২০২২ বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্রাজিলের। মাঠের পারফরম্যান্স তো ভালো হচ্ছেই না। একই সঙ্গে কোনো স্থায়ী কোচও তারা পায়নি। সবকিছু ঠিকঠাক থাকলে অবশেষে সেলেসাওরা স্থায়ী কোচ পেতে যাচ্ছে।
ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচের পদ থেকে গত শুক্রবার বরখাস্ত হয়েছেন ফার্নান্দো দিনিজ। এরপরই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন কোচ হওয়ার ব্যাপারে দোরিভাল জুনিয়রের নাম শোনা যায়। তিনি তখন ছিলেন দেশটির ক্লাব সাও পাওলোর প্রধান কোচ। অবশেষে সাও পাওলোর সঙ্গে চুক্তি বাতিল করেছেন দোরিভাল। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে তাঁর কোচ হওয়ার কথা এখনো অফিসিয়ালি জানায়নি ঠিকই। তবে সাও পাওলো গত রাতে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দোরিভালের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছে। সাও পাওলো ক্লাবের প্রধান হুলিও কাসারেস এক বিবৃতিতে বলেন, ‘দোরিভালকে আমন্ত্রণ জানানো প্রমাণ করে যে আমরা সঠিক পথেই আছি। এখন এটা ছিল দোরিভালের ব্যাপার, যাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আমার ম্যানেজমেন্টের শেষ পর্যন্ত সাও পাওলোর সঙ্গে চুক্তি নবায়নের। আপনার (দোরিভাল) নতুন চ্যালেঞ্জে সফল হতে শুভ কামনা জানাই।’
সাও পাওলোতো দুই দফায় কোচের দায়িত্বে ছিলেন দোরিভাল। প্রথম মেয়াদ ছিল ২০১৭-এর জুলাই থেকে ২০১৮-এর মার্চ পর্যন্ত। এরপর গত বছরের এপ্রিলে পুনরায় ক্লাবটিতে কোচের পদে যোগদান করেন তিনি। সাও পাওলোকে জিতিয়েছেন ২০২৩ কোপা দো ব্রাজিল। দোরিভাল বলেন, ‘এটা হচ্ছে ব্যক্তিগত স্বপ্নের বাস্তবায়ন। তা সম্ভব হয়েছে সাও পাওলোতে আমার কাজের জন্য যে স্বীকৃতি পেয়েছি। সাম্প্রতিক সময়ে ক্লাবে অবকাঠামোগত যে উন্নতি হয়েছে, তাতে ক্লাব যথোপযুক্ত পেশাদার ব্যক্তিকে খুঁজে নিতে প্রস্তুত। ভক্ত-সমর্থকদের থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, সেজন্য তাদের ধন্যবাদ।’
২০২২ বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্রাজিলের। মাঠের পারফরম্যান্স তো ভালো হচ্ছেই না। একই সঙ্গে কোনো স্থায়ী কোচও তারা পায়নি। সবকিছু ঠিকঠাক থাকলে অবশেষে সেলেসাওরা স্থায়ী কোচ পেতে যাচ্ছে।
ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচের পদ থেকে গত শুক্রবার বরখাস্ত হয়েছেন ফার্নান্দো দিনিজ। এরপরই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নতুন কোচ হওয়ার ব্যাপারে দোরিভাল জুনিয়রের নাম শোনা যায়। তিনি তখন ছিলেন দেশটির ক্লাব সাও পাওলোর প্রধান কোচ। অবশেষে সাও পাওলোর সঙ্গে চুক্তি বাতিল করেছেন দোরিভাল। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে তাঁর কোচ হওয়ার কথা এখনো অফিসিয়ালি জানায়নি ঠিকই। তবে সাও পাওলো গত রাতে তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দোরিভালের দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছে। সাও পাওলো ক্লাবের প্রধান হুলিও কাসারেস এক বিবৃতিতে বলেন, ‘দোরিভালকে আমন্ত্রণ জানানো প্রমাণ করে যে আমরা সঠিক পথেই আছি। এখন এটা ছিল দোরিভালের ব্যাপার, যাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আমার ম্যানেজমেন্টের শেষ পর্যন্ত সাও পাওলোর সঙ্গে চুক্তি নবায়নের। আপনার (দোরিভাল) নতুন চ্যালেঞ্জে সফল হতে শুভ কামনা জানাই।’
সাও পাওলোতো দুই দফায় কোচের দায়িত্বে ছিলেন দোরিভাল। প্রথম মেয়াদ ছিল ২০১৭-এর জুলাই থেকে ২০১৮-এর মার্চ পর্যন্ত। এরপর গত বছরের এপ্রিলে পুনরায় ক্লাবটিতে কোচের পদে যোগদান করেন তিনি। সাও পাওলোকে জিতিয়েছেন ২০২৩ কোপা দো ব্রাজিল। দোরিভাল বলেন, ‘এটা হচ্ছে ব্যক্তিগত স্বপ্নের বাস্তবায়ন। তা সম্ভব হয়েছে সাও পাওলোতে আমার কাজের জন্য যে স্বীকৃতি পেয়েছি। সাম্প্রতিক সময়ে ক্লাবে অবকাঠামোগত যে উন্নতি হয়েছে, তাতে ক্লাব যথোপযুক্ত পেশাদার ব্যক্তিকে খুঁজে নিতে প্রস্তুত। ভক্ত-সমর্থকদের থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, সেজন্য তাদের ধন্যবাদ।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৪ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে