Ajker Patrika

যে দুই ঘটনায় নেইমারের খুব মন খারাপ 

যে দুই ঘটনায় নেইমারের খুব মন খারাপ 

সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। চোটের কারণে এমনিই আছেন মাঠের বাইরে। এমন দুঃসময়ে পরিবার ও বন্ধু দুই জায়গা থেকেই দুঃসংবাদ পেয়েছেন নেইমার। সব কিছু মিলিয়ে মানসিকভাবে তেমন একটা ভালো অবস্থায় নেই ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। 

নেইমারের প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির বাসায় গত পরশু (৭ নভেম্বর) হামলা চালিয়েছিল এক দল দুষ্কৃতিকারী। ব্রুনার বাবা মাকে হাত পা বেঁধে বাড়িতে লুটপাট চালিয়েছিল দুষ্কৃতিকারীর দল। তাঁদের (ব্রুনার বাবা-মা) আঘাত না করলেও অনেক বিলাসবহুল সামগ্রী লুটপাট করে নিয়ে যান তারা। ঘটনার সময় নেইমারের প্রেমিকা ও কন্যা কেউই বাড়িতে ছিলেন না। এরই মধ্যে স্থানীয় পুলিশ একজনকে গ্রেপ্তারও করেছে। অন্যদিকে গত পরশু বিকালে ব্রাজিলিয়ান টিভি তারকা লুয়ানা আনদ্রেদে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। লুয়ানার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছিল। দুই দুঃসংবাদ পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত নেইমার গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, ‘দুটো দুঃখজনক ঘটনায় দিন খুবই খারাপ গেছে। প্রথমত ব্রুর (ব্রুনা বিকার্দি) পরিবার আক্রান্ত হয়েছেন। তবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে সবাই ভালো আছেন। দ্বিতীয়ত আমার এক বন্ধু মারা গেছেন। পুরো পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে।’ 

বাড়িতে ডাকাতির ঘটনায় ব্রুনা এরপর সামাজিকমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেইমারের প্রেমিকা পোস্ট করেছেন, ‘আপনাদের জানাতে চাই যে, কোনো লাখ টাকার চুক্তি হয়নি। গতকাল (গত পরশু) কি ঘটেছে, সেই ব্যাপারে স্পষ্ট করে বলতে চাই। কেস এরই মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিচারাধীন রয়েছে। এর বিচার হবেই। তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন যে বাড়িতে চুরি হয়েছে।’ 

অন্যদিকে টিভি তারকা আনদ্রেদের প্রেমিকর হোয়াও হাদাদ আবেগঘন বার্তা লিখেছেন ইনস্টাগ্রামে। হাদাদ লিখেছেন, ‘জীবনের সবচেয়ে বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আমার জীবনের একটা অংশ চলে গেছে। আমাদের দুজনের গল্প দারুণ জমে উঠেছিল। প্রেমিকা হওয়ায় তুমি আমার জীবনের 
সঙ্গী এখনও রয়েছ, ভবিষ্যতেও থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত