Ajker Patrika

এবার কন্যা সন্তানের বাবা হলেন নেইমার

এবার কন্যা সন্তানের বাবা হলেন নেইমার

দীর্ঘদিন ধরেই মাঠের সময়টা ভালো যাচ্ছিল না নেইমারের। তবে কঠিন সময়কে পেছনে ফেলে সর্বশেষ ম্যাচে আল হিলালের হয়ে প্রথম গোল পেয়েছেন তিনি। সেই গোলই যেন সুখের সময় এনে দিয়েছে তাঁর। 

প্রথমবারের মতো যে কন্যা সন্তানের বাবা হলেন নেইমার। বাবা হওয়ার বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। বান্ধবী বিয়ানকার্দির সঙ্গে মেয়েকে চুমু খাওয়ার এক ছবি দিয়ে নেইমার লিখেছেন, ‘আমাদের জীবনকে পরিপূর্ণতা দিতে আমাদের কন্যা এসেছে। স্বাগতম কন্যা। তুমি ইতিমধ্যে আমাদের ভালোবাসা পেয়েছ। আমাদের বেছে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’

গত এপ্রিলে নেইমারকে বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন বিয়ানকার্দি। কিন্তু মাঝে প্রেমিকার সঙ্গে সময়টা ভালো যাচ্ছিল না তাঁর। পরে অবশ্য সন্তানসম্ভবা প্রেমিকার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন ৩১ বছর বয়সী তারকা। সে সব মিটমাট হয়ে এবার তাঁদের কোলজুড়ে ফুটফুটে মেয়ের আগমন। ২০২১ সাল থেকে সম্পর্কে আছেন নেইমার-বিয়ানকার্দি। 

কন্যা সন্তানের আগেই অবশ্য পিতা হয়েছেন নেইমার। ১৯ বছর বয়সেই প্রথমবার বাবা হন তিনি। ১২ বছর বয়সী তাঁর পুত্র সন্তানের নাম ডেভিড লুকা। ২০১১ সালে নেইমার ও তাঁর সাবেক বান্ধবী ক্যারোলিনা দান্তাসের ঘর আলো করে আসেন লুকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত