নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যেভাবে আক্রমণ শুরু করেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, তাতে মনে হচ্ছিল আবারও না পয়েন্ট হারায় আবাহনী! শেষ পর্যন্ত তা হয়নি, বলা ভালো হতে দেননি ডোরিয়েলটন গোমেজ। মাত্র ছয় মিনিটে হ্যাটট্রিক করে থামিয়ে দিয়েছেন রহমতগঞ্জের যত দৌড়ঝাঁপ।
৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে এমন এক ঝড়ই তুলেছেন ডোরিয়েলটন, তাতেই শেষ হয়েছে রহমতগঞ্জের আশা। ছয় মিনিটের মধ্যে করা তাঁর তিন গোলেই ৩-০ গোলে জয় পেয়েছে আবাহনী। এবারের লিগে এটিই প্রথম হ্যাটট্রিক।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রথম ২৫ মিনিট খেলাটাকে বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণে রেখেছিল ফেডারেশন কাপের রানার্সআপ রহমতগঞ্জ। শুধু ফিনিশিংয়ের অভাবটাই ভোগালো দলটাকে। ২১ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে তাজিক ডিফেন্ডার সিয়োভুজ আসরোরভের ফ্রি-কিক ঠেকিয়ে দেন আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ২৯ মিনিটে আরও ভালো সুযোগ নষ্ট করেন ঘানাইয়ান ফিলিপ আজাহ। আবাহনী গোলরক্ষক সোহেলকে একা পেয়ে যে চিপ করেছিলেন তা জালে না জড়িয়ে চলে যায় বাইরে।
গোলের জন্য যখন এভাবে আক্রমণ শানাচ্ছে রহমতগঞ্জ, তখনই পুরো চিত্রটা পাল্টে দিলেন ডোরিয়েলটন। ৪০ মিনিটে কোস্টারিকান সতীর্থ দানিয়েল কলিন্দ্রেসের কর্নারে হেডে আবাহনীরই সাবেক ডিফেন্ডার ওয়ালি ফয়সালের পায়ের ফাঁক দিয়ে বল পোস্টে ঢুকিয়ে আবাহনীকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান।
তিন মিনিট পরেই আবারও ডোরিয়েলটনের লক্ষ্যভেদ। গোলের কারিগর আবারও কলিন্দ্রেস। ৪৩ মিনিটে মাঝ মাঠ ঠেকে সতীর্থের কাছ থেকে পাওয়া বল কলিন্দ্রেস বাড়িয়ে দেন ডোরিলেটনকে। বল পেয়ে শুধু ঠান্ডা মাথায় বল জালে জড়ানোই কাজ ছিল, এবং সেটাই করেছেন এই ফরোয়ার্ড।
তিন মিনিটে দুই গোল পেয়ে হ্যাটট্রিকের নেশা যেন পেয়ে বসলো ডোরিয়েলটনকে। প্রথমার্ধের যোগ করা সময়ে নুরুল নাইয়ুম ফয়সালের বাড়ানো পাস অফসাইড ফাঁদ ভেঙে এগিয়ে একা পেয়ে যান রহমতগঞ্জ গোলরক্ষক তুষারকে। নিজের জায়গা ছেড়ে বের হয়ে এসেছিলেন তুষার কিন্তু ডোরিয়েলটনকে আটকাতে পারেননি। তাতেই হয়ে গেল হ্যাটট্রিক। আর এই তিন গোলেই দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় আবাহনী।
যেভাবে আক্রমণ শুরু করেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, তাতে মনে হচ্ছিল আবারও না পয়েন্ট হারায় আবাহনী! শেষ পর্যন্ত তা হয়নি, বলা ভালো হতে দেননি ডোরিয়েলটন গোমেজ। মাত্র ছয় মিনিটে হ্যাটট্রিক করে থামিয়ে দিয়েছেন রহমতগঞ্জের যত দৌড়ঝাঁপ।
৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে এমন এক ঝড়ই তুলেছেন ডোরিয়েলটন, তাতেই শেষ হয়েছে রহমতগঞ্জের আশা। ছয় মিনিটের মধ্যে করা তাঁর তিন গোলেই ৩-০ গোলে জয় পেয়েছে আবাহনী। এবারের লিগে এটিই প্রথম হ্যাটট্রিক।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রথম ২৫ মিনিট খেলাটাকে বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণে রেখেছিল ফেডারেশন কাপের রানার্সআপ রহমতগঞ্জ। শুধু ফিনিশিংয়ের অভাবটাই ভোগালো দলটাকে। ২১ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে তাজিক ডিফেন্ডার সিয়োভুজ আসরোরভের ফ্রি-কিক ঠেকিয়ে দেন আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ২৯ মিনিটে আরও ভালো সুযোগ নষ্ট করেন ঘানাইয়ান ফিলিপ আজাহ। আবাহনী গোলরক্ষক সোহেলকে একা পেয়ে যে চিপ করেছিলেন তা জালে না জড়িয়ে চলে যায় বাইরে।
গোলের জন্য যখন এভাবে আক্রমণ শানাচ্ছে রহমতগঞ্জ, তখনই পুরো চিত্রটা পাল্টে দিলেন ডোরিয়েলটন। ৪০ মিনিটে কোস্টারিকান সতীর্থ দানিয়েল কলিন্দ্রেসের কর্নারে হেডে আবাহনীরই সাবেক ডিফেন্ডার ওয়ালি ফয়সালের পায়ের ফাঁক দিয়ে বল পোস্টে ঢুকিয়ে আবাহনীকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান।
তিন মিনিট পরেই আবারও ডোরিয়েলটনের লক্ষ্যভেদ। গোলের কারিগর আবারও কলিন্দ্রেস। ৪৩ মিনিটে মাঝ মাঠ ঠেকে সতীর্থের কাছ থেকে পাওয়া বল কলিন্দ্রেস বাড়িয়ে দেন ডোরিলেটনকে। বল পেয়ে শুধু ঠান্ডা মাথায় বল জালে জড়ানোই কাজ ছিল, এবং সেটাই করেছেন এই ফরোয়ার্ড।
তিন মিনিটে দুই গোল পেয়ে হ্যাটট্রিকের নেশা যেন পেয়ে বসলো ডোরিয়েলটনকে। প্রথমার্ধের যোগ করা সময়ে নুরুল নাইয়ুম ফয়সালের বাড়ানো পাস অফসাইড ফাঁদ ভেঙে এগিয়ে একা পেয়ে যান রহমতগঞ্জ গোলরক্ষক তুষারকে। নিজের জায়গা ছেড়ে বের হয়ে এসেছিলেন তুষার কিন্তু ডোরিয়েলটনকে আটকাতে পারেননি। তাতেই হয়ে গেল হ্যাটট্রিক। আর এই তিন গোলেই দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় আবাহনী।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৩ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে