Ajker Patrika

ঢাকার আশপাশে জমি চায় বাফুফে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২: ২১
ঢাকার আশপাশে জমি চায় বাফুফে

কক্সবাজারের বদলে ঢাকার আশপাশে ট্রেনিং সেন্টারের জন্য জমি চায় বাফুফে। সোমবার গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

মূলত কক্সবাজারের বদলে ঢাকায় ট্রেনিং সেন্টার হলে অফিশিয়াল কাজগুলো সহজভাবে সম্পন্ন করা যাবে বলে মনে করেন বাফুফের এই কর্তা। পাশাপাশি সে সময় কক্সবাজারে জমি পছন্দ করার বিষয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি, ‘আমাদের তখন তিনটা অপশন দেওয়া হয়েছিল, তবে সেটা কক্সবাজারেই। কিন্তু আমরা চেয়েছিলাম ঢাকার আশপাশে, যাতে অফিশিয়াল কাজগুলো সুন্দরভাবে করা যায়। আসলে তখন তেমন উপায় ছিল না। কারণ, তিনটা অপশন কক্সবাজারের মধ্য থেকে বাছাই করতে বলা হয়েছিল।’ 

তবে এবার ঢাকার আশপাশে জমি চান বাফুফের সাধারণ সম্পাদক, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব, যাতে ঢাকার আশপাশে; যেমন আড়িয়ল বিলের দিকে অনেক খাসজমি রয়েছে, সেখানেও হতে পারে। সেদিকে হলে সুবিধা হবে।’ সেটা না হলে কক্সবাজারেই কাজ শুরু করতে রাজি বাফুফে।

এদিকে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ নারী দলের চুক্তি নবায়নের কথাও জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক, ‘সাবিনা (নারী দলের অধিনায়ক) গিয়েছিল বাফুফে সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। আসলে চুক্তির বিষয়ে কথা হয়েছে। তাদের চুক্তি ৩১ আগস্ট পর্যন্ত ছিল। সেটা বাড়িয়ে ৩০ অক্টোবর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত