নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কক্সবাজারের বদলে ঢাকার আশপাশে ট্রেনিং সেন্টারের জন্য জমি চায় বাফুফে। সোমবার গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
মূলত কক্সবাজারের বদলে ঢাকায় ট্রেনিং সেন্টার হলে অফিশিয়াল কাজগুলো সহজভাবে সম্পন্ন করা যাবে বলে মনে করেন বাফুফের এই কর্তা। পাশাপাশি সে সময় কক্সবাজারে জমি পছন্দ করার বিষয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি, ‘আমাদের তখন তিনটা অপশন দেওয়া হয়েছিল, তবে সেটা কক্সবাজারেই। কিন্তু আমরা চেয়েছিলাম ঢাকার আশপাশে, যাতে অফিশিয়াল কাজগুলো সুন্দরভাবে করা যায়। আসলে তখন তেমন উপায় ছিল না। কারণ, তিনটা অপশন কক্সবাজারের মধ্য থেকে বাছাই করতে বলা হয়েছিল।’
তবে এবার ঢাকার আশপাশে জমি চান বাফুফের সাধারণ সম্পাদক, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব, যাতে ঢাকার আশপাশে; যেমন আড়িয়ল বিলের দিকে অনেক খাসজমি রয়েছে, সেখানেও হতে পারে। সেদিকে হলে সুবিধা হবে।’ সেটা না হলে কক্সবাজারেই কাজ শুরু করতে রাজি বাফুফে।
এদিকে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ নারী দলের চুক্তি নবায়নের কথাও জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক, ‘সাবিনা (নারী দলের অধিনায়ক) গিয়েছিল বাফুফে সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। আসলে চুক্তির বিষয়ে কথা হয়েছে। তাদের চুক্তি ৩১ আগস্ট পর্যন্ত ছিল। সেটা বাড়িয়ে ৩০ অক্টোবর করা হয়েছে।’
কক্সবাজারের বদলে ঢাকার আশপাশে ট্রেনিং সেন্টারের জন্য জমি চায় বাফুফে। সোমবার গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
মূলত কক্সবাজারের বদলে ঢাকায় ট্রেনিং সেন্টার হলে অফিশিয়াল কাজগুলো সহজভাবে সম্পন্ন করা যাবে বলে মনে করেন বাফুফের এই কর্তা। পাশাপাশি সে সময় কক্সবাজারে জমি পছন্দ করার বিষয়েও বিস্তারিত তুলে ধরেন তিনি, ‘আমাদের তখন তিনটা অপশন দেওয়া হয়েছিল, তবে সেটা কক্সবাজারেই। কিন্তু আমরা চেয়েছিলাম ঢাকার আশপাশে, যাতে অফিশিয়াল কাজগুলো সুন্দরভাবে করা যায়। আসলে তখন তেমন উপায় ছিল না। কারণ, তিনটা অপশন কক্সবাজারের মধ্য থেকে বাছাই করতে বলা হয়েছিল।’
তবে এবার ঢাকার আশপাশে জমি চান বাফুফের সাধারণ সম্পাদক, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব, যাতে ঢাকার আশপাশে; যেমন আড়িয়ল বিলের দিকে অনেক খাসজমি রয়েছে, সেখানেও হতে পারে। সেদিকে হলে সুবিধা হবে।’ সেটা না হলে কক্সবাজারেই কাজ শুরু করতে রাজি বাফুফে।
এদিকে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ নারী দলের চুক্তি নবায়নের কথাও জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক, ‘সাবিনা (নারী দলের অধিনায়ক) গিয়েছিল বাফুফে সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। আসলে চুক্তির বিষয়ে কথা হয়েছে। তাদের চুক্তি ৩১ আগস্ট পর্যন্ত ছিল। সেটা বাড়িয়ে ৩০ অক্টোবর করা হয়েছে।’
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৯ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১০ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১০ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১০ ঘণ্টা আগে