Ajker Patrika

স্পেনকে হারিয়ে গ্রুপ সেরা মিসর

স্পেনকে হারিয়ে গ্রুপ সেরা মিসর

শেষ আট নিশ্চিত হয়ে গেছে আগেই। মিসরকে হারাতে পারলে হতো গ্রুপ সেরা। কিন্তু সেই কাজ করতে পারল না স্পেন। ফেবারিট হয়ে প্যারিস অলিম্পিকে আসা স্প্যানিশরা গ্রুপের শেষ ম্যাচে হেরেছে ২-১ গোলে।

এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে গেল মিসর। স্পেনের বিপক্ষে জোড়া গোল করেছেন ইব্রাহিম আদেল। ৪০ মিনিটে তাঁর দুর্দান্ত গোলে এগিয়ে যায় মিসর। তার মিনিট দুই আগে দুর্দান্ত এক ফ্রি কিক নিয়েও হতাশ হতে হয় স্পেনকে।

পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়া স্প্যানিশরা দ্বিতীয় গোল হজম করে ৬০ মিনিটে। এবারও চমৎকার ফিনিশিংয়ে স্কোরশিটে নাম লেখান আদেল। হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন ২৩ বছর বয়সী স্ট্রাইকার। ৯৯ মিনিটে সেই সুযোগ হাতছাড়া করেন তিনি।

নাটক জমে উঠে শেষ মুহূর্তে। ৮৯ মিনিটে অফসাইডের কারণে একটি গোল বাতিল হয় মিসরের। ১ মিনিট পর স্পেনের হয়ে একটি গোল শোধ দেন স্যামুয়েল ওমোরাডিওন। এরপর অতিরিক্ত আরও ১১ মিনিট খেলা চললেও সমতায় ফিরতে পারেনি তারা।

এই গ্রুপের আরেক ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ডমিনিকান প্রজাতন্ত্র। মিসর যদি হেরে যেত আর ডমিনিকানরা জিতলে দুই দলের পয়েন্ট হতো সমান ৪। তখন গোল ব্যবধানে এগিয়ে থাকা দল যেত শেষ আটে।

অলিম্পিকে আজ রাতে শেষ আট নিশ্চিত করতে ‘বি’ গ্রুপে ইউক্রেনের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত