Ajker Patrika

মাঠে ফিরছে বিপিএল ফুটবল

২০-২৫ গোলের লক্ষ্য আল আমিনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১১: ১৭
বিপিএলে ২০-২৫ গোলের লক্ষ্য আল আমিনের। ছবি: সংগৃহীত
বিপিএলে ২০-২৫ গোলের লক্ষ্য আল আমিনের। ছবি: সংগৃহীত

দশম রাউন্ড শেষে দেড় মাসের বিরতির পর আজ মাঠে ফিরছে প্রিমিয়ার লিগ। বড় ম্যাচ অবশ্য আগামীকাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আতিথ্য দেবে বসুন্ধরা কিংস। এর আগে আজ রয়েছে দুটি ম্যাচ। গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের মুখোমুখি হবে পুলিশ এফসি। চলতি মৌসুমে প্রথম দেখায় অবশ্য ফকিরেরপুলকে উড়িয়ে দিয়েছিল তারা।

সেই ম্যাচে পুলিশের হয়ে জোড়া গোল করেন আল আমিন। লিগে এখন পর্যন্ত স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৭ গোল তাঁর। সুযোগ পেয়েছেন জাতীয় দলেও। কিন্তু ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সেই ম্যাচে আল আমিনকে এক মিনিটের জন্যও মাঠে নামাননি জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা।

বাংলাদেশের পরের ম্যাচ জুনে সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগেই লিগ শেষ হওয়ার কথা। তখন নামের পাশে অন্তত ২০টি গোল দেখতে চান আল আমিন। বলেন, ‘ (ভারতের বিপক্ষে না খেলায়) আক্ষেপ ছিল, কিন্তু এখন নেই। এখন লিগেই মনোযোগী। আমার লক্ষ্য স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোল করা।’ পারফরম্যান্সটা যেন ধরে রাখতে পারি, সেটা ঠিক রাখতে পারলে জাতীয় দলে আবার সুযোগ পাব। অন্তত ২০ থেকে ২৫টা গোল করে মৌসুম শেষ করতে চাই।’

১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে রয়েছে পুলিশ। তাদের ঠিক পরেই আছে ফকিরেরপুল। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে তলানির দল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে চারে থাকা রহমতগঞ্জ। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত