুই টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নেয় আল নাসর। আর সৌদি প্রো লিগে দুইয়ে থেকে মৌসুম শেষ করেছেন রোনালদোরা।
খেলোয়াড়দের মাঠে মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও পর্যন্ত ঘটে। আর এসব ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময়ও লাগে না।
৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগে