ঢাকা: ইতালির জয়রথ যেন থামানোই যাচ্ছে না। এ নিয়ে জিতল টানা ২৯ আন্তর্জাতিক ম্যাচ। প্রথম ম্যাচের মতো রোমে সুইজারল্যান্ডের বিপক্ষেও জিতল দাপটের সঙ্গে। মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় পৌঁছলেন রবার্তো মানচিনির শিষ্যরা।
ম্যাচের শুরুতেই গোলের সহজ সুযোগ নষ্ট করে ইতালি। ১০ মিনিটে লিওনার্দো স্পিনাজ্জোলার ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি সিরো ইমোবিল। দুই মিনিট পর স্ট্রাইকার ডোমেনিকো বেরার্দির আক্রমণ প্রতিহত হয় সুইস রক্ষণভাগে। ১৯ মিনিটে কর্নার থেকে পাওয়া ক্রস জালে জড়িয়ে আনন্দে মেতে ওঠেন ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি। ভার রিপ্লেতে 'হ্যান্ডবল' প্রমাণিত হলে ক্ষণিকের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয় মানচিনির শিষ্যদের কাছে।
ডেডলক ভাঙতে অবশ্য খুব বেশি সময় লাগেনি ইতালির। ২৬ মিনিটে বেরার্দির সহায়তায় লোকাতেল্লি সুইস রক্ষণভাগকে সুকৌশলে বোকা বানিয়ে দলকে এগিয়ে নেন। সুইজারল্যান্ড প্রতি আক্রমণ করলেও ইতালির রক্ষণভাগ ছিলেন সতর্ক। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালি।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুটা হয় দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণ দিয়ে। ৪৬ মিনিটে সুইস স্ট্রাইকার জার্দান শাকিরির বাঁ পায়ের শট বাধা পায় ইতালিয়ান রক্ষণ দেওয়ালে। এক মিনিট পরেই সুইস মিডফিল্ডার রিকার্দো রদ্রিগেজের কর্নার থেকে ক্রসে ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি ডিফেন্ডার নিকো এলভেদি।
ইতালিকে দ্বিতীয়বার উৎসব করার সুযোগ এনে দেন লোকাতেল্লি। ৫২ মিনিটে নিকোলো বেরেল্লার সহায়তায় ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন লোকাতেল্লি। ৬৪ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ড। মিডফিল্ডার স্টিভেন জুবের শট নিলেও তা ঠেকিয়ে দিয়েছেন ইতালিয়ান গোলরক্ষক জিওভান্নি দোনারুমা৷
ইতালির পাল্টা আক্রমণে যেন সুইস রক্ষণভাগের নাভিশ্বাস ওঠে। ৭৩ ও ৭৫ মিনিটে দুবার সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারা ইমোবিল ৮৯ মিনিটে আর ভুল করেননি। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সুইস গোলরক্ষক ইয়ান সোমারকে বোকা বানিয়ে দলের তৃতীয় গোলটি করেন ইমোবিল। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আজ্জুরিরা।
ঢাকা: ইতালির জয়রথ যেন থামানোই যাচ্ছে না। এ নিয়ে জিতল টানা ২৯ আন্তর্জাতিক ম্যাচ। প্রথম ম্যাচের মতো রোমে সুইজারল্যান্ডের বিপক্ষেও জিতল দাপটের সঙ্গে। মিডফিল্ডার ম্যানুয়েল লোকাতেল্লির জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় পৌঁছলেন রবার্তো মানচিনির শিষ্যরা।
ম্যাচের শুরুতেই গোলের সহজ সুযোগ নষ্ট করে ইতালি। ১০ মিনিটে লিওনার্দো স্পিনাজ্জোলার ক্রসে মাথা ছোঁয়াতে পারেননি সিরো ইমোবিল। দুই মিনিট পর স্ট্রাইকার ডোমেনিকো বেরার্দির আক্রমণ প্রতিহত হয় সুইস রক্ষণভাগে। ১৯ মিনিটে কর্নার থেকে পাওয়া ক্রস জালে জড়িয়ে আনন্দে মেতে ওঠেন ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি। ভার রিপ্লেতে 'হ্যান্ডবল' প্রমাণিত হলে ক্ষণিকের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয় মানচিনির শিষ্যদের কাছে।
ডেডলক ভাঙতে অবশ্য খুব বেশি সময় লাগেনি ইতালির। ২৬ মিনিটে বেরার্দির সহায়তায় লোকাতেল্লি সুইস রক্ষণভাগকে সুকৌশলে বোকা বানিয়ে দলকে এগিয়ে নেন। সুইজারল্যান্ড প্রতি আক্রমণ করলেও ইতালির রক্ষণভাগ ছিলেন সতর্ক। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইতালি।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধের শুরুটা হয় দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণ দিয়ে। ৪৬ মিনিটে সুইস স্ট্রাইকার জার্দান শাকিরির বাঁ পায়ের শট বাধা পায় ইতালিয়ান রক্ষণ দেওয়ালে। এক মিনিট পরেই সুইস মিডফিল্ডার রিকার্দো রদ্রিগেজের কর্নার থেকে ক্রসে ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি ডিফেন্ডার নিকো এলভেদি।
ইতালিকে দ্বিতীয়বার উৎসব করার সুযোগ এনে দেন লোকাতেল্লি। ৫২ মিনিটে নিকোলো বেরেল্লার সহায়তায় ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন লোকাতেল্লি। ৬৪ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ড। মিডফিল্ডার স্টিভেন জুবের শট নিলেও তা ঠেকিয়ে দিয়েছেন ইতালিয়ান গোলরক্ষক জিওভান্নি দোনারুমা৷
ইতালির পাল্টা আক্রমণে যেন সুইস রক্ষণভাগের নাভিশ্বাস ওঠে। ৭৩ ও ৭৫ মিনিটে দুবার সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারা ইমোবিল ৮৯ মিনিটে আর ভুল করেননি। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সুইস গোলরক্ষক ইয়ান সোমারকে বোকা বানিয়ে দলের তৃতীয় গোলটি করেন ইমোবিল। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আজ্জুরিরা।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৪ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৫ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৫ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৫ ঘণ্টা আগে