প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএজি) ড্রেসিংরুম তারকায় ঠাসা। অভিজ্ঞ ও উদীয়মান মিলিয়ে তারকাদের অভাব নেই দলটিতে। লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে আছেন ইউরোপ মাতানো বেশ কিছু তারকা। তবে সবকিছুর ঊর্ধ্বে মেসির উপস্থিতি।
পিএসজিতে এই মৌসুমে নতুন কোচ হিসেবে যোগ দেওয়া ক্রিস্তোফ গালতিয়েরও মেসিতে মোহাবিষ্ট হয়েছেন। গালতিয়ের পিএসজি ফরোয়ার্ডের প্রশংসা করে বলেছেন, মেসি হাসলে দল হাসে।
গত মৌসুমে নিসের কোচ ছিলেন গালতিয়ের। তখন প্রতিপক্ষের কোচ হিসেবে সামলিয়েছেন মেসিকে। এবার কোচ হিসেবে পিএসজির ডাগআউটে যোগ দিয়ে কাজ করছেন আর্জেন্টাইন তারকার সঙ্গে। সাবেক বার্সেলোনা তারকার উপস্থিতি দলকে কতটা প্রভাবিত করে, গতকাল এর ব্যাখ্যা দিয়েছেন সংবাদমাধ্যমকে। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ ছাড়া সে ক্লাব ফুটবলে সবকিছু জিতেছে। সে ব্যক্তিগত সব পুরস্কারও জিতেছে। তবু সে সন্তুষ্ট নয়। তবে আমার মনে হয় সে খুশি। আর লিও হাসলে দলও হাসে। সে সতীর্থদের কাছে ভালোবাসার ও প্রশংসনীয়।’
মেসিকে পরিচালনায় কোনো অসুবিধায় পড়তে হচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে গালতিয়ের বলেছেন, ‘লিও সমস্ত অনুশীলন সেশন ঠিকমতো করছে। সতীর্থদের সঙ্গে প্রস্তুতির সময় হাসাহাসির মাধ্যমে বাক্যবিনিময় করছে। সে দলের ফুটবলারদের জন্য অনুপ্রেরণা। মাঠে তার সঙ্গে কাজ করতে পারা এবং হ্যালো বলার প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। সে শিষ্যদের জন্য উদাহরণ।’
পিএসজির হয়ে প্রথম মৌসুম আশানুরূপ কাটেনি মেসির। ৩৪ ম্যাচে করেছিলেন ১১ গোল। নতুন মৌসুমে খুদে জাদুকর করছেন ৩ গোল দুই ম্যাচে। ক্লেরমন্তোর বিপক্ষে তিনি অবিশ্বাস্য ১ গোল করেছেন বাইসাইকেল কিকে।
প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএজি) ড্রেসিংরুম তারকায় ঠাসা। অভিজ্ঞ ও উদীয়মান মিলিয়ে তারকাদের অভাব নেই দলটিতে। লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে আছেন ইউরোপ মাতানো বেশ কিছু তারকা। তবে সবকিছুর ঊর্ধ্বে মেসির উপস্থিতি।
পিএসজিতে এই মৌসুমে নতুন কোচ হিসেবে যোগ দেওয়া ক্রিস্তোফ গালতিয়েরও মেসিতে মোহাবিষ্ট হয়েছেন। গালতিয়ের পিএসজি ফরোয়ার্ডের প্রশংসা করে বলেছেন, মেসি হাসলে দল হাসে।
গত মৌসুমে নিসের কোচ ছিলেন গালতিয়ের। তখন প্রতিপক্ষের কোচ হিসেবে সামলিয়েছেন মেসিকে। এবার কোচ হিসেবে পিএসজির ডাগআউটে যোগ দিয়ে কাজ করছেন আর্জেন্টাইন তারকার সঙ্গে। সাবেক বার্সেলোনা তারকার উপস্থিতি দলকে কতটা প্রভাবিত করে, গতকাল এর ব্যাখ্যা দিয়েছেন সংবাদমাধ্যমকে। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ ছাড়া সে ক্লাব ফুটবলে সবকিছু জিতেছে। সে ব্যক্তিগত সব পুরস্কারও জিতেছে। তবু সে সন্তুষ্ট নয়। তবে আমার মনে হয় সে খুশি। আর লিও হাসলে দলও হাসে। সে সতীর্থদের কাছে ভালোবাসার ও প্রশংসনীয়।’
মেসিকে পরিচালনায় কোনো অসুবিধায় পড়তে হচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে গালতিয়ের বলেছেন, ‘লিও সমস্ত অনুশীলন সেশন ঠিকমতো করছে। সতীর্থদের সঙ্গে প্রস্তুতির সময় হাসাহাসির মাধ্যমে বাক্যবিনিময় করছে। সে দলের ফুটবলারদের জন্য অনুপ্রেরণা। মাঠে তার সঙ্গে কাজ করতে পারা এবং হ্যালো বলার প্রতিটা মুহূর্ত উপভোগ করছি। সে শিষ্যদের জন্য উদাহরণ।’
পিএসজির হয়ে প্রথম মৌসুম আশানুরূপ কাটেনি মেসির। ৩৪ ম্যাচে করেছিলেন ১১ গোল। নতুন মৌসুমে খুদে জাদুকর করছেন ৩ গোল দুই ম্যাচে। ক্লেরমন্তোর বিপক্ষে তিনি অবিশ্বাস্য ১ গোল করেছেন বাইসাইকেল কিকে।
নেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি সনি বেকারের। কদিন আগে কেবল ডাক পেয়েছেন ইংল্যান্ড দলে। ইংল্যান্ডের জার্সি গায়ে চড়ানোর আগেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ করেছেন হ্যাটট্রিক।
৫ ঘণ্টা আগে